ETV Bharat / sitara

বাংলাতেও ওঁর জনপ্রিয়তা ছিল অনেক বেশি : কৌশিক সেন

লকডাউনের জেরে উষাদেবীর শেষযাত্রার সঙ্গী হতে পারেননি অনেকেই । এই নিয়ে আক্ষেপ রয়েছে কৌশিকেরও । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই সময়টা কখন কীভাবে আসবে, সেটা তো কেউ বলতে পারে না । এরকম পরিস্থিতি না থাকলে হয়তো এরকম ঘটত না । লকডাউন না থাকলে হয়তো আমরা সকলেই যেতাম ।"

dg
dsfg
author img

By

Published : Apr 23, 2020, 3:06 PM IST

কলকাতা : নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের কাছে উষাদেবীর চলে যাওয়া খুব কষ্টের । ETV ভারত সিতারার কাছে উষা গাঙ্গুলিকে নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি ।

লকডাউনের জেরে উষাদেবীর শেষযাত্রার সঙ্গী হতে পারেননি অনেকেই । এই নিয়ে আক্ষেপ রয়েছে কৌশিকেরও । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই সময়টা কখন কীভাবে আসবে, সেটা তো কেউ বলতে পারে না । এরকম পরিস্থিতি না থাকলে হয়তো এরকম ঘটত না । লকডাউন না থাকলে হয়তো আমরা সকলেই যেতাম ।"

sdf
শেষযাত্রায় উষা গাঙ্গুলি

উষাদেবীকে নিয়ে স্মৃতিচারণ করেন কৌশিক । বলেন, "হিন্দি থিয়েটার হলেও, বাংলাতে ওঁর জনপ্রিয়তা কিন্তু যেকোনও বাংলা নাট্য দলের কিংবা পরিচালকের থেকে অনেক বেশি ছিল । আমি যখন থিয়েটার শুরু করি, তখন যাঁদের থিয়েটার আমাকে খুব আর্কষণ করত, তাঁর মধ্যে ওঁর তৈরি 'লোক কথা', 'হোলি', 'কোর্ট মার্শাল', 'রুদালি'... এই নাটকগুলো রয়েছে । খুব ভালো ভালো অভিনেতা ওঁর দলে ছিলেন । তাঁদের মধ্যে ছিলেন অশোক সিং, রাজেশ শর্মারা । ওঁর গ্রুপের যাঁদের নাম জানতাম না আমরা, এরকম প্রচুর ছেলেমেয়েরা ভালো অভিনয় করতেন । কোরাস অভিনয়ও খুব ভালো হত ।"

dfg
.

এর মাঝে একটি প্রাপ্তির কথাও কৌশিক শেয়ার করলেন আমাদের সঙ্গে । বলেন, "ওঁর দলের যখন 25 বছর বয়স, তখন তিনি আমাকে, গৌতম হালদারকে এবং আরও কয়েকজনকে আমন্ত্রণ করেছিলেন বাইরে থেকে ওঁর দলে 4 থেকে 5টা নাটক করার জন্যে । আমি জয় গোস্বামীর উপন্যাস থেকে নিয়ে একটা নাটকে কাজ করেছিলাম । তাতে আমার স্ত্রী রেশমী সেনও অভিনয় করেছিলেন । রেশমীর অভিনয় উষাদি খুব পছন্দ করতেন । ফলে, বলেছিলেন রেশমী করলে আমার আপত্তি নেই । সেই নাটকটিকে উজ্জ্বল চট্টোপাধ্যায় নাট্যরূপ দিয়েছিলেন ।"

কলকাতা : নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের কাছে উষাদেবীর চলে যাওয়া খুব কষ্টের । ETV ভারত সিতারার কাছে উষা গাঙ্গুলিকে নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি ।

লকডাউনের জেরে উষাদেবীর শেষযাত্রার সঙ্গী হতে পারেননি অনেকেই । এই নিয়ে আক্ষেপ রয়েছে কৌশিকেরও । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই সময়টা কখন কীভাবে আসবে, সেটা তো কেউ বলতে পারে না । এরকম পরিস্থিতি না থাকলে হয়তো এরকম ঘটত না । লকডাউন না থাকলে হয়তো আমরা সকলেই যেতাম ।"

sdf
শেষযাত্রায় উষা গাঙ্গুলি

উষাদেবীকে নিয়ে স্মৃতিচারণ করেন কৌশিক । বলেন, "হিন্দি থিয়েটার হলেও, বাংলাতে ওঁর জনপ্রিয়তা কিন্তু যেকোনও বাংলা নাট্য দলের কিংবা পরিচালকের থেকে অনেক বেশি ছিল । আমি যখন থিয়েটার শুরু করি, তখন যাঁদের থিয়েটার আমাকে খুব আর্কষণ করত, তাঁর মধ্যে ওঁর তৈরি 'লোক কথা', 'হোলি', 'কোর্ট মার্শাল', 'রুদালি'... এই নাটকগুলো রয়েছে । খুব ভালো ভালো অভিনেতা ওঁর দলে ছিলেন । তাঁদের মধ্যে ছিলেন অশোক সিং, রাজেশ শর্মারা । ওঁর গ্রুপের যাঁদের নাম জানতাম না আমরা, এরকম প্রচুর ছেলেমেয়েরা ভালো অভিনয় করতেন । কোরাস অভিনয়ও খুব ভালো হত ।"

dfg
.

এর মাঝে একটি প্রাপ্তির কথাও কৌশিক শেয়ার করলেন আমাদের সঙ্গে । বলেন, "ওঁর দলের যখন 25 বছর বয়স, তখন তিনি আমাকে, গৌতম হালদারকে এবং আরও কয়েকজনকে আমন্ত্রণ করেছিলেন বাইরে থেকে ওঁর দলে 4 থেকে 5টা নাটক করার জন্যে । আমি জয় গোস্বামীর উপন্যাস থেকে নিয়ে একটা নাটকে কাজ করেছিলাম । তাতে আমার স্ত্রী রেশমী সেনও অভিনয় করেছিলেন । রেশমীর অভিনয় উষাদি খুব পছন্দ করতেন । ফলে, বলেছিলেন রেশমী করলে আমার আপত্তি নেই । সেই নাটকটিকে উজ্জ্বল চট্টোপাধ্যায় নাট্যরূপ দিয়েছিলেন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.