ETV Bharat / sitara

শুটিং শেষ 'পাসওয়ার্ড'-র, ছবি শেয়ার করলেন দেব - social media

সোশাল মিডিয়ার খারাপ দিকগুলো দেখাতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় 'পাসওয়ার্ড' ছবিটি বানাচ্ছেন । সম্প্রতি শেষ হল তার শুটিং । ছবিতে রুক্মিনী, পরমব্রত ও দেবকে দেখা যাবে মুখ্য চরিত্রে ।

টিম পাসওয়ার্ড
author img

By

Published : Jul 30, 2019, 7:48 PM IST

কলকাতা : কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'পাসওয়ার্ড'-র শুটিং শেষ হল । একগুচ্ছ বাংলা ছবির সঙ্গে এই ছবিটিও পুজোতে মুক্তি পাবে । ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন দেব নিজেই ।

কয়েক মাস আগে সাংবাদিক বৈঠকে 'পাসওয়ার্ড'-র কথা জানিয়েছিলেন দেব । সুদূর ব্যাংককে শুটিং শেষ করল টিম 'পাসওয়ার্ড' । সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই কথাই জানালেন দেব । ক্যাপশনে লিখলেন, "শেষ দিনের শুট... পাসওয়ার্ড ইন দা মেকিং ।"

সোশাল মিডিয়ার কিছু খারাপ দিককে তুলে ধরা হয়েছে ছবিতে । কীভাবে সেখানে মানুষ সম্পর্কে বিভিন্ন তথ্য ও তাদের গোপনীয়তাকে ফাঁস করা হয়, তা দেখানো হবে ছবিতে । 'পাসওয়ার্ড' এই সময়ের জন্য প্রাসঙ্গিক বলেই মনে করেন পরিাচলক কমলেশ্বর মুখোপাধ্যায় । একই মত দেবেরও ।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম,আদৃত রায় ও দেব । শুটিং শেষে নস্ট্যালজিক টিম 'পাসওয়ার্ড' ।

কলকাতা : কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'পাসওয়ার্ড'-র শুটিং শেষ হল । একগুচ্ছ বাংলা ছবির সঙ্গে এই ছবিটিও পুজোতে মুক্তি পাবে । ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন দেব নিজেই ।

কয়েক মাস আগে সাংবাদিক বৈঠকে 'পাসওয়ার্ড'-র কথা জানিয়েছিলেন দেব । সুদূর ব্যাংককে শুটিং শেষ করল টিম 'পাসওয়ার্ড' । সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই কথাই জানালেন দেব । ক্যাপশনে লিখলেন, "শেষ দিনের শুট... পাসওয়ার্ড ইন দা মেকিং ।"

সোশাল মিডিয়ার কিছু খারাপ দিককে তুলে ধরা হয়েছে ছবিতে । কীভাবে সেখানে মানুষ সম্পর্কে বিভিন্ন তথ্য ও তাদের গোপনীয়তাকে ফাঁস করা হয়, তা দেখানো হবে ছবিতে । 'পাসওয়ার্ড' এই সময়ের জন্য প্রাসঙ্গিক বলেই মনে করেন পরিাচলক কমলেশ্বর মুখোপাধ্যায় । একই মত দেবেরও ।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম,আদৃত রায় ও দেব । শুটিং শেষে নস্ট্যালজিক টিম 'পাসওয়ার্ড' ।

Intro:একগুচ্ছ বাংলা ছবির সঙ্গে এই পুজোতে মুক্তি পাবে দেব প্রযোজিত, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পাসওয়ার্ড'। কয়েক মাস আগে সাংবাদিক বৈঠক ডেকে ছবির ঘোষণা করেছিলেন দেব। সেই ছবির শুটিং শেষ হল সম্প্রতি। সুদূর ব্যাংককে wrap করল টিম 'পাসওয়ার্ড'। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন দেব।


Body:সোশ্যাল মিডিয়ার কিছু কালো দিককে তুলে ধরা হয়েছে পাসওয়ার্ড ছবিতে। কীভাবে সেখানে মানুষ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং গোপনীয়তা ফাঁস হয়, তারই গল্প বলা হবে। ছবিটি আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক বলে মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বিষয়টি সম্পর্কে একই মত পোষণ করেন প্রযোজক দেবও।


Conclusion:ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, আদৃত রায় এবং দেব নিজে। এদের প্রত্যেককের চরিত্র একে-অপরের থেকে ভীষণরকম ভিন্ন। বেশ কয়েক মাস ধরে শুটিং চলল 'পাসওয়ার্ড'এর। শুটিং শেষে নস্টালজিক টিম 'পাসওয়ার্ড'।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.