শিলিগুড়ি : বাধা বিঘ্ন পেরিয়ে উদ্বোধন হল গ্লোবাল সিনেমা ফেস্টিভালের । শিলিগুড়ির শক্তিগড়ে নবনির্মিত রবীন্দ্র মঞ্চে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব ও একাধিক পরিচালক ও নির্দেশক । তবে ফাঁকা পড়ে রইল দর্শকাসন ।
বাম আমলের প্রকল্প নিয়ে একাধিক টালবাহানা শেষে তৃণমূল আমলে বাস্তবরূপ নেয় শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চ ৷ নির্মাণকাজ শেষ হওয়ার পর বাম শাসনাধীনে থাকা শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, SJD-র (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) তরফে দফায় দফায় উদ্বোধন হয় রবীন্দ্রমঞ্চের । যদিও রবীন্দ্রমঞ্চে কোন অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি কোনকালেই । তবে গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের প্রথম ছবি দেখানো হল এখানেই ।
রবীন্দ্রমঞ্চ গড়ে উঠলেও কাজ পুরোপুরি শেষ হয়নি ৷ রয়েছে অনেক ত্রুটি । যার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিষেবা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রবীন্দ্রমঞ্চ । মঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত করতে বসানো হয়েছে 8 টি AC মেশিন ৷ যদিও বিদ্যুৎ পরিষেবা সঠিকমানের না হওয়ায় একযোগে তিনটের বেশি AC মেশিন চালানো সম্ভব নয় ৷ এছাড়াও স্টেজের লাইট জ্বালালে বন্ধ রাখতে হয় AC । অন্যদিকে, গ্যালারি নির্মাণের ক্ষেত্রে সঠিক প্ল্যান না থাকায় সেখানে থাকা দর্শকাসন সরিয়ে ফেলা হয়েছে নিরাপত্তার কথা ভেবে ৷ সেক্ষেত্রে নব নির্মিত ওই মঞ্চের আসন সংখ্যা দাঁড়িয়েছে 390 ৷ যা অপ্রতুল বলেই দাবী শিল্পানুরাগীদের ৷
এবিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, "বিদ্যুৎ পরিষেবায় কিছু সমস্যা রয়েছে ৷ তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে । এছাড়াও রবীন্দ্রমঞ্চের ছাদের কিছু অংশ দিয়ে জল চুঁইছে ৷ তা মেরামত করা হচ্ছে SJD-র তরফে ৷ আশা করছি কিছুদিনের মধ্যেই রবীন্দ্রমঞ্চ পূর্ণতা পাবে ।"
গ্লোবাল সিনেমা ফেস্টিভালের উদ্বোধনী পর্বে "আহা রে!" ছবির প্রদর্শনী পর্বে দর্শকাসন ফাঁকা পড়ে থাকা প্রসঙ্গে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত । যদিও তিনি বলেন, "নব নির্মিত ওই রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠান তো শুরু হল । ওই মঞ্চের পথ চলা তো শুরু হল । আর খুব একটা কম দর্শক হয়নি । অনেকেই এসেছিলেন ৷ তবে স্থানটি খুব একটা পরিচিত নয় ৷ আগামীতে স্থানটি পরিচিত হলে সেখানেও মানুষের ঢল নামবে ।"