কলকাতা : এক নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করলেন পন্ডিত দেবাশিস ভট্টাচার্য । নাম 'পুষ্প বীণা'। ভারতের প্রাচীন সুর ও ফোক মিউজ়িককে সারা বিশ্বের সামনে তুলে ধরবে এই যন্ত্র । পন্ডিত তন্ময় বোসের সহযোগিতায় এই অত্যাধুনিক বাদ্যযন্ত্র তৈরি করেন তিনি ।
পন্ডিত দেবাশিস ভট্টাচার্যের উদ্যোগে গতকাল দক্ষিণ কলকাতা একটি সভাঘরে উদ্বোধন করা হয় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভালের । যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী, বিক্রম ঘোষ, পন্ডিত অনিন্দ্য চাটার্জি, পারুপল্লি ফাল্গুন ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।
এই নতুন বাদ্যযন্ত্র সম্পর্কে পন্ডিত অজয় চক্রবর্তী বলেন, "পুষ্প দিয়ে আমরা পুজো করি । আর আমি চাই ওঁর বীণা যেন পুষ্প হয়ে ভগবানের চরণে ঠাঁই পায় । আর তার সুর যদি মানুষের ভালো লাগে এর থেকে বড় তো আর কিছু হতে পারে না । আমি দেবাশিসকে অনেকদিন ধরেই চিনি । পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা ওঁর সবসময়ই ছিল । তাই আমি একটাই কথা বলব সকলের আশীর্বাদ নিয়ে ও এগিয়ে যাক এবং শাস্ত্রীয় সংগীতকে নতুন দিশা দেখাক ।"
পন্ডিত তন্ময় বোস বলেন," পুষ্প বীণা আবিষ্কার দেবাশিস করেছে । আর যত বাদ্যযন্ত্র বাজায়, প্রতিটাই ও নিজে আবিষ্কার করেছে । পুষ্পবীণা জন্ম হওয়ার গল্পটা আমি জানি । কারণ, আমরা যখন ইউরোপে যাচ্ছিলাম তখনই এ বিষয়ে কথাবার্তা শুরু হয় । আর সেখানেই অনেক কাজ হয়েছিল । আমার মনে হয় উচ্চাঙ্গসংগীতকে যাঁরা ভালোবাসবে তাঁরা এই বাদ্যযন্ত্রটিকে গ্রহণ করবেন ।"