ETV Bharat / sitara

Super singer season 3 Grand Finale : সুপার সিঙ্গারের গ্র‍্যান্ড ফিনালেতে তারকার হাট, চ্যাম্পিয়ন বেহালার শুচিস্মিতা - সুপার সিঙ্গার সিজন থ্রি চ্যাম্পিয়ন শুচিস্মিতা চক্রবর্তী

সুপার সিঙ্গারের গ্র‍্যান্ড ফিনালেতে (Super singer season 3 Grand Finale) বসল তারকার হাট ৷ ছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit in Super singer Grand Finale), শান, কবিতা কৃষ্ণমূর্তি ছাড়াও আরও অনেকে ৷ চ্যাম্পিয়ন হলেন বেহালার শুচিস্মিতা চক্রবর্তী (Super singer season 3 champion Suchismita Chakraborty)৷

Super singer Grand Finale
সুপার সিঙ্গারের গ্র‍্যান্ড ফিনালেতে তারকার হাট, চ্যাম্পিয়ন বেহালার শুচিস্মিতা
author img

By

Published : Mar 21, 2022, 9:19 AM IST

কলকাতা, 21 মার্চ: শেষ হল 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-এর জার্নি (Super singer season 3 Grand Finale)। টানা দশ ঘণ্টার গ্র্যান্ড ফিনালে পর্বে হাজির হলেন মাধুরী দীক্ষিতও (Madhuri Dixit in Super singer Grand Finale)।

টানা 10 ঘণ্টার ধামাকেদার পর্বের সাক্ষী রইল অগণিত দর্শক । দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলল 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-এর গ্র‍্যান্ড ফিনালে । চূড়ান্ত পর্বের এই লড়াইয়ে জয়ী হন বেহালার মেয়ে শুচিস্মিতা চক্রবর্তী (Super singer season 3 champion Suchismita Chakraborty)। দ্বিতীয় স্থানে বেলঘরিয়ার মানসী ঘোষ । তৃতীয় স্থানে প্রণয় মজুমদার ও কুমার গৌরব । আর পপুলার চয়েজ উইনার হলেন সৌমি ঘোষ ।

Super singer Grand Finale
পপুলার চয়েজ উইনার

আরও পড়ুন: Super Singer Grand Final : 'সুপার সিঙ্গার'-এ এবার চূড়ান্ত পর্বের লড়াই

এ দিনের মঞ্চ শুধু প্রতিযোগীদের পারফরম্যান্সেই নয়, জমে ওঠে তারকাদের উপিস্থিতিতে । হাজির হন শান, কবিতা কৃষ্ণমূর্তি, পালক মুছাল, ইলা অরুণ এবং বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত ।

Super singer Grand Finale
দ্বিতীয় পুরস্কার তুলে দিলেন মাধুরী

মাধুরী এদিন শ্রদ্ধা জানালেন মহানায়িকা সুচিত্রা সেনকে । মাধুরী নাচলেন কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 'দেবদাস' ছবির গান 'ঢাই শাম রোকলাই'র সঙ্গে । তাঁর সঙ্গে নাচে কোমর দোলালেন দেব এবং জিৎ । সব মিলিয়ে জমে ওঠে এ দিনের গ্র‍্যান্ড ফিনালের মঞ্চ । আর যিশু সেনগুপ্তর জমকালো সঞ্চালনা তো ছিলই । এই শো-র প্রাণ যে তিনিই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ।

Super singer Grand Finale
তৃতীয় পুরস্কার বিজেতা

আরও পড়ুন: Mahalakshmi Iyer in Super Singer : 'সুপার সিঙ্গার'-এর নয়া পর্বে আসছেন মহালক্ষ্মী আইয়ার

26 মার্চ থেকে এই চ্যানেলে রাত সাড়ে 9টার স্লটে প্রতি শনি ও রবিবার সম্প্রচারিত হবে নতুন রিয়ালিটি শো 'ইস্মার্ট জোড়ি'। সঞ্চালনায় থাকছেন সুপারস্টার জিৎ।

কলকাতা, 21 মার্চ: শেষ হল 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-এর জার্নি (Super singer season 3 Grand Finale)। টানা দশ ঘণ্টার গ্র্যান্ড ফিনালে পর্বে হাজির হলেন মাধুরী দীক্ষিতও (Madhuri Dixit in Super singer Grand Finale)।

টানা 10 ঘণ্টার ধামাকেদার পর্বের সাক্ষী রইল অগণিত দর্শক । দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলল 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-এর গ্র‍্যান্ড ফিনালে । চূড়ান্ত পর্বের এই লড়াইয়ে জয়ী হন বেহালার মেয়ে শুচিস্মিতা চক্রবর্তী (Super singer season 3 champion Suchismita Chakraborty)। দ্বিতীয় স্থানে বেলঘরিয়ার মানসী ঘোষ । তৃতীয় স্থানে প্রণয় মজুমদার ও কুমার গৌরব । আর পপুলার চয়েজ উইনার হলেন সৌমি ঘোষ ।

Super singer Grand Finale
পপুলার চয়েজ উইনার

আরও পড়ুন: Super Singer Grand Final : 'সুপার সিঙ্গার'-এ এবার চূড়ান্ত পর্বের লড়াই

এ দিনের মঞ্চ শুধু প্রতিযোগীদের পারফরম্যান্সেই নয়, জমে ওঠে তারকাদের উপিস্থিতিতে । হাজির হন শান, কবিতা কৃষ্ণমূর্তি, পালক মুছাল, ইলা অরুণ এবং বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত ।

Super singer Grand Finale
দ্বিতীয় পুরস্কার তুলে দিলেন মাধুরী

মাধুরী এদিন শ্রদ্ধা জানালেন মহানায়িকা সুচিত্রা সেনকে । মাধুরী নাচলেন কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 'দেবদাস' ছবির গান 'ঢাই শাম রোকলাই'র সঙ্গে । তাঁর সঙ্গে নাচে কোমর দোলালেন দেব এবং জিৎ । সব মিলিয়ে জমে ওঠে এ দিনের গ্র‍্যান্ড ফিনালের মঞ্চ । আর যিশু সেনগুপ্তর জমকালো সঞ্চালনা তো ছিলই । এই শো-র প্রাণ যে তিনিই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ।

Super singer Grand Finale
তৃতীয় পুরস্কার বিজেতা

আরও পড়ুন: Mahalakshmi Iyer in Super Singer : 'সুপার সিঙ্গার'-এর নয়া পর্বে আসছেন মহালক্ষ্মী আইয়ার

26 মার্চ থেকে এই চ্যানেলে রাত সাড়ে 9টার স্লটে প্রতি শনি ও রবিবার সম্প্রচারিত হবে নতুন রিয়ালিটি শো 'ইস্মার্ট জোড়ি'। সঞ্চালনায় থাকছেন সুপারস্টার জিৎ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.