কলকাতা : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ় "ফেলুদা ফেরত"। আড্ডা টাইমসে আজ রাত 12টায় মুক্তি পায় ছবিটি ।
প্রথম সিজ়নটি তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের লেখা 'ছিন্নমস্তার অভিশাপ' অবলম্বনে । পরের গল্পটি হবে 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে" গল্পটির অবলম্বনে । লকডাউনের আগেই শুটিংয়ের কাজ শেষ হয়ে গেলেও পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা পিছিয়ে যায় ।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, "আমি সত্যজিৎ রায় ও তাঁর সৃষ্টি ফেলুদার বিরাট ফ্যান । আমি অনেকদিন ধরেই ফেলুদা সিরিজ়ের একটি গল্প নিয়ে ছবি বানাব ভেবেছিলাম । আমি 2008 সালে ফেলুদা সিরিজ় নিয়ে একটি নাটক করেছিলাম। তখন আমি সব্যসাচী চক্রবর্তীর সঙ্গেও কথা বলি । আমার মনে হয় যে কাস্টিংয়ের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের আঁকা চিত্রগুলির সঙ্গে ছবির চরিত্রের অনেকটা মুখের মিল পাওয়া যায় । তাই এই ক্ষেত্রে আমার এঁদের কাস্ট করতে অনেকটা সুবিধা হয়েছে ।"
'ফেলুদা ফেরত'-এ ছোটো-বড় সকলের প্রিয় ফেলু মিত্তির হিসেবে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে, ফেলুদার খুড়তুতো ভাই তোপসে হিসেবে দেখা যাবে কল্পন মিত্র এবং জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী । অন্য চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক, ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, পৌলমী দাস ও অন্যরা ।
ফেলুদা টোটা রায়চৌধুরি নিজের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তুলনার বিষয় বলেন, " আমার আগে যাঁরা ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী হচ্ছেন মেসি আর রোনাল্ডো ৷ আর আমি হচ্ছি গলির ফুটবলার ৷ রোনাল্ডো বা মেসি সঙ্গে আমার তুলনা কি কখনও হতে পারে ? তবে আমি ওঁদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি ৷ অনুপ্রাণিত হয়েছি । আমি ওঁদের অনুসরণ করেছি তবে কখনও অনুকরণ করিনি । আমি নিজের মতো করে ফেলুদাকে রুপোলি পর্দায় জীবন্ত করে তুলতে চেয়েছি ।"
প্রযোজক রাজীব মেহরা বলেন, "3 বছর হল আমরা OTT প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ করছি । সেই কাজ করতে করতে আমাদের মনে হল যে বাঙালিদের জন্য যদি ভালো কনটেন্ট নিয়ে আসা যায় তাহলে সেটা যেমন দর্শকদের প্রিয় হবে, তেমনই তা নিশ্চিতভাবে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করবে । তখনই আমরা ফেলুদা নিয়ে ছবি করার কথা ভাবি । আমরা জানতাম যে ফেলুদাকে নিয়ে ছবি করলে তার বাণিজ্যিক সফলতা আসতে বাধ্য ।"
তোপসে ওরফে কল্পন মিত্র রুপোলি পর্দায় তোপসে হয়ে ওঠার প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, " আমি প্রস্তুতি হিসেবে তেমন কিছুই করিনি । শুধুমাত্র পরিচালক সৃজিত চট্টোপাধ্যায় আমাকে ঠিক যেভাবে অভিনয়টা করতে বলেছিলেন, আমি সেভাবে করেছি । আমার আগেও যাঁরা তোপসে করেছেন, তাঁরা বইয়ের তোপসে এবং নিজেদের কিছুটা মিশিয়ে পর্দায় তোপসেকে জীবন্ত করে তুলেছিলেন । আমিও ঠিক সেই চেষ্টাই করেছি । তবে মাথায় রেখেছিলাম যে আমি এখনকার সময়ের মানুষ নই । আমি সত্তরের দশকের একজন মানুষ । আর সে ভাবেই নিজের আচার-আচরণে কিছুটা পরিবর্তন এনেছিলাম ।"
ছবির লালমোহনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী বলেন," আমার কাছে জটায়ু বলতে আমার সন্তোষ দত্তের কথা ও তাঁর চেহারা মনে পড়ে ৷ আমি নিজে যখন অভিনয়টি করলাম তখন আমি চেষ্টা করলাম যাতে আমি ওঁর অনুকরণ করে না ফেলি । অভিনয় করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন সৃজিত মুখোপাধ্যায় । তিনি আমাকে সব সময় বলেছেন যে তুমি তোমার মতো করে অভিনয় কর ।"