ETV Bharat / sitara

সান্তাক্লজ়ের বেশে এলেন প্রসেনজিৎ, যাত্রা শুরু হল 'হামি ফিল্মস'-এর - Shiboprasad Mukhopadhyay

2018-র অন্যতম জনপ্রিয় ছবি ছিল 'হামি'। বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল দর্শক মহলে। ছবিটি প্রযোজনা করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের 'উইন্ডোজ়' সংস্থা। এবার শুরু হচ্ছে এই সংস্থারই আর একটা উইং, নাম 'হামি ফিল্মস'।

Haami Films
author img

By

Published : Nov 22, 2019, 8:45 PM IST

কলকাতা : 'উইন্ডোজ়' ব্যানারেই শুরু হচ্ছে একটি নতুন উইং, যার নাম 'হামি ফিল্মস'। এই প্রযোজনা সংস্থা তৈরি হল শুধুমাত্র বাচ্চাদের ছবি প্রযোজনা করার জন্য। এই খবরের সঙ্গে এল আরও দু'টি ছবির ঘোষণা। তার মধ্যে একটি 2020 সালে মুক্তি পেতে চলেছে, নাম 'জুনিয়র পণ্ডিত' ও 2021 সালে মুক্তি পাচ্ছে 'জুনিয়র কমরেড'। দুটি ছবিই মুক্তি পাচ্ছে 'হামি ফিল্মস'-এর প্রযোজনায়। সবথেকে মজার ব্যাপার হল যে, ঘোষণার দিন সান্তাক্লজ়ের বেশে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

নন্দিতা-শিবুর পরিচালনায় এর আগে মুক্তি পেয়েছে দু'টো বাচ্চাদের ছবি। প্রথমটি 'রামধনু' ও দ্বিতীয়টি অবশ্যই 'হামি'। এই দুই ছবিতেই অভিভাবকের চরিত্রে দেখা গেছিল লাল্টু ও মিতালিকে অর্থাৎ শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরিকে। 'জুনিয়র পণ্ডিত' ও 'জুনিয়র কমরেড'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। কারণ এই দুই ছবিতেই দেখা যাবে লাল্টু-মিতালিকে এবং অবশ্যই 'হামি'-র মুখ্য চরিত্র 'ভুটু'-র বাবা-মা হিসেবে। আর ভুটু চরিত্রে দেখা যাবে সেই মিষ্টি ব্রতকে।

'হামি ফিল্মস'-এর প্রযোজনায় যে কোনও পরিচালক বাচ্চাদের নিয়ে ছবি তৈরি করতে পারবে। কেউ তাঁদের নিজেদের কনসেপ্ট শেয়ারও করতে পারবেন এই প্ল্যাটফর্মে। পুরো উদ্যোগটা নিয়ে খুবই উত্তেজিত কাস্ট অ্যান্ড ক্রু। দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : 'উইন্ডোজ়' ব্যানারেই শুরু হচ্ছে একটি নতুন উইং, যার নাম 'হামি ফিল্মস'। এই প্রযোজনা সংস্থা তৈরি হল শুধুমাত্র বাচ্চাদের ছবি প্রযোজনা করার জন্য। এই খবরের সঙ্গে এল আরও দু'টি ছবির ঘোষণা। তার মধ্যে একটি 2020 সালে মুক্তি পেতে চলেছে, নাম 'জুনিয়র পণ্ডিত' ও 2021 সালে মুক্তি পাচ্ছে 'জুনিয়র কমরেড'। দুটি ছবিই মুক্তি পাচ্ছে 'হামি ফিল্মস'-এর প্রযোজনায়। সবথেকে মজার ব্যাপার হল যে, ঘোষণার দিন সান্তাক্লজ়ের বেশে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

নন্দিতা-শিবুর পরিচালনায় এর আগে মুক্তি পেয়েছে দু'টো বাচ্চাদের ছবি। প্রথমটি 'রামধনু' ও দ্বিতীয়টি অবশ্যই 'হামি'। এই দুই ছবিতেই অভিভাবকের চরিত্রে দেখা গেছিল লাল্টু ও মিতালিকে অর্থাৎ শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরিকে। 'জুনিয়র পণ্ডিত' ও 'জুনিয়র কমরেড'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। কারণ এই দুই ছবিতেই দেখা যাবে লাল্টু-মিতালিকে এবং অবশ্যই 'হামি'-র মুখ্য চরিত্র 'ভুটু'-র বাবা-মা হিসেবে। আর ভুটু চরিত্রে দেখা যাবে সেই মিষ্টি ব্রতকে।

'হামি ফিল্মস'-এর প্রযোজনায় যে কোনও পরিচালক বাচ্চাদের নিয়ে ছবি তৈরি করতে পারবে। কেউ তাঁদের নিজেদের কনসেপ্ট শেয়ারও করতে পারবেন এই প্ল্যাটফর্মে। পুরো উদ্যোগটা নিয়ে খুবই উত্তেজিত কাস্ট অ্যান্ড ক্রু। দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..
Intro:বড় হচ্ছে বাংলা ছবি। সেইসঙ্গে বড় হচ্ছে ছোটোদের বাংলা ছবিও। সেই প্রমাণই ফের একবার পাওয়া গেল 'উইন্ডোজ' প্রযোজনা সংস্থার দৌলতে। বাংলা ছবিকে বড় করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে পরিচালকদ্বয় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রযোজনা সংস্থা। 'ইচ্ছে' থেকে শুরু করে, সদ্য মুক্তিপ্রাপ্ত 'গোত্র'... দর্শকদের মুগ্ধ করেছে তাঁদের প্রতিটি ছবি। তাঁদেরই উদ্যোগে এবার আসতে চলেছে ছোটোদের ছবির একটি নতুন ব্যানার, যার নাম 'হামি ফিল্মস'। সেই ব্যানারেরই ঘোষণা ছিল আজ, দক্ষিণ কলকাতার একটি এডিট স্টুডিওতে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শিশু শিল্পীরা। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:নন্দিতা ও শিবপ্রসাদের মতে , ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত ছবি 'হামি'র জনপ্রিয়তাই মূলত কারণ। ছোটোদের মন, তাদের সাইকোলজি শুধু ছোটোদের নয়, মুগ্ধ করেছে তাদের অভিভাবকদেরও। ছবিটি প্রেক্ষাগৃহে ১০০দিন পার করেছে, পেয়েছে অসংখ্য পুরস্কার। এই ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী সহ খরাজ মুখোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলী, কণিকা বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, দেবলীনা কুমার, শিশুশিল্পী ব্রত, তিয়াসা এবং অভিরাজ। এই ছবির আসল স্টার ছিল শিশু শিল্পীরাই। এই শিশুশিল্পীদের দর্শকের কাছে, তাঁদের মনে পৌঁছে দিয়েছিল 'হামি'। যার পর থেকে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে তাঁরা। ছবিতে গান গেয়েছিল শ্রেয়ান, শায়েরির মতো শিশু গায়ক-গায়িকারাও। ছোটোদের এত জনপ্রিয়তা, তাদের ছবি মানুষের এত পছন্দ হওয়ার কারণেই মূলত 'হামি ফিল্মস' নিয়ে এল 'উইন্ডোজ'। এরপর থেকে 'উইন্ডোজ'এর সবকটি ছোটোদের ছবি মুক্তি পাবে 'হামি ফিল্মস'এর ব্যানারেই।

'হামি' মুক্তি পাওয়ার আগেই মুক্তি পেয়েছিল 'রামধনু'। সেখানে লাল্টু দত্ত (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) ও মিতালী (গার্গী রায়চৌধুরী) দর্শকের মনে ভীষণভাবে দাগ কেটেছিল। তারপর ২০১৮ সালে মুক্তি পায় 'হামি'। রামধনুর লাল্টু ও মিতালী উপস্থিত 'হামি'তেও, একইরকমভাবে অভিভাবকের চরিত্রে। রামধনু শিশু ও তার অভিভাবকদের সাইকোলজি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল।

হামি ফিল্মসের ব্যানারে বেশকিছু ছোটোদের ছবি, নন-ফিকশন শো, ওয়েব সিরিজ আসতে চলেছে আগামী বছরগুলিতে। তেমনটাই আমাদের জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। ২০২০ সালের ক্রিসমাসের সময় আসতে চলেছে ছোটোদের ছবি 'জুনিয়র পণ্ডিত'। সেখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ২০২১ সালে আসতে চলেছে হামি ফিল্মসের আরেকটি ছোটোদের ছবি 'জুনিয়র কমরেড'।





Conclusion:প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, ব্রত এবং তিয়াসা আমাদের সঙ্গে কথা বলেন। দেখুন সেই ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.