কলকাতা : বাংলা ইন্ডাস্ট্রির অন্য়তম দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য । কিছুদিন আগেই উইন্ডোজ় প্রযোজনা সংস্থার 'লকডাউন শর্টস' সিরিজ়ের 'হিং' ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে এবং মানালি দে'কে । এবার লকডাউনে অপরাজিতা নিজেই সেরকম কয়েকটি শর্টফিল্ম বানিয়ে উপহার দিতে চলেছেন দর্শককে । ETV ভারত সিতারা কথা বলল সরাসরি অপরাজিতার সঙ্গে ।
অপরাজিতাকে আমরা সিনেমায়, সিরিয়ালে, মঞ্চে অভিনয় করতে দেখেছি । দর্শক মুগ্ধ হয়েছে তাঁর অভিনয় প্রতিভায় । এই লকডাউনে দর্শকের জন্য নতুন কিছু ভেবেছেন অপরাজিতা । শুধু অভিনয় নয়, নিজেই সেই সমস্ত শর্টফিল্মের কনসেপ্টও ভাবছেন তিনি । আমাদের বলেন, "আমি শর্টফিল্ম বানাচ্ছি । আমারই গল্প, আমারই কনসেপ্টের উপর তৈরি হচ্ছে । অভিনয়ও আমি করছি । অনেকগুলো বানাবো । টিজ়ার রেডি হচ্ছে ।"
তবে বিষয়বস্তু নিয়ে এখন কোনও কথা বলতে চান না অপরাজিতা । সেটা তিনি সিক্রেটই রাখতে চান আপাতত । ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অপরাজিতার কাছের মানুষ । বললেন, "এই শর্টফিল্মগুলি পরিচালনা করছে আমার স্বামী অতনু হাজরা।"
নতুন রূপে অপরাজিতাকে দেখতে মুখিয়ে দর্শক । নিজের ইউটিউব চ্য়ানেল 'নিরন্তর অপরাজিতা'-এ মুক্তি পাবে সেই শর্টফিল্মগুলো । প্রথম শর্টফিল্মের নাম 'শামুক' । সেটি 25 এপ্রিল বিকেল পাঁচটার সময় মুক্তি পাবে । পোস্টার শেয়ার করেছেন অপরাজিতা ।