ETV Bharat / sitara

'বিগ বস'-এ কে জিতবেন তা আগে থেকে ঠিক ছিল না : অসীম

শনিবার রাতে 'বিগ বস' সিজ়ন 13-এর বিজেতার নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক । অভিযোগ ওঠে, সমান ভোট পাওয়া সত্ত্বেও অসীম রিয়াজ়ের পরিবর্তে বিজেতা হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থ শুক্লকে । তাহলে কি আগে থেকেই সব কিছু ঠিক করা ছিল ? এই প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ ।

author img

By

Published : Feb 17, 2020, 10:27 AM IST

gf
fg

মুম্বই : 'বিগ বস' সিজ়ন 13-এর বিজেতা কে হবেন সেটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল । শনিবার রাতে 'বিগ বস' সিজ়ন 13-এর বিজেতার নাম ঘোষণার পর থেকেই এই অভিযোগ উঠতে শুরু করে । সামনে আসে একাধিক ভিডিয়ো । যেখানে দেখা যায় সমান ভোট পাওয়া সত্ত্বেও অসীম রিয়াজ়ের পরিবর্তে বিজেতা হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থ শুক্লকে । আর তাই নেটিজ়েনদের একাংশ বিজেতা হিসেবে মেনে নিতে পারেননি সিদ্ধার্থকে । যদিও শো ফিক্সডের বিষয়টি খারিজ করে দিয়েছেন অসীম নিজেই ।

শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে 'বিগ বস'-এর সাম্প্রতিক সিজ়নের ফাইনাল এপিসোড । সেখানে বিজয়ীর নাম ঘোষণা করেন সলমান খান । রানার আপ করা হয় অসীমকে । এরপরই ট্রেন্ডিং হয়ে ওঠে দুটি হ্যাশট্যাগ । একটিকে 'পাবলিক উইনার' হিসেবে বেছে নেওয়া হয় অসীমকে । অন্যদিকে 'ঐতিহাসিক বিজেতা' হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থকে । নেটিজ়েনদের একাংশের অভিযোগ, সিদ্ধার্থকে যে এই সিজ়নের বিজয়ী ঘোষণা করা হবে সেটা আগে থেকেই ঠিক করা হয়েছিল । আর তাই সমান ভোট পাওয়ার পরও বিজেতা হিসেবে তাঁর নামই বেছে নেন সলমান । এর জন্য অনেকেই অনুষ্ঠানটিকে বয়কটের ডাকও দেন ।

এই পরিস্থিতেই সামনে আসে একটি ভিডিয়ো । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো । যেখানে ফেরিহা নামক এক টুইটার ইউজ়ার একটি ভিডিয়ো পোস্ট করেন । তাঁর প্রোফাইল থেকেই জানা গেছে যে, অনুষ্ঠানটি যে চ্যানেলে সম্প্রচারিত হত তার সঙ্গে যুক্ত তিনি । টুইটারে তিনি লেখেন, "কন্ট্রোল রুম থেকে ভিডিয়ো পোস্ট করছি । দেখুন অসীম এবং সিদ্ধার্থ দু’জনেই সমান ভোট পেয়েছেন । কিন্তু তা সত্ত্বেও সিদ্ধার্থকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে । এর পরেও কী আপনাদের মনে হয় না সবটাই আগে থেকে ঠিক করা ?"

এরপর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অসীম বলেন, "এরকম কিছুই হয়নি । কোনও কিছুই ফিক্সড করা ছিল না । দর্শকদের ভালোবাসার জেরেই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি । আর সিদ্ধার্থ জিতেছে । কোনওটাই ফিক্সড নয় । পুরোটাই সত্যি । যা ঘটেছে সবই আপনাদের চোখের সামনে হয়েছে । আগে থেকে কোনও কিছুই ঠিক করা ছিল না ।"

মুম্বই : 'বিগ বস' সিজ়ন 13-এর বিজেতা কে হবেন সেটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল । শনিবার রাতে 'বিগ বস' সিজ়ন 13-এর বিজেতার নাম ঘোষণার পর থেকেই এই অভিযোগ উঠতে শুরু করে । সামনে আসে একাধিক ভিডিয়ো । যেখানে দেখা যায় সমান ভোট পাওয়া সত্ত্বেও অসীম রিয়াজ়ের পরিবর্তে বিজেতা হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থ শুক্লকে । আর তাই নেটিজ়েনদের একাংশ বিজেতা হিসেবে মেনে নিতে পারেননি সিদ্ধার্থকে । যদিও শো ফিক্সডের বিষয়টি খারিজ করে দিয়েছেন অসীম নিজেই ।

শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে 'বিগ বস'-এর সাম্প্রতিক সিজ়নের ফাইনাল এপিসোড । সেখানে বিজয়ীর নাম ঘোষণা করেন সলমান খান । রানার আপ করা হয় অসীমকে । এরপরই ট্রেন্ডিং হয়ে ওঠে দুটি হ্যাশট্যাগ । একটিকে 'পাবলিক উইনার' হিসেবে বেছে নেওয়া হয় অসীমকে । অন্যদিকে 'ঐতিহাসিক বিজেতা' হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থকে । নেটিজ়েনদের একাংশের অভিযোগ, সিদ্ধার্থকে যে এই সিজ়নের বিজয়ী ঘোষণা করা হবে সেটা আগে থেকেই ঠিক করা হয়েছিল । আর তাই সমান ভোট পাওয়ার পরও বিজেতা হিসেবে তাঁর নামই বেছে নেন সলমান । এর জন্য অনেকেই অনুষ্ঠানটিকে বয়কটের ডাকও দেন ।

এই পরিস্থিতেই সামনে আসে একটি ভিডিয়ো । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো । যেখানে ফেরিহা নামক এক টুইটার ইউজ়ার একটি ভিডিয়ো পোস্ট করেন । তাঁর প্রোফাইল থেকেই জানা গেছে যে, অনুষ্ঠানটি যে চ্যানেলে সম্প্রচারিত হত তার সঙ্গে যুক্ত তিনি । টুইটারে তিনি লেখেন, "কন্ট্রোল রুম থেকে ভিডিয়ো পোস্ট করছি । দেখুন অসীম এবং সিদ্ধার্থ দু’জনেই সমান ভোট পেয়েছেন । কিন্তু তা সত্ত্বেও সিদ্ধার্থকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে । এর পরেও কী আপনাদের মনে হয় না সবটাই আগে থেকে ঠিক করা ?"

এরপর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অসীম বলেন, "এরকম কিছুই হয়নি । কোনও কিছুই ফিক্সড করা ছিল না । দর্শকদের ভালোবাসার জেরেই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি । আর সিদ্ধার্থ জিতেছে । কোনওটাই ফিক্সড নয় । পুরোটাই সত্যি । যা ঘটেছে সবই আপনাদের চোখের সামনে হয়েছে । আগে থেকে কোনও কিছুই ঠিক করা ছিল না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.