ETV Bharat / sitara

প্রথমবার একসঙ্গে পরদায় কৌশিক-রেশমি-ঋদ্ধি - riddhi sen latest news

এই লকডাউনে মানুষকে মনোরঞ্জন করার দায়িত্ব পালন করছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা । ইতিমধ্যেই বেশ কয়েকটি শর্টফিল্ম তাদের ফেসবুক পেজে আপলোড করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা । এবার তাঁদের লকডাউন শর্টসে কাজ করতে চলেছেন ইন্ডাস্ট্রির একটি বিশেষ পরিবার । কারা তাঁরা ?

windows lockdown shorts shilpi by kaushik sen
windows lockdown shorts shilpi by kaushik sen
author img

By

Published : May 4, 2020, 8:58 PM IST

Updated : May 5, 2020, 12:05 AM IST

কলকাতা : এই পরিবারকে বহুবার মঞ্চে একসঙ্গে অভিনয় করতে দেখেছেন দর্শক । তবে ক্যামেরার সামনে এই প্রথম তাঁরা একসঙ্গে অভিনয় করবেন । যদিও লকডাউনের নিয়ম মেনে বাড়িতেই তাঁরা শুটিং সেরেছেন । এবার উইন্ডোজের লকডাউন শর্টসে কাজ করতে চলেছেন অভিনেতা কৌশিক সেন, স্ত্রী রেশমি সেন ও তাঁদের জাতীয় পুরস্কার জয়ী পুত্র ঋদ্ধি সেন । ছবিটির নাম 'শিল্পী'।

ছবির গল্প নির্মাতা নন্দিতা রায় । সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির সংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । ছবিটি এডিট করেছেন মলয় লাহা । উইন্ডোজ়ের অন্যান্য লকডাউন শর্টসের মতো এই ছবিটিরও পরিচালনা করেছে টিম উইন্ডোজ় ।

উইন্ডোজ়ের ফেসবুক পেজে ছবিটি মুক্তি পাবে ৬ মে, বিকেল ৬টায় ।

কলকাতা : এই পরিবারকে বহুবার মঞ্চে একসঙ্গে অভিনয় করতে দেখেছেন দর্শক । তবে ক্যামেরার সামনে এই প্রথম তাঁরা একসঙ্গে অভিনয় করবেন । যদিও লকডাউনের নিয়ম মেনে বাড়িতেই তাঁরা শুটিং সেরেছেন । এবার উইন্ডোজের লকডাউন শর্টসে কাজ করতে চলেছেন অভিনেতা কৌশিক সেন, স্ত্রী রেশমি সেন ও তাঁদের জাতীয় পুরস্কার জয়ী পুত্র ঋদ্ধি সেন । ছবিটির নাম 'শিল্পী'।

ছবির গল্প নির্মাতা নন্দিতা রায় । সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির সংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । ছবিটি এডিট করেছেন মলয় লাহা । উইন্ডোজ়ের অন্যান্য লকডাউন শর্টসের মতো এই ছবিটিরও পরিচালনা করেছে টিম উইন্ডোজ় ।

উইন্ডোজ়ের ফেসবুক পেজে ছবিটি মুক্তি পাবে ৬ মে, বিকেল ৬টায় ।

Last Updated : May 5, 2020, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.