কলকাতা : পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবং প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধ কি ফেলতে পারেন গায়িকা ইমন চক্রবর্তী ? তাঁদের অনুরোধে বড়পরদায় ডেবিউ করেই ফেললেন ইমন ।
নারীদিবসের প্রাক্কালে আজই মুক্তি পেয়েছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটি । নন্দনে হয়ে গেল ছবির প্রিমিয়ারও । ছবি শেষে যাঁকে স্ক্রিন জুড়ে দেখা গেল, তিনি ইমন চক্রবর্তী। তিনি এই ছবির একটি বড় চমক।
প্রথম বড় পরদায় কাজ, সে যত ছোটোই হোক, কোথাও গিয়ে ভরতি দর্শক অবাক হয়েছে । চরিত্রটিতে ইমনকে মানিয়েছেও বেশ । ইমন আমাদের বললেন, "কাজটা করে খুব মজা পেয়েছি। মানুষের যে ভালো লেগেছে, সেটা দেখে আরও ভালো । আসলে শিবুদা, অরিত্রর রিকোয়েস্ট ফেলতে পারলাম না । আমাকে অম্বরিশদাও (অম্বরীশ ভট্টাচার্য) ভীষণ সাহায্য করেছেন ।