ETV Bharat / sitara

NRC, CAAএর বিরুদ্ধে ফের পথে নাট্যব্যক্তিত্বরা - Protest in Kolkata

CAA, NRC-র বিরুদ্ধে ফের একবার পথে নামল শহর কলকাতার নাট্যব্যক্তিত্বরা ।

Tollywood against CAA and NRC
Tollywood against CAA and NRC
author img

By

Published : Jan 18, 2020, 7:42 PM IST

কলকাতা : CAA, NRC নিয়ে উত্তাল দেশ। প্রতিবাদ আসছে দেশের সব কোণা থেকে। এই পরিস্থিতিতে ফের মহানগরের বুকে হয়ে গেল আর একটি প্রতিবাদ মিছিল। যেখানে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমে প্রতিবাদ জানালেন থিয়েটার-সিনেমার তারকারাও।

মিছিলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, দেবেশ চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য্য, সৌরভ পালোধি, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক কর, পরিচালক অনীক দত্ত, অভিনেত্রী সায়নী ঘোষ, সুচেতা রায়চৌধুরী, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, কবি মন্দাক্রান্তা সেন, সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, প্রমুখ।

মিছিলে চলতে চলতে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁরা । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : CAA, NRC নিয়ে উত্তাল দেশ। প্রতিবাদ আসছে দেশের সব কোণা থেকে। এই পরিস্থিতিতে ফের মহানগরের বুকে হয়ে গেল আর একটি প্রতিবাদ মিছিল। যেখানে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমে প্রতিবাদ জানালেন থিয়েটার-সিনেমার তারকারাও।

মিছিলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, দেবেশ চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য্য, সৌরভ পালোধি, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক কর, পরিচালক অনীক দত্ত, অভিনেত্রী সায়নী ঘোষ, সুচেতা রায়চৌধুরী, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, কবি মন্দাক্রান্তা সেন, সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, প্রমুখ।

মিছিলে চলতে চলতে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁরা । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:CAA, NRC নিয়ে উত্তাল দেশ। প্রতিবাদ আসছে দেশের সব কোণা থেকে। সেই পরিস্থিতিতে ফের মহানগরীর বুকে হয়ে গেল আর একটি প্রতিবাদ মিছিল। যেখানে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমে প্রতিবাদ জানালেন থিয়েটার-সিনেমার তারকারাও।


Body:মিছিলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, দেবেশ চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য্য, সৌরভ পালোধি, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক কর, পরিচালক অনীক দত্ত, অভিনেত্রী সায়নী ঘোষ, সুচেতা রায়চৌধুরী, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, কবি মন্দাক্রান্তা সেন, সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, প্রমূখ।


Conclusion:মিছিলে হাঁটতে হাঁটতে ETV ভারত সিতারাকে কী বললেন তাঁরা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.