মুম্বই : গতকাল রাতে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্টের টেরেস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে অনুমান মুম্বই পুলিশের। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।
-
Mumbai: A woman allegedly committed suicide by jumping off the terrace of her apartment in Oshiwara late last night. More details awaited. #Maharashtra pic.twitter.com/lw0gr8lqgp
— ANI (@ANI) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mumbai: A woman allegedly committed suicide by jumping off the terrace of her apartment in Oshiwara late last night. More details awaited. #Maharashtra pic.twitter.com/lw0gr8lqgp
— ANI (@ANI) August 30, 2019Mumbai: A woman allegedly committed suicide by jumping off the terrace of her apartment in Oshiwara late last night. More details awaited. #Maharashtra pic.twitter.com/lw0gr8lqgp
— ANI (@ANI) August 30, 2019
অ্যাপার্টমেন্টের সিকিওরিটি গার্ড বিপিন কুমার ঠাকুর বলেন, "রাত 12.15 থেকে 12.30-এর মধ্যে ঘটনাটা ঘটে। আওয়াজ শোনা যাচ্ছিল, আমি ভেবেছিলাম রাস্তায় কেউ চিৎকার করছে। আমরা চেক করতে গেলাম। চেক করে ফেরার পথে আমি বুঝতে পারলাম যে আওয়াজটা আসলে থার্ড ফ্লোর থেকে আসছিল। ওখানেই থাকতেন উনি।"
পুলিশ ANI-কে জানায় যে, পার্ল মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও প্রায়ই ঝগড়া হত তাঁর । এর আগেও তিনি দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে কোনওভাবে আটকানো গেছিল মৃত্যুটা। এবার আর সেটা সম্ভব হল না।
ওশিওয়ারা পুলিশ তদন্ত করে দেখছে পুরো ব্যাপারটা।