কলকাতা : সম্প্রতি ৭০০ পর্বের মাইলস্টোন ছুঁয়েছে 'মহাপ্রভু শ্রীচৈতন্য'। গল্পে এসেছে অনেক পরিবর্তন। তবে দর্শক অপেক্ষা করেছিলেন নিমাই আর বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেখার জন্য়।
পৌরাণিক কাহিনি অনুযায়ী এই বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিমাই আর বিষ্ণুপ্রিয়ার জীবনে। এই বিয়ে কি নিমাইকে সংসারে বেঁধে রাখতে পারবে? গল্প ভাঙতে চাইলেন না অভিনেতা-অভিনেত্রীরা।
ETV ভারত সিতারার ক্যামেরা পৌঁছে গেছিল 'মহাপ্রভু শ্রীচৈতন্য'-র সেটে। দেখে নিন ভিডিয়ো