ETV Bharat / sitara

শুরু গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল, ফাঁকা রইল দর্শকাসন - siliguri

বাধা বিঘ্নের মাঝেই রবীন্দ্রমঞ্চে শুরু গ্লোবাল সিনেমা ফেস্টিভাল । ফাঁকা পড়ে রইল দর্শকাসন । পরে পরিচিতি বাড়লে দর্শক বাড়বে বলেই আশাবাদী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।

গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল
author img

By

Published : Aug 23, 2019, 8:34 AM IST

Updated : Aug 23, 2019, 11:36 AM IST

শিলিগুড়ি : বাধা বিঘ্ন পেরিয়ে উদ্বোধন হল গ্লোবাল সিনেমা ফেস্টিভালের । শিলিগুড়ির শক্তিগড়ে নবনির্মিত রবীন্দ্র মঞ্চে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব ও একাধিক পরিচালক ও নির্দেশক । তবে ফাঁকা পড়ে রইল দর্শকাসন ।

বাম আমলের প্রকল্প নিয়ে একাধিক টালবাহানা শেষে তৃণমূল আমলে বাস্তবরূপ নেয় শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চ ৷ নির্মাণকাজ শেষ হওয়ার পর বাম শাসনাধীনে থাকা শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, SJD-র (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) তরফে দফায় দফায় উদ্বোধন হয় রবীন্দ্রমঞ্চের । যদিও রবীন্দ্রমঞ্চে কোন অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি কোনকালেই । তবে গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের প্রথম ছবি দেখানো হল এখানেই ।

রবীন্দ্রমঞ্চ গড়ে উঠলেও কাজ পুরোপুরি শেষ হয়নি ৷ রয়েছে অনেক ত্রুটি । যার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিষেবা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রবীন্দ্রমঞ্চ । মঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত করতে বসানো হয়েছে 8 টি AC মেশিন ৷ যদিও বিদ্যুৎ পরিষেবা সঠিকমানের না হওয়ায় একযোগে তিনটের বেশি AC মেশিন চালানো সম্ভব নয় ৷ এছাড়াও স্টেজের লাইট জ্বালালে বন্ধ রাখতে হয় AC । অন্যদিকে, গ্যালারি নির্মাণের ক্ষেত্রে সঠিক প্ল্যান না থাকায় সেখানে থাকা দর্শকাসন সরিয়ে ফেলা হয়েছে নিরাপত্তার কথা ভেবে ৷ সেক্ষেত্রে নব নির্মিত ওই মঞ্চের আসন সংখ্যা দাঁড়িয়েছে 390 ৷ যা অপ্রতুল বলেই দাবী শিল্পানুরাগীদের ৷

এবিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, "বিদ্যুৎ পরিষেবায় কিছু সমস্যা রয়েছে ৷ তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে । এছাড়াও রবীন্দ্রমঞ্চের ছাদের কিছু অংশ দিয়ে জল চুঁইছে ৷ তা মেরামত করা হচ্ছে SJD-র তরফে ৷ আশা করছি কিছুদিনের মধ্যেই রবীন্দ্রমঞ্চ পূর্ণতা পাবে ।"

দেখুন ভিডিয়ো

গ্লোবাল সিনেমা ফেস্টিভালের উদ্বোধনী পর্বে "আহা রে!" ছবির প্রদর্শনী পর্বে দর্শকাসন ফাঁকা পড়ে থাকা প্রসঙ্গে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত । যদিও তিনি বলেন, "নব নির্মিত ওই রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠান তো শুরু হল । ওই মঞ্চের পথ চলা তো শুরু হল । আর খুব একটা কম দর্শক হয়নি । অনেকেই এসেছিলেন ৷ তবে স্থানটি খুব একটা পরিচিত নয় ৷ আগামীতে স্থানটি পরিচিত হলে সেখানেও মানুষের ঢল নামবে ।"

শিলিগুড়ি : বাধা বিঘ্ন পেরিয়ে উদ্বোধন হল গ্লোবাল সিনেমা ফেস্টিভালের । শিলিগুড়ির শক্তিগড়ে নবনির্মিত রবীন্দ্র মঞ্চে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব ও একাধিক পরিচালক ও নির্দেশক । তবে ফাঁকা পড়ে রইল দর্শকাসন ।

বাম আমলের প্রকল্প নিয়ে একাধিক টালবাহানা শেষে তৃণমূল আমলে বাস্তবরূপ নেয় শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চ ৷ নির্মাণকাজ শেষ হওয়ার পর বাম শাসনাধীনে থাকা শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, SJD-র (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) তরফে দফায় দফায় উদ্বোধন হয় রবীন্দ্রমঞ্চের । যদিও রবীন্দ্রমঞ্চে কোন অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি কোনকালেই । তবে গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের প্রথম ছবি দেখানো হল এখানেই ।

রবীন্দ্রমঞ্চ গড়ে উঠলেও কাজ পুরোপুরি শেষ হয়নি ৷ রয়েছে অনেক ত্রুটি । যার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিষেবা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রবীন্দ্রমঞ্চ । মঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত করতে বসানো হয়েছে 8 টি AC মেশিন ৷ যদিও বিদ্যুৎ পরিষেবা সঠিকমানের না হওয়ায় একযোগে তিনটের বেশি AC মেশিন চালানো সম্ভব নয় ৷ এছাড়াও স্টেজের লাইট জ্বালালে বন্ধ রাখতে হয় AC । অন্যদিকে, গ্যালারি নির্মাণের ক্ষেত্রে সঠিক প্ল্যান না থাকায় সেখানে থাকা দর্শকাসন সরিয়ে ফেলা হয়েছে নিরাপত্তার কথা ভেবে ৷ সেক্ষেত্রে নব নির্মিত ওই মঞ্চের আসন সংখ্যা দাঁড়িয়েছে 390 ৷ যা অপ্রতুল বলেই দাবী শিল্পানুরাগীদের ৷

এবিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, "বিদ্যুৎ পরিষেবায় কিছু সমস্যা রয়েছে ৷ তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে । এছাড়াও রবীন্দ্রমঞ্চের ছাদের কিছু অংশ দিয়ে জল চুঁইছে ৷ তা মেরামত করা হচ্ছে SJD-র তরফে ৷ আশা করছি কিছুদিনের মধ্যেই রবীন্দ্রমঞ্চ পূর্ণতা পাবে ।"

দেখুন ভিডিয়ো

গ্লোবাল সিনেমা ফেস্টিভালের উদ্বোধনী পর্বে "আহা রে!" ছবির প্রদর্শনী পর্বে দর্শকাসন ফাঁকা পড়ে থাকা প্রসঙ্গে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত । যদিও তিনি বলেন, "নব নির্মিত ওই রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠান তো শুরু হল । ওই মঞ্চের পথ চলা তো শুরু হল । আর খুব একটা কম দর্শক হয়নি । অনেকেই এসেছিলেন ৷ তবে স্থানটি খুব একটা পরিচিত নয় ৷ আগামীতে স্থানটি পরিচিত হলে সেখানেও মানুষের ঢল নামবে ।"

Intro:বাঁধা বিঘ্নের মাঝেই রবীন্দ্রমঞ্চে শুরু গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যাল, ফাঁকা পড়ে রইল দর্শকাসন!

শিলিগুড়ি, ২২ আগস্টঃ বাঁধা বিঘ্নের মাঝেই আজ চতুর্থবারের জন্য উদ্বোধন হল শিলিগুড়ির শক্তিগড়ে নবনির্মিত রবীন্দ্রমঞ্চ। একইসঙ্গে এদিন রবীন্দ্রমঞ্চে মঞ্চস্থ হল ঋতুপর্ণা সেনগুপ্ত অভীনিত বাংলা চলচিত্র "আহা রে!" উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সহ রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব ও একাধিক পরিচালক ও নির্দেশক। যদিও এদিন রবীন্দ্রমঞ্চের সিংভাগ দর্শকাসন ফাঁকা পড়েছিল। ঘটনায় কিছুটা হলেও আক্ষেপ ছিল টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর।

Body:বাম আমলের প্রকল্প নিয়ে একাধিক টালবাহানা শেষে তৃণমূল আমলে বাস্তবরূপ নিল শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চ৷ নির্মাণকাজ শেষ হওয়ার পর বাম শাসনাধীনে থাকা শিলিগুড়ি পুরনিগম ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তর, এসজেডিএর(শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) তরফে দফায় দফায় উদ্বোধন হয় রবীন্দ্রমঞ্চের। যদিও রবীন্দ্রমঞ্চে কোন অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি কোনকালেই। নেপথ্যে রয়েছে বেশকিছু বাঁধা বিঘ্ন। যদিও এদিন গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের প্রথম চলচিত্র দেখানো হয় সেখানেই৷

জানা গিয়েছে, রবীন্দ্রমঞ্চ গড়ে উঠলেও তা এখনও পূর্ণতা পায়নি৷ রয়েছে অনেক ত্রুটি বিচ্যুতি। যার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিসেবা৷ নবনির্মিত ওই রবীন্দ্রমঞ্চ গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। সেক্ষেত্রে মঞ্চ শীততাপ নিয়ন্ত্রিত করতে বসানো হয়েছে ৮ টি এসি মেশিন৷ যদিও বিদ্যুৎ পরিসেবা সঠিকমানের না হওয়ায় একযোগে তিনটের বেশী এসি মেশিন চালানো সম্ভব নয়৷ এছাড়াও স্টেজের লাইট জ্বালালে এসি পুরোপুরি বন্ধ করতে হয়। অন্যদিকে, গ্যালারি নির্মাণের ক্ষেত্রে সঠিক রূপরেখা না থাকায় সেখানে থাকা দর্শকাসন সরিয়ে ফেলা হয়েছে নিরাপত্তার কথা ভেবে৷ সেক্ষেত্রে নব নির্মিত ওই মঞ্চের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ এ৷ যা অপ্রতুল বলেই দাবী শিল্পানুরাগীদের৷

Conclusion:এবিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, বিদ্যুৎ পরিসেবায় কিছু সমস্যা রয়েছে৷ তা খতিয়ে দেখে সমস্যা সমাধানে উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়াও রবীন্দ্রমঞ্চের ছাঁদের কিছু অংশ দিয়ে জল চুঁইছে৷ তা মেরামত করা হচ্ছে এসজেডিএর তরফে৷ আশাকরছি কিছুদিনের মধ্যেই রবীন্দ্রমঞ্চ পূর্ণতা পাবে।

গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের উদ্বোধনী পর্বে "আহা রে!" চলচিত্র প্রদর্শনী পর্বে দর্শকাসন ফাঁকা পড়ে থাকা প্রসঙ্গে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও তিনি দাবী করেন, নব নির্মিত ওই রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠান তো শুরু হল। ওই মঞ্চের পথ চলা তো শুরু হল। আর খুব একটা কম দর্শক হয়নি। অনেকেই এসেছিলেন৷ তবে স্থানটি খুব একটা পরিচিত নয়৷ আগামীতে স্থানটি পরিচিত হলে সেখানেও মানুষের ঢল নামবে

Last Updated : Aug 23, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.