ETV Bharat / sitara

দর্শকদের হলে যাওয়া নিয়ে আশাবাদী তারকারা - audience

পুজোর সময় দর্শকরা কতটা ভিড় জমাবেন হলে ? এর উত্তরে তারকাদের মত, মানুষ জামা-জুতো কিনতে যেমন ভিড় করছেন তেমন সিনেমা হলেও যাবেন দর্শকরা ।

asd
asd
author img

By

Published : Oct 8, 2020, 2:18 PM IST

কলকাতা : 15 অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হলের দরজা । কিন্তু, সেই সময় সিনেমা মুক্তি পেলেও দর্শকরা সেখানে কতটা ভিড় জমাবেন তা নিয়ে সংশয় রয়েছে হল মালিক থেকে শুরু করে পরিচালক ও প্রযোজকদের মনে । তবে রেস্তরাঁ ও মলের মতো দর্শকরা সিনেমা হলেও যাবেন বলে আশাবাদী তারকারা ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল । আনলক 5-এ সিঙ্গল ও মাল্টিপ্লেক্স খোলার কথা আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো প্রায় সাত মাস পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে সেই সব বিধিনিষেধ প্রকাশ করা হয় ।

আর সেই নিয়ম মেনেই 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল । পুজোর সময় মুক্তি পাবে একাধিক বাংলা ছবি । কী নেই সেই তালিকায়, অনির্বাণ ভট্টাচার্যর 'ড্রাকুলা স্যার', কোয়েল মল্লিকের 'রক্ত রহস্য', অর্পিতা-স্বস্তিকা-দেবযানীর 'গুলদাস্তা', বনি-ঋত্বিকার 'লাভ স্টোরি', অঞ্জন দত্তর 'সাহেবের কাটলেট'।

কিন্তু, এই সময় দর্শকরা কতটা ভিড় জমাবেন হলে ? এর উত্তরে তারকাদের মত, মানুষ জামা-জুতো কিনতে যেমন ভিড় করছেন তেমন সিনেমা হলেও যাবেন দর্শকরা । তবে সবাইকে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন তাঁরা ।

শুনুন তারকাদের বক্তব্য

কলকাতা : 15 অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হলের দরজা । কিন্তু, সেই সময় সিনেমা মুক্তি পেলেও দর্শকরা সেখানে কতটা ভিড় জমাবেন তা নিয়ে সংশয় রয়েছে হল মালিক থেকে শুরু করে পরিচালক ও প্রযোজকদের মনে । তবে রেস্তরাঁ ও মলের মতো দর্শকরা সিনেমা হলেও যাবেন বলে আশাবাদী তারকারা ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল । আনলক 5-এ সিঙ্গল ও মাল্টিপ্লেক্স খোলার কথা আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো প্রায় সাত মাস পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে সেই সব বিধিনিষেধ প্রকাশ করা হয় ।

আর সেই নিয়ম মেনেই 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল । পুজোর সময় মুক্তি পাবে একাধিক বাংলা ছবি । কী নেই সেই তালিকায়, অনির্বাণ ভট্টাচার্যর 'ড্রাকুলা স্যার', কোয়েল মল্লিকের 'রক্ত রহস্য', অর্পিতা-স্বস্তিকা-দেবযানীর 'গুলদাস্তা', বনি-ঋত্বিকার 'লাভ স্টোরি', অঞ্জন দত্তর 'সাহেবের কাটলেট'।

কিন্তু, এই সময় দর্শকরা কতটা ভিড় জমাবেন হলে ? এর উত্তরে তারকাদের মত, মানুষ জামা-জুতো কিনতে যেমন ভিড় করছেন তেমন সিনেমা হলেও যাবেন দর্শকরা । তবে সবাইকে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন তাঁরা ।

শুনুন তারকাদের বক্তব্য

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.