ETV Bharat / sitara

মোদি নয়, এবার ধ্যানে বসলেন এই বঙ্গতনয়া - Television actress

উত্তরাখণ্ডে গিয়ে যোগাসনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ছবিটির মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেশ জুড়ে।

মনামী ঘোষ
author img

By

Published : May 21, 2019, 11:33 PM IST

কলকাতা : মোদির ছবি দেখে টুঙ্কেল খান্না বলেছেন, "ওয়েডিং ফটোগ্রাফির পর মেডিটেশন ফোটোগ্রাফি একটা বড় বিষয় হতে চলেছে।" মূলত মোদির যোগাসনে বসে তোলা ছবিকেই কটাক্ষ করেই মন্তব্যটি করেন টুঙ্কেল। তবে এসবকে কোনও পাত্তা না দিয়েই নিজের যোগাসনে বসার ছবি পোস্ট করলেন এই মনামী ঘোষ।

মনামী ঘোষ এখন ব্যস্ত 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের কাজে। তবে বেড়াতে যেতে খুবই পছন্দ করেন তিনি। তাই এক ফাঁকে টুক করে বেড়াতে চলে গেছিলেন ইউরোপে। ২০১৮ সালের থ্রোব্য়াক ছবি শেয়ার করলেন মনামী।

ছবির ক্যাপশনে মনামী লিখেছেন, "সে নিজেকে মনে রেখেছে...ইউরোপের চূড়ায়...২০১৮" বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় হলুদ জ্যাকেট পরে থাকা মনামীকে একটুকরো রোদ্দুরের মতোই লাগছিল।

কলকাতা : মোদির ছবি দেখে টুঙ্কেল খান্না বলেছেন, "ওয়েডিং ফটোগ্রাফির পর মেডিটেশন ফোটোগ্রাফি একটা বড় বিষয় হতে চলেছে।" মূলত মোদির যোগাসনে বসে তোলা ছবিকেই কটাক্ষ করেই মন্তব্যটি করেন টুঙ্কেল। তবে এসবকে কোনও পাত্তা না দিয়েই নিজের যোগাসনে বসার ছবি পোস্ট করলেন এই মনামী ঘোষ।

মনামী ঘোষ এখন ব্যস্ত 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের কাজে। তবে বেড়াতে যেতে খুবই পছন্দ করেন তিনি। তাই এক ফাঁকে টুক করে বেড়াতে চলে গেছিলেন ইউরোপে। ২০১৮ সালের থ্রোব্য়াক ছবি শেয়ার করলেন মনামী।

ছবির ক্যাপশনে মনামী লিখেছেন, "সে নিজেকে মনে রেখেছে...ইউরোপের চূড়ায়...২০১৮" বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় হলুদ জ্যাকেট পরে থাকা মনামীকে একটুকরো রোদ্দুরের মতোই লাগছিল।

Intro:Body:

ধ্যানে বসলেন আরও এক সেলিব্রিটি



কলকাতা : টুঙ্কেল খান্না বলেছেন, "ওয়েডিং ফটোগ্রাফির পর মেডিটেশন ফোটোগ্রাফি একটা বড় বিষয় হতে চলেছে।" মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাসনে বসে তোলা ছবিকেই কটাক্ষ করে মন্তব্যটি করেন টুঙ্কেল। তবে এসবকে কোনও পাত্তা না দিয়েই যোগাসনে বসে নিজের ছবি পোস্ট করলেন এই বঙ্গতনয়া।



মনামী ঘোষ এখন ব্যস্ত 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের কাজে। তবে বেড়াতে যেতে খুবই পছন্দ করেন তিনি। তাই এক ফাঁকে টুক করে বেড়াতে চলে গেছিলেন ইউরোপে। ২০১৮ সালের সেই থ্রোব্য়াক ছবি শেয়ার করলেন মনামী।



ছবির ক্যাপশনে মনামী লিখেছেন, "সে নিজেকে মনে রেখেছে...ইউরোপের মাথায়...২০১৮" বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় হলুদ জ্যাকেট পরে থাকা মনামীকে একটুকরো রোদ্দুরের মতোই লাগছিল।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.