কলকাতা : সময়মতো ন্যায্য পারিশ্রমিক ও ১০ ঘণ্টার বেশি কাজ করলে বাড়তি অর্থের দাবি জানিয়েছিল বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়নরা। গত বছর থেকে এই দাবিকে কেন্দ্র করেই আর্টিস্ট ফোরাম ও প্রযোজকের মধ্যে চলছে অশান্তি। চলতি বছরের ২৫ মে ফোরামের পক্ষ থেকে জোরদার করা হয় আর্টিস্টদের এই দাবি। তার ২৪ ঘণ্টার মধ্যে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রধান রানা সরকার, শিল্পীদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সেই প্রতিশ্রুতি এখনও পালিত হয়নি পুরোপুরি। কারণ খুব অল্পসংখ্যক শিল্পীরাই টাকা পেয়েছেন। শোনা যাচ্ছে, ফের একবার ধর্মঘটের পথে হাঁটতে পারেন শিল্পী ও টেকনিশিয়নরা।
দাগ ক্রিয়েটিভ মিডিয়ার অধীনে থাকা পাঁচটি ধারাবাহিককে নিয়েই সমস্যা শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে শিল্পীরা বেতন পাচ্ছে না বলে অভিযোগ। চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তাঁরা। এত অভিযোগ, এত পদক্ষেপের পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় ধীরে ধীরে বাড়ছে ক্ষোভ। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের শুটিং।
আগামী ২৩ জুন, ফেডারেশানের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত শিল্পী ও সদস্যদের উপস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।