কলকাতা : কয়েকদিন আগে সোনাগাছির দেহ ব্যবসায়ীদের হাতে সাহায্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । 'জাঙ্গিয়া রহস্য'-এর উদ্দেশ্যও কিছুটা সেরকমই । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
এই লকডাউনে সমস্যায় পড়েছেন অনেক মানুষ, বিশেষ করে তাঁরা, যাঁদের রোজের রোজগারে জীবন চলে । 'জাঙ্গিয়া রহস্য' শর্টফিল্মটি তৈরি হচ্ছে তেমনই কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য । উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে 'দুর্বার'-এর হাতে ।
সকালে ঘুম থেকে উঠে এক ব্যক্তি তার কমলা রঙের জাঙ্গিয়া খুঁজে পায় না । সে তন্নতন্ন করে সেটি খোঁজার চেষ্টা করে । লোমকেশ নামের এক গোয়েন্দা সেই রহস্য সমাধানে নেমে পড়ে । সে কি সেই কমলা জাঙ্গিয়া খুঁজে পাবে ? তারজন্য 17 মার্চের অপেক্ষা করতে হবে দর্শককে । এই লকডাউনের সময় বাড়ি বসে একটু আধটু মনোরঞ্জন আর কি !
ছবিতে অভিনয় করেছেন অপ্রতিম, সৌমেন্দ্র, প্রসূন, ইন্দ্রজিৎ ও জিৎ । ছবির পরিচালনা করেছেন এবং লিখেছেন শৌভিক দাশগুপ্ত । অভিনেতারা যে যাঁর বাড়িতে বসেই শুটিং করেছেন । ছবির সম্পাদনা করেছে শুভা ভট্টাচার্য । গ্রাফিক্স করেছেন ছায়াছবি ডিজাইন স্টুডিয়ো । আবহ সংগীত করেছে বব এস.এন. ।