ETV Bharat / sitara

ফের সংকটে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ, বন্ধ হতে পারে শুটিং

বারবার সমাধানের মুখে এসেও হচ্ছে না সমাধান। বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়নদের বকেয়া পারিশ্রমিক নিয়ে এখনও চলছে টানাপোড়েন। প্রযোজক রানা সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও কাটছে না সিরিয়ালের জট।

আর্টিস্ট ফোরাম
author img

By

Published : Jun 19, 2019, 7:05 PM IST

Updated : Jun 19, 2019, 11:49 PM IST

কলকাতা : সময়মতো ন্যায্য পারিশ্রমিক ও ১০ ঘণ্টার বেশি কাজ করলে বাড়তি অর্থের দাবি জানিয়েছিল বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়নরা। গত বছর থেকে এই দাবিকে কেন্দ্র করেই আর্টিস্ট ফোরাম ও প্রযোজকের মধ্যে চলছে অশান্তি। চলতি বছরের ২৫ মে ফোরামের পক্ষ থেকে জোরদার করা হয় আর্টিস্টদের এই দাবি। তার ২৪ ঘণ্টার মধ্যে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রধান রানা সরকার, শিল্পীদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সেই প্রতিশ্রুতি এখনও পালিত হয়নি পুরোপুরি। কারণ খুব অল্পসংখ্যক শিল্পীরাই টাকা পেয়েছেন। শোনা যাচ্ছে, ফের একবার ধর্মঘটের পথে হাঁটতে পারেন শিল্পী ও টেকনিশিয়নরা।

আর্টিস্ট ফোরাম
বাঙালিদের ঘরে ঘরে জনপ্রিয় এইসব ধারাবাহিক

দাগ ক্রিয়েটিভ মিডিয়ার অধীনে থাকা পাঁচটি ধারাবাহিককে নিয়েই সমস্যা শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে শিল্পীরা বেতন পাচ্ছে না বলে অভিযোগ। চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তাঁরা। এত অভিযোগ, এত পদক্ষেপের পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় ধীরে ধীরে বাড়ছে ক্ষোভ। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের শুটিং।

আর্টিস্ট ফোরাম
ধারাবাহিকের সেটে..

আগামী ২৩ জুন, ফেডারেশানের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত শিল্পী ও সদস্যদের উপস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা : সময়মতো ন্যায্য পারিশ্রমিক ও ১০ ঘণ্টার বেশি কাজ করলে বাড়তি অর্থের দাবি জানিয়েছিল বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়নরা। গত বছর থেকে এই দাবিকে কেন্দ্র করেই আর্টিস্ট ফোরাম ও প্রযোজকের মধ্যে চলছে অশান্তি। চলতি বছরের ২৫ মে ফোরামের পক্ষ থেকে জোরদার করা হয় আর্টিস্টদের এই দাবি। তার ২৪ ঘণ্টার মধ্যে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রধান রানা সরকার, শিল্পীদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সেই প্রতিশ্রুতি এখনও পালিত হয়নি পুরোপুরি। কারণ খুব অল্পসংখ্যক শিল্পীরাই টাকা পেয়েছেন। শোনা যাচ্ছে, ফের একবার ধর্মঘটের পথে হাঁটতে পারেন শিল্পী ও টেকনিশিয়নরা।

আর্টিস্ট ফোরাম
বাঙালিদের ঘরে ঘরে জনপ্রিয় এইসব ধারাবাহিক

দাগ ক্রিয়েটিভ মিডিয়ার অধীনে থাকা পাঁচটি ধারাবাহিককে নিয়েই সমস্যা শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে শিল্পীরা বেতন পাচ্ছে না বলে অভিযোগ। চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তাঁরা। এত অভিযোগ, এত পদক্ষেপের পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় ধীরে ধীরে বাড়ছে ক্ষোভ। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের শুটিং।

আর্টিস্ট ফোরাম
ধারাবাহিকের সেটে..

আগামী ২৩ জুন, ফেডারেশানের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত শিল্পী ও সদস্যদের উপস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Intro:বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় ফের কি বন্ধ থেকেছে বাংলা ধারাবাহিকের শুটিং

অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা টেলিভিশনের আর্টিস্টদের পারিশ্রমিক বকেয়া নিয়ে সমস্যার সূত্রপাত হয়েছিল গত বছর। যখন শিল্পী ও টেকনিশিয়ানরা তাদের ন্যায্য পারিশ্রমিক সময়মতো পাওয়া ও ১০ ঘণ্টার বেশি কাজ করলে বাড়তি অর্থের জন্য দাবি জানাতে থাকেন। সেই সময় থেকেই একের পর এক ঘটনা সামনে আসতে থাকে যে,কিভাবে দীর্ঘদিন ধরে শিল্পী থেকে শুরু করে ধারাবাহিকের টেকনিশিয়ানদের পেমেন্ট 6 মাস ৮ মাস কি তার থেকেও বেশি সময় ধরে আটকে রাখা হচ্ছিল প্রডিউসার এর পক্ষ থেকে। শিল্পীরা প্রথম যেদিন কাজ না করার সিদ্ধান্ত নেন সেই দিনটি ছিল রবিবার ১৮ ই আগস্ট। তারপর ১৯ তারিখ কাজ বন্ধ ছিল।এরপর ২০ তারিখ শিল্পীদের ন্যায্য পাওনা ও পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আবেদন নিয়ে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জী, অপরাজিতা আড্ডা, শংকর চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী, জিৎ, দোলন রায়, কুশল চক্রবর্তী সহ বাংলা সিনেমা ও বাংলা টেলিভিশন জগতের দিকপাল অভিনেতা-অভিনেত্রীরা। আচমকা শিল্পীদের এমন সাংবাদিক সম্মেলন এর সামনে পড়ে প্রডিউসার কথা দিয়েছিলেন সমস্ত পাওনা পারিশ্রমিক তিন মাসের মধ্যে তারা মিটিয়ে দেবেন এবং এই মাসের টাকা আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রত্যেক শিল্পী থেকে আর্টিস্টরা পেয়ে যাবেন এবং এটাও ঠিক হয়েছিল ১৪ ঘণ্টার বেশি কাজ করলে প্রোডিউসারদের ৪ ঘন্টা ওভারটাইম দিতে হবে। সেই সময় প্রোডিউসাররা যেহেতু সব দাবি মেনে নিয়েছিলেন তাই সমস্ত জটিলতার অবসান ঘটে ফের একবার শুরু হয়েছিল বাংলা ধারাবাহিকের শুটিং। এবং একই সঙ্গে শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ানরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন।

তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার বাংলা টেলিভিশনের কর্মরত শিল্পীদের বকেয়া পারিশ্রমিক নিয়ে নতুন করে জটিলতা দেখা দিল। গত ২৫ শে মে ফোরামের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে দাবি জানানো হয়, যে প্রযোজক রানা সরকারের সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়া সঙ্গে জড়িত যে পাঁচটি ধারাবাহিক রয়েছে তাদের শিল্পীরা বকেয়া বেতন পাচ্ছেন না দীর্ঘ পাঁচ মাস ধরে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক না পেয়ে এদের মধ্যে কেউ কেউ চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাবে। সাংবাদিক সম্মেলন করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অরিন্দম গাঙ্গুলী যখন প্রথম এই খবরটি জানান সংবাদ মাধ্যমে তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই শিল্পীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আর্টিস্ট ফোরাম ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে চিঠি দিয়েছিলেন দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রধান রানা সরকার। এবং তিনি কথা দিয়েছিলেন যে পাঁচটি ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানরা প্রায় ছয় মাস ধরে বেতন পাননি যার পরিমাণ ছিল দেড় কোটি টাকা তারা অল্প কয়েকদিনের মধ্যেই তাদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যাবেন এবং তিনি এ বিষয়ে চ্যানেলকে এন ও সি দিয়ে দিয়েছেন।

কিন্তু অবস্থার বোধহয় খুব একটা পরিবর্তন ঘটেনি তার কারণ, রানা সরকারের দাবি ছিল যে তিনি বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আর যেন অবিলম্বে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়। কিন্তু কোথাও গিয়ে তার সেই দাবি হয়তো বাস্তবে সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। কারণ খুব সামান্যসংখ্যক শিল্পীরাই তাদের বকেয়া পারিশ্রমিক পেয়েছেন। এখনো বহু সংখ্যক শিল্পীরা রয়েছেন এবং সর্বোপরি ধারাবাহিকের বেশিরভাগ টেকনিশিয়ানরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান নি। এই নিয়ে তাদের মধ্যে একটা চাপা অসন্তোষ রয়ে গেছে। আর যেভাবে এই ক্ষোভের আগুন চরছে তাতে, যে কোন দিন শিল্পী ও টেকনিশিয়ানরা ধর্মঘটের পথে হাঁটতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আগামী ২৩ তারিখের ফেডারেশানের অ্যানুয়াল জেনারেল মিটিং এ সমস্ত শিল্পী ও সদস্যদের উপস্থিতিতে কি সিদ্ধান্ত হয় সেটার উপর।






Body:স্টিল কপি।


Conclusion:
Last Updated : Jun 19, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.