ETV Bharat / sitara

'করুণাময়ী রাণী রাসমণি'-র সেটে ETV ভারত সিতারা... - Bengali Serial

এতদিন রানি রাসমণি কড়া হাতে সামলেছেন নিজের পরিবার। তবে এইবার তাঁর প্রতিপক্ষ ইংরেজরা। রানি কি ইংরেজদের হাত থেকে জেলেদের রক্ষা করতে পারবে?

করুণাময়ী রাণী রাসমণি
author img

By

Published : Jul 6, 2019, 12:04 AM IST

কলকাতা : করুণাময়ী রাণী রাসমণি- ধারাবাহিকে এবার এসেছে তৃতীয় প্রজন্ম। ভূপাল, যদু, কমলা, আশালতারা ঘিরে রেখেছে রানিকে। তবে রানির জীবনে সমস্যার শেষ নেই।

ধারাবাহিকে দেখা যাচ্ছে ইংরেজরা জলকর ব্যবস্থা চালু করতে চলেছে। আর রানি কোনওমতেই সেটা মেনে নিচ্ছেন না। সবমিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা।

ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের সেটে। স্বয়ং রানি থুড়ি দিতিপ্রিয়ার মুখ থেকেই শুনে নিন তাঁর বক্তব্য...

দেখুন ভিডিয়ো

কলকাতা : করুণাময়ী রাণী রাসমণি- ধারাবাহিকে এবার এসেছে তৃতীয় প্রজন্ম। ভূপাল, যদু, কমলা, আশালতারা ঘিরে রেখেছে রানিকে। তবে রানির জীবনে সমস্যার শেষ নেই।

ধারাবাহিকে দেখা যাচ্ছে ইংরেজরা জলকর ব্যবস্থা চালু করতে চলেছে। আর রানি কোনওমতেই সেটা মেনে নিচ্ছেন না। সবমিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা।

ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের সেটে। স্বয়ং রানি থুড়ি দিতিপ্রিয়ার মুখ থেকেই শুনে নিন তাঁর বক্তব্য...

দেখুন ভিডিয়ো
Intro:ইংরেজদের হাত থেকে রানী কি জেলেদের রক্ষা করতে পারবে

অমিত চক্রবর্তী, কলকাতা:রানী রাসমণি ধারাবাহিকে এর মধ্যে দর্শকরা দেখে ফেলেছেন ধারাবাহিকের গল্প এখন তৃতীয় প্রজন্ম কে কেন্দ্র করে। আরি নতুন প্রজন্ম হলো ভূপাল, যদু, কমলা ও আশা লতা। কিন্তু এদের পাশাপাশি রানীর জিবনেও সমস্যার শেষ নেই।ইংরেজরা জলকর ব্যবস্থা শুরু করতে চলেছেন আর রানি সেটা কোনমতে মেনে নেবে না। সব মিলিয়ে গল্প আবার নতুন দিকে মোড় নিতে চলেছে। আর এই সব কিছু জানতে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে দিতিপ্রিয়া প্রায় ও জগদম্বা চরিত্রে অভিনেত্রী রোশনি ভট্টাচার্য জানালেন রানী রাসমণি ধারাবাহিকের গল্পের গতিপ্রকৃতি কি হতে চলেছে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.