ETV Bharat / sitara

হইচইয়ে ফিরছে ব্যোমকেশ, আজ আসছে প্রথম গান - ব্যোমকেশ বক্সী

অরিন্দম শীল দেখিয়েছেন ব্যোমকেশ বক্সীর মুসৌরি ভ্রমণ। আবার দেবালয় ভট্টাচার্য পরদায় নিয়ে এসেছিলেন বৃদ্ধ ব্য়োমকেশকে। তবে হইচইয়ে এবার ধরা দেবে একেবারে অন্য এক ব্য়োমকেশ। সামনে এসেছে হইচই অরিজিনালসের 'ব্যোমকেশ সিজ়ন ৪'-এর এক পোস্টার। আজ মুক্তি পাবে ওয়েব সিরিজ়টির প্রথম গান।

ব্যোমকেশ
author img

By

Published : Mar 20, 2019, 8:41 AM IST

প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ব্যোমকেশ সিজ়ন ৪'-এর একটি গান আজ সামনে আসছে। যার নাম 'বক্সীবাবু'। সেই গানেই একেবারে অন্যভাবে ধরা দেবে ব্য়োমকেশ।

অনির্বাণ ভট্টাচার্য্য
অনির্বাণ ভট্টাচার্য্য
প্রথম থেকেই ওয়েব সিরিজ়টিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এইবারও তার কোনও পরিবর্তন নেই। ওয়েব সিরিজ়ের সমস্ত এপিসোড আসবে আগামী ১২ এপ্রিল।
বক্সীবাবু গানের পোস্টার
বক্সীবাবু গানের পোস্টার

সাদা ধূতি পঞ্জাবি ছেড়ে ব্যোমকেশ কেন এমন লুকে সামনে এসেছে। তাতে ব্যোমকেশকে দেখে অনেকেই অবাক। তবে কর্তৃপক্ষ বলছেন যে গানটিতে ব্যোমকেশের ভূমিকায় নেই অনির্বাণ। এদিকে 'বক্সীবাবু' গানটি অনির্বাণ নিজে লিখেছেন ও গেয়েছেন। অবশ্য ব্যোমকেশে কোনও কোনও গল্প থাকছে তা এখনও স্পষ্ট নয়।

প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ব্যোমকেশ সিজ়ন ৪'-এর একটি গান আজ সামনে আসছে। যার নাম 'বক্সীবাবু'। সেই গানেই একেবারে অন্যভাবে ধরা দেবে ব্য়োমকেশ।

অনির্বাণ ভট্টাচার্য্য
অনির্বাণ ভট্টাচার্য্য
প্রথম থেকেই ওয়েব সিরিজ়টিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এইবারও তার কোনও পরিবর্তন নেই। ওয়েব সিরিজ়ের সমস্ত এপিসোড আসবে আগামী ১২ এপ্রিল।
বক্সীবাবু গানের পোস্টার
বক্সীবাবু গানের পোস্টার

সাদা ধূতি পঞ্জাবি ছেড়ে ব্যোমকেশ কেন এমন লুকে সামনে এসেছে। তাতে ব্যোমকেশকে দেখে অনেকেই অবাক। তবে কর্তৃপক্ষ বলছেন যে গানটিতে ব্যোমকেশের ভূমিকায় নেই অনির্বাণ। এদিকে 'বক্সীবাবু' গানটি অনির্বাণ নিজে লিখেছেন ও গেয়েছেন। অবশ্য ব্যোমকেশে কোনও কোনও গল্প থাকছে তা এখনও স্পষ্ট নয়।

Intro:Body:

হইচইয়ে ফিরছে ব্যোমকেশ, আজ আসছে প্রথম গান



অরিন্দম শীল দেখিয়েছেন ব্যোমকেশ বক্সীর মুসৌরি ভ্রমণ। আবার দেবালয় ভট্টাচার্য পরদায় নিয়ে এসেছিলেন বৃদ্ধ ব্য়োমকেশকে। তবে হইচইয়ে এবার ধরা দেবে একেবারে অন্য এক ব্য়োমকেশ। সামনে এসেছে হইচই অরিজিনালসের 'ব্যোমকেশ সিজ়ন ৪'-এর এক পোস্টার। আজ মুক্তি পাবে ওয়েব সিরিজ়টির প্রথম গান। 



প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ব্যোমকেশ সিজ়ন ৪'-এর একটি গান আজ সামনে আসছে। যার নাম 'বক্সীবাবু'। সেই গানেই একেবারে অন্যভাবে ধরা দেবে ব্য়োমকেশ। প্রথম থেকেই ওয়েব সিরিজ়টিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এইবারও তার কোনও পরিবর্তন নেই। ওয়েব সিরিজ়ের সমস্ত এপিসোড আসবে আগামী ১২ এপ্রিল।



সাদা ধূতি পঞ্জাবি ছেড়ে ব্যোমকেশ কেন এমন লুকে সামনে এসেছে। তাতে ব্যোমকেশকে দেখে অনেকেই অবাক। তবে কর্তৃপক্ষ বলছেন যে গানটিতে ব্যোমকেশের ভূমিকায় নেই অনির্বাণ। এদিকে 'বক্সীবাবু' গানটি অনির্বাণ নিজে লিখেছেন ও গেয়েছেন। অবশ্য ব্যোমকেশে কোনও কোনও গল্প থাকছে তা এখনও স্পষ্ট নয়। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.