কলকাতা : একাধিকবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। 6 মার্চ মুক্তি পায় উইন্ডোজ় প্রযোজনা সংস্থার এই ছবি । ওইদিনও ছবির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামালা দায়ের করা হয়েছিল । যদিও পরে তা খারিজ করে দেন বিচারপতি । তার আগে ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তোলা হয়েছিল । সেই সময় বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও, ফের সামনে এসেছে বিষয়টি । আর এবার প্রযোজনা সংস্থার তরফে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে লেখক দেবারতি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ।
সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র । একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়ছে ছবিটি । 6 মার্চ মুক্তির দিন কলকাতা হাইকোর্টে মামলা হয় ছবির বিরুদ্ধে । শুভদীপ অধিকারী নামে এক ব্যক্তি রিট পিটিশন ফাইল করেন । তাঁর অভিযোগ ছিল ছবিটির নামেই একটা খারাপ ভাষার ব্যবহার আছে এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে হিন্দুদের পূজিত দেবতা ব্রহ্মাকে । যদিও মামলাটি খারিজ করে দেন বিচারপতি ।
তবুও আইনি জটিলতা থেকে পিছু ছাড়াতে পারেনি অরিত্র মুখোপাধ্যায়ের জীবনের প্রথম ছবি । তিনমাস আগের কথা, গল্প চুরির অভিযোগ উঠেছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র বিরুদ্ধে । ছবির গল্প নাকি দেবারতি মুখোপাধ্যায়ের 'দিওতিমা' উপন্যাস থেকে চুরি করা হয়েছে । এ নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন দেবারতি ।
অন্যদিকে উইন্ডোজ়ের আইনজীবী দেবাঞ্জন মণ্ডল এ বিষয়ে আমাদের বলেন, "শিবপ্রসাদের ক্লিয়ার স্ট্যান্ড হল, নন্দিনী ভৌমিক নামের এক সংস্কৃতের অধ্যাপক ও পুরোহিতের কাজের কথা বলে এই ছবি । এবং এটি লেখেন জিনিয়া সেন । সিনেমা তৈরি হওয়ার সময় বোধহয় কোনও ট্রেলার বা সাক্ষাৎকার বের হয় । তখন একটি পাবলিশিং হাউজ় থেকে বলে একই গল্পের একটি বই আছে তাদের । শিবপ্রসাদের সঙ্গে তখন তাদের কথাও হয় । শিবপ্রসাদরা তখন তাদের বলেন, 'আপনাদের গল্প থাকতে পারে, কিন্তু আমাদের ছবির গল্প একজন জলজ্যান্ত মানুষের জীবনকে নিয়ে । একজন মানুষের উপর কারও কপিরাইট থাকতে পারে না ।' এটা বোঝার পর তারা লিখিত ক্ষমা চেয়েছিল । তার তিন মাস কেটে যাওয়ার পর ছবি মুক্তি পায় । মুক্তির একদিন পর 'দিওতিমা' বইটির লেখিকা সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেন । তিনি দাবি করেন, তাঁর বইয়ের সঙ্গে ছবির একাধিক মিল রয়েছে । একটি সংবাদপত্রও সেই খবরটি করে । এরপরে দেবারতি আরও চটে যান । তারপরও তিনি অনেক কিছু লেখালেখি করেন সোশাল মিডিয়ায় । আমাদের মাধ্যমে শিবপ্রসাদ সেই সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠায় । তখন কাগজ এই নিয়ে কিছু বলে না । গত পরশু দেবারতির কাছেও 10 কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে । নোটিশে লেখা হয়, প্রেম বা অত্যাচারের উপর কারও কোনও কপিরাইট থাকতে পারে না । দেবারতির গল্প এক অব্রাহ্মণ মহিলার পুরোহিত হওয়ার কথা বলছে । আর 'ব্রহ্মা জানেন...' এক ব্রাহ্মণ মহিলার পুরোহিত হওয়ার কথা বলে । বইতে রয়েছে কাস্ট অ্যান্ড জেন্ডার আর ছবিতে রয়েছে শুধু জেন্ডার । এখানে প্রধান পার্থক্য । তারপর গল্প আলাদা, প্লট আলাদা । লেখা আছে বিষয়বস্তু চুরি করা হয়নি । এখন যদি কেউ গায়ে পরে ঝগড়া করে, তাতে তো কিছু বলার নেই । সেখানে তো সেই লেখিকার প্রচার হচ্ছে ।"