ETV Bharat / sitara

পতিতা পল্লীর মানুষদের সাহায্য করতে নতুন শর্টফিল্ম 'জাঙ্গিয়া রহস্য'

টিভিওয়ালা মিডিয়ার উদ্যোগে 17 মার্চ মুক্তি পাচ্ছে একটি শর্টফিল্ম, নাম 'জাঙ্গিয়া রহস্য'। শর্টফিল্ম থেকে উঠে আসা অর্থ তুলে দেওয়া হবে 'দুর্বার'এর হাতে, যে সমিতি উত্তর কলকাতার একটি পতিতা পল্লীর সহায়তার জন্য কাজ করে চলে অহরাত্রি ।

shortfilm name Jangiya rohoshyo
shortfilm name Jangiya rohoshyo
author img

By

Published : Apr 16, 2020, 11:04 PM IST

কলকাতা : কয়েকদিন আগে সোনাগাছির দেহ ব্যবসায়ীদের হাতে সাহায্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । 'জাঙ্গিয়া রহস্য'-এর উদ্দেশ্যও কিছুটা সেরকমই । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

shortfilm name Jangiya rohoshyo
ইন্দ্রজিৎ

এই লকডাউনে সমস্যায় পড়েছেন অনেক মানুষ, বিশেষ করে তাঁরা, যাঁদের রোজের রোজগারে জীবন চলে । 'জাঙ্গিয়া রহস্য' শর্টফিল্মটি তৈরি হচ্ছে তেমনই কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য । উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে 'দুর্বার'-এর হাতে ।

shortfilm name Jangiya rohoshyo
অপ্রতিম

সকালে ঘুম থেকে উঠে এক ব্যক্তি তার কমলা রঙের জাঙ্গিয়া খুঁজে পায় না । সে তন্নতন্ন করে সেটি খোঁজার চেষ্টা করে । লোমকেশ নামের এক গোয়েন্দা সেই রহস্য সমাধানে নেমে পড়ে । সে কি সেই কমলা জাঙ্গিয়া খুঁজে পাবে ? তারজন্য 17 মার্চের অপেক্ষা করতে হবে দর্শককে । এই লকডাউনের সময় বাড়ি বসে একটু আধটু মনোরঞ্জন আর কি !

shortfilm name Jangiya rohoshyo
জিৎ

ছবিতে অভিনয় করেছেন অপ্রতিম, সৌমেন্দ্র, প্রসূন, ইন্দ্রজিৎ ও জিৎ । ছবির পরিচালনা করেছেন এবং লিখেছেন শৌভিক দাশগুপ্ত । অভিনেতারা যে যাঁর বাড়িতে বসেই শুটিং করেছেন । ছবির সম্পাদনা করেছে শুভা ভট্টাচার্য । গ্রাফিক্স করেছেন ছায়াছবি ডিজাইন স্টুডিয়ো । আবহ সংগীত করেছে বব এস.এন. ।

কলকাতা : কয়েকদিন আগে সোনাগাছির দেহ ব্যবসায়ীদের হাতে সাহায্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । 'জাঙ্গিয়া রহস্য'-এর উদ্দেশ্যও কিছুটা সেরকমই । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

shortfilm name Jangiya rohoshyo
ইন্দ্রজিৎ

এই লকডাউনে সমস্যায় পড়েছেন অনেক মানুষ, বিশেষ করে তাঁরা, যাঁদের রোজের রোজগারে জীবন চলে । 'জাঙ্গিয়া রহস্য' শর্টফিল্মটি তৈরি হচ্ছে তেমনই কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য । উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে 'দুর্বার'-এর হাতে ।

shortfilm name Jangiya rohoshyo
অপ্রতিম

সকালে ঘুম থেকে উঠে এক ব্যক্তি তার কমলা রঙের জাঙ্গিয়া খুঁজে পায় না । সে তন্নতন্ন করে সেটি খোঁজার চেষ্টা করে । লোমকেশ নামের এক গোয়েন্দা সেই রহস্য সমাধানে নেমে পড়ে । সে কি সেই কমলা জাঙ্গিয়া খুঁজে পাবে ? তারজন্য 17 মার্চের অপেক্ষা করতে হবে দর্শককে । এই লকডাউনের সময় বাড়ি বসে একটু আধটু মনোরঞ্জন আর কি !

shortfilm name Jangiya rohoshyo
জিৎ

ছবিতে অভিনয় করেছেন অপ্রতিম, সৌমেন্দ্র, প্রসূন, ইন্দ্রজিৎ ও জিৎ । ছবির পরিচালনা করেছেন এবং লিখেছেন শৌভিক দাশগুপ্ত । অভিনেতারা যে যাঁর বাড়িতে বসেই শুটিং করেছেন । ছবির সম্পাদনা করেছে শুভা ভট্টাচার্য । গ্রাফিক্স করেছেন ছায়াছবি ডিজাইন স্টুডিয়ো । আবহ সংগীত করেছে বব এস.এন. ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.