কলকাতা : মোদির ছবি দেখে টুঙ্কেল খান্না বলেছেন, "ওয়েডিং ফটোগ্রাফির পর মেডিটেশন ফোটোগ্রাফি একটা বড় বিষয় হতে চলেছে।" মূলত মোদির যোগাসনে বসে তোলা ছবিকেই কটাক্ষ করেই মন্তব্যটি করেন টুঙ্কেল। তবে এসবকে কোনও পাত্তা না দিয়েই নিজের যোগাসনে বসার ছবি পোস্ট করলেন এই মনামী ঘোষ।
মনামী ঘোষ এখন ব্যস্ত 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের কাজে। তবে বেড়াতে যেতে খুবই পছন্দ করেন তিনি। তাই এক ফাঁকে টুক করে বেড়াতে চলে গেছিলেন ইউরোপে। ২০১৮ সালের থ্রোব্য়াক ছবি শেয়ার করলেন মনামী।
ছবির ক্যাপশনে মনামী লিখেছেন, "সে নিজেকে মনে রেখেছে...ইউরোপের চূড়ায়...২০১৮" বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় হলুদ জ্যাকেট পরে থাকা মনামীকে একটুকরো রোদ্দুরের মতোই লাগছিল।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">