ETV Bharat / sitara

অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মুম্বইয়ের উঠতি অভিনেত্রীর - মুম্বইয়ে অভিনেত্রীর আত্মহত্যা

অনেকদিন থেকেই সিনেমা জগতে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। হ্যাঁ, এই নামেই পরিচিত তিনি। চেষ্টা করেও সুযোগ পাচ্ছিলেন না ফিল্মে। অবশেষে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন পার্ল।

টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যা
author img

By

Published : Aug 30, 2019, 2:55 PM IST

মুম্বই : গতকাল রাতে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্টের টেরেস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে অনুমান মুম্বই পুলিশের। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

অ্যাপার্টমেন্টের সিকিওরিটি গার্ড বিপিন কুমার ঠাকুর বলেন, "রাত 12.15 থেকে 12.30-এর মধ্যে ঘটনাটা ঘটে। আওয়াজ শোনা যাচ্ছিল, আমি ভেবেছিলাম রাস্তায় কেউ চিৎকার করছে। আমরা চেক করতে গেলাম। চেক করে ফেরার পথে আমি বুঝতে পারলাম যে আওয়াজটা আসলে থার্ড ফ্লোর থেকে আসছিল। ওখানেই থাকতেন উনি।"

টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যা
পার্লের অ্যাপার্টমেন্ট, ছবি সৌজন্যে - ANI

পুলিশ ANI-কে জানায় যে, পার্ল মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও প্রায়ই ঝগড়া হত তাঁর । এর আগেও তিনি দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে কোনওভাবে আটকানো গেছিল মৃত্যুটা। এবার আর সেটা সম্ভব হল না।

টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যা
ছবি সৌজন্যে পার্ল পাঞ্জাবির ফেসবুক

ওশিওয়ারা পুলিশ তদন্ত করে দেখছে পুরো ব্যাপারটা।

মুম্বই : গতকাল রাতে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্টের টেরেস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে অনুমান মুম্বই পুলিশের। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

অ্যাপার্টমেন্টের সিকিওরিটি গার্ড বিপিন কুমার ঠাকুর বলেন, "রাত 12.15 থেকে 12.30-এর মধ্যে ঘটনাটা ঘটে। আওয়াজ শোনা যাচ্ছিল, আমি ভেবেছিলাম রাস্তায় কেউ চিৎকার করছে। আমরা চেক করতে গেলাম। চেক করে ফেরার পথে আমি বুঝতে পারলাম যে আওয়াজটা আসলে থার্ড ফ্লোর থেকে আসছিল। ওখানেই থাকতেন উনি।"

টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যা
পার্লের অ্যাপার্টমেন্ট, ছবি সৌজন্যে - ANI

পুলিশ ANI-কে জানায় যে, পার্ল মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও প্রায়ই ঝগড়া হত তাঁর । এর আগেও তিনি দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে কোনওভাবে আটকানো গেছিল মৃত্যুটা। এবার আর সেটা সম্ভব হল না।

টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যা
ছবি সৌজন্যে পার্ল পাঞ্জাবির ফেসবুক

ওশিওয়ারা পুলিশ তদন্ত করে দেখছে পুরো ব্যাপারটা।

Intro:Body:

মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা উঠতি অভিনেত্রীর



অনেকদিন থেকেই সিনেমা জগতে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। হ্যাঁ, এই নামেই পরিচিত তিনি। চেষ্টা করেও সুযোগ পাচ্ছিলেন না ফিল্মে। অবশেষে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন পার্ল।



মুম্বই : গতকাল রাতে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের অ্যাপার্টমেন্টের টেরেস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে অনুমান মুম্বই পুলিশের। ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর।



অ্যাপার্টমেন্টের সিকিওরিটি গার্ড বিপিন কুমার ঠাকুর বলেন, "রাত 12.15 থেকে 12.30-এর মধ্যে ঘটনাটা ঘটে। আওয়াজ শোনা যাচ্ছিল, আমি ভেবেছিলাম রাস্তায় কেউ চিৎকার করছে। আমরা চেক করতে গেলাম। চেক করে ফেরার পথে আমি বুঝতে পারলাম যে আওয়াজটা আসলে থার্ড ফ্লোর থেকে আসছিল। ওখানেই থাকতেন উনি।"



পুলিশ ANI-কে জানায় যে, পার্ল মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও প্রায়ই ঝগড়া হত তাঁর । এর আগেও তিনি দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে কোনওভাবে আটকানো গেছিল মৃত্যুটা। এবার আর সেটা সম্ভব হল না।



ওশিওয়ারা পুলিশ তদন্ত করে দেখছে পুরো ব্যাপারটা।

 














Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.