চেন্নাই : রজনীকান্তের অঙ্গুলি হেলনে অনেক পাশাই বদলে যায় । তাই দেশে রাজনৈতিক ও ধর্মীয় টালমাটাল পরিস্থিতির মধ্যে শান্তির বার্তা দিলেন রজনীকান্ত ।
রবিবার একটি টুইট করেন সুপারস্টার । সেখানে তিনি জানিয়েছেন যে, তামিলনাড়ু জামাতুল উলামা সাবাই (TNJUS)-এর সদস্যদের সঙ্গে দেখা করতে পেরে তিনি খুব খুশি । তাদের বক্তব্য় ও ভাবনা জানতে পেরে খুশি তিনি ।
রজনী লিখেছেন, "ওরা (TNJUS-এর সদস্যরা) মনে করেন যে ভালোবাসা, ঐক্য ও শান্তিই আমাদের দেশের লক্ষ্য হওয়া উচিত । আমি ওদের সঙ্গে একমত ।"
- — Rajinikanth (@rajinikanth) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Rajinikanth (@rajinikanth) March 1, 2020
">— Rajinikanth (@rajinikanth) March 1, 2020
রবিবার সকালে TNJUS-এর সদস্যদের সঙ্গে দেখা করেন রজনীকান্ত । CAA, NPR, NCR প্রসঙ্গে আলোচনা হয় দুই তরফে ।
TNJUS-এর প্রেসিডেন্ট K.M. বাকাভি IANS-কে জানান যে, দেশে শান্তি বজায় রাখতে রজনীকান্ত যা প্রয়োজন তাই করবেন বলে জানিয়েছেন ।
রজনীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দরবার' বক্স অফিসে সেরকম একটা সাফল্য পায়নি । তবে দিনের শেষে তিনি সুপারস্টার রজনীকান্ত । 'ম্য়ান vs ওয়াইল্ড'-এর বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর এপিসোড দেখতে মুখিয়ে দর্শক ।