ETV Bharat / sitara

প্রবীর মণ্ডলের নতুন নাটক 'সীমান্তে আবদুল খালেক বিশ্বাস' - prabir mandal

টাকি সরস্বতী কলা মন্দিরের নতুন নাটক 'সীমান্তে আবদুল খালেক বিশ্বাস'। 3 মার্চ সন্ধে সাড়ে 6টায় মঞ্চস্থ হতে চলেছে ।

xc
xcv
author img

By

Published : Mar 1, 2020, 7:29 PM IST

কলকাতা : 3 মার্চ মুক্তাঙ্গনে মঞ্চস্থ হতে চলেছে 'সীমান্তে আবদুল খালেক বিশ্বাস'। টাকি সরস্বতী কলা মন্দিরের এই নতুন নাটক মঞ্চস্থ হবে সন্ধে সাড়ে 6টায় । দলের 25 থেকে 30 জন সদস্যকে নিয়ে বিতর্কিত 'হিন্দুচোর' নাটকের স্রষ্টা প্রবীর মণ্ডলই নাটকটি আনতে চলেছেন ।

প্রবীর বলেন, "এই সময় অনুপ্রবেশকারী, শরণার্থীদের নিয়ে একটা ডামাডোল চলছে । এই বিষয়টা একটা অত্যন্ত জটিল বিষয় । বাংলাদেশ থেকে এখন হিন্দু-মুসলমান সকলেই আসেন এদেশে । কেউ বলছেন অনুপ্রবেশকারী, কেউ বলছেন শরণার্থী । আসলে কোনটা বলা যায়, সেই বিষয় নিয়েই এই নাটক । সেখানে খালেক বিশ্বাস বা হারু চৌধুরি কেবলই একটি নাম । এদের মূল শিকড় কোথায় ? এরা তো উপমহাদেশেরই একটি অংশ । এদের পদবী তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পদবী । এটা তো কেউ আরব থেকে আসেনি । এই খালেক বিশ্বাসদের মূল শিকড় কোথায় ? সেটাই আলোকপাত করা হয়েছে এই নাটকে ।"

প্রবীরের কথায় নাটকটি একটি জটিল বিষয় নিয়ে তৈরি । বলেন, "নাটকটি গবেষণার মোড়কে, ভালোবাসার মোড়কে পরিবেশন করা হয়েছে । আমার এখানে 25 থেকে 30 জন অভিনেতা অভিনেত্রী পাঠ করছেন । সীমান্ত এলাকায় সমস্যা দেখানো হচ্ছে । এখানে খালেক বিশ্বাস কেবলই উপলক্ষ্য । এই নামে একটি চরিত্র আছে, তবে সেটা শুধুই সিম্বলিক ।"

কলকাতা : 3 মার্চ মুক্তাঙ্গনে মঞ্চস্থ হতে চলেছে 'সীমান্তে আবদুল খালেক বিশ্বাস'। টাকি সরস্বতী কলা মন্দিরের এই নতুন নাটক মঞ্চস্থ হবে সন্ধে সাড়ে 6টায় । দলের 25 থেকে 30 জন সদস্যকে নিয়ে বিতর্কিত 'হিন্দুচোর' নাটকের স্রষ্টা প্রবীর মণ্ডলই নাটকটি আনতে চলেছেন ।

প্রবীর বলেন, "এই সময় অনুপ্রবেশকারী, শরণার্থীদের নিয়ে একটা ডামাডোল চলছে । এই বিষয়টা একটা অত্যন্ত জটিল বিষয় । বাংলাদেশ থেকে এখন হিন্দু-মুসলমান সকলেই আসেন এদেশে । কেউ বলছেন অনুপ্রবেশকারী, কেউ বলছেন শরণার্থী । আসলে কোনটা বলা যায়, সেই বিষয় নিয়েই এই নাটক । সেখানে খালেক বিশ্বাস বা হারু চৌধুরি কেবলই একটি নাম । এদের মূল শিকড় কোথায় ? এরা তো উপমহাদেশেরই একটি অংশ । এদের পদবী তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পদবী । এটা তো কেউ আরব থেকে আসেনি । এই খালেক বিশ্বাসদের মূল শিকড় কোথায় ? সেটাই আলোকপাত করা হয়েছে এই নাটকে ।"

প্রবীরের কথায় নাটকটি একটি জটিল বিষয় নিয়ে তৈরি । বলেন, "নাটকটি গবেষণার মোড়কে, ভালোবাসার মোড়কে পরিবেশন করা হয়েছে । আমার এখানে 25 থেকে 30 জন অভিনেতা অভিনেত্রী পাঠ করছেন । সীমান্ত এলাকায় সমস্যা দেখানো হচ্ছে । এখানে খালেক বিশ্বাস কেবলই উপলক্ষ্য । এই নামে একটি চরিত্র আছে, তবে সেটা শুধুই সিম্বলিক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.