এদিকে উমাকে অজ্ঞান অবস্থায় পায় এক সাঁওতাল পরিবার। ছোট্ট উমার দেখভালের জন্য তারা তাকে তাদের বাড়ি নিয়ে যায়। উমার অজানা পথে যাত্রা শুরু হয়। এমন সময় একদল ডাকাত তাকে আক্রমণ করে। উদ্দেশ্য একটাই, মা কালীর কাছে বলি দেওয়া।
মেয়ের নিরুদ্দেশ হওয়ায় ব্যাকুল উমার বাবা-মা ভাগবতী এবং সুবোধ। এই পরিস্থিতিতে মা তারা উমার ছদ্মবেশে দেখা দেয় তাদের। এদিকে প্রতাপের লোক ধরে আনে নয়ন এবং বিনোদিনীকে। আর ডাকাতরা উমাকে নিয়ে হাজির হয় প্রতাপের মহলে ডাকাতি করার জন্য।
মহাতীর্থ কালীঘাট একটি সামাজিক ও পৌরাণিক গল্প। সান বাংলা চ্যানেলের এই ধারাবাহিকের মূল চরিত্র উমা। উমা মা কালীর ভক্ত। নিজের চোখ দিয়ে সে মা কালীর মূর্তি দেখতে পায় এবং দেখতে পায় কালীঘাট মন্দিরের ইতিহাসকে। উমার বয়স পাঁচ। সে থাকে গ্রামে। এদিকে গ্রামের জমিদার পুজো করে শ্রীকৃষ্ণকে। মা কালীকে তার একেবারেই পছন্দ নয়। যেখানে উমাকে দেখা যায় মা কালীর একনিষ্ঠ ভক্ত হিসেবে।
ধারাবাহিকে উমার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী সৃজা ভট্টাচার্য। প্রতিদিন সন্ধা ৬টায় সম্প্রচারিত হয় মহাতীর্থ কালীঘাট।