কলকাতা : হাতে বাকি রয়েছে আর মাত্র সাতটা দিন । তারপরই সাত পাকে বাঁধা পড়বেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা । প্রকাশ্যে এল তাঁদের বিয়ের কার্ড ।
বিয়ের আগে এখন আইবুড়োভাত খেতে ব্যস্ত রয়েছেন নীল ও তৃণা । প্রায় প্রতিদিনই কারও না কারও বাড়িতে আইবুড়োভাত খেতে দেখা যাচ্ছে তাঁদের । কয়েকদিন আগেই অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের নতুন বাড়িতে আইবুড়োভাত খেতে গিয়েছিলেন । সম্প্রতি আরও একটি বাড়িতে আইবুড়োভাত খেতে দেখা গিয়েছিল তাঁদের । ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, মাংস, মিষ্টির এলাহী আয়োজন করা হয়েছিল তাঁদের জন্য । ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করেন তৃণা ।
এছাড়া প্রকাশ্যে এসেছে নীল ও তৃণার বিয়ের কার্ড । সেখানে লাল রঙের কার্ডের মধ্যে কার্টুনের মাধ্যমে তুলে ধরা তাঁদের । ইনস্টাগ্রাম স্টোরিতে এই বিয়ের কার্ডও শেয়ার করেছেন তৃণা ।
4 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন নীল ও তৃণা । আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন তাঁদের রিসেপশনের আয়োজন করা হবে । সেখানে উপস্থিত থাকবেন টলি পাড়ার একাধিক তারকা ।