কলকাতা : টেকনিশিয়ান স্টুডিয়োতে 4 জুনের বৈঠকে অধরা ছিল সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে গতকাল অর্থাৎ 7 জুন ঠিক হয়েছে যে, ধারাবাহিকের মতোই 10 জুন থেকে শুরু হবে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের যাবতীয় শুটিং । ETV ভারত সিতারাকে জানালেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।
পিয়া আমাদের জানিয়েছেন, "আমাদের সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু হচ্ছে 10 জুন থেকেই । সিরিয়ালের মতোই সমস্ত নিয়ম পালন করে হবে শুটিং ।"
কী কী সেই নিয়ম ? পিয়া বললেন, "35 জনের বেশি লোক থাকতে পারবে না শুটিং ফ্লোরে । সরকারের প্রণীত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে । 10 বছরের নিচে শিশুশিল্পীরা শুটিং করতে পারবে না । বয়স্ক শিল্পীদের নিজেদের দায়িত্বে কাজে আসতে হবে ।"
সিরিয়ালের মতো সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু 10 জুন থেকে - বাংলা সিনেমা আর ওয়েব সিরিজ়ের শুটিং
সুখবর সিনেপ্রেমীদের জন্য । সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে 10 জুন থেকেই ।
কলকাতা : টেকনিশিয়ান স্টুডিয়োতে 4 জুনের বৈঠকে অধরা ছিল সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে গতকাল অর্থাৎ 7 জুন ঠিক হয়েছে যে, ধারাবাহিকের মতোই 10 জুন থেকে শুরু হবে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের যাবতীয় শুটিং । ETV ভারত সিতারাকে জানালেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।
পিয়া আমাদের জানিয়েছেন, "আমাদের সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু হচ্ছে 10 জুন থেকেই । সিরিয়ালের মতোই সমস্ত নিয়ম পালন করে হবে শুটিং ।"
কী কী সেই নিয়ম ? পিয়া বললেন, "35 জনের বেশি লোক থাকতে পারবে না শুটিং ফ্লোরে । সরকারের প্রণীত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে । 10 বছরের নিচে শিশুশিল্পীরা শুটিং করতে পারবে না । বয়স্ক শিল্পীদের নিজেদের দায়িত্বে কাজে আসতে হবে ।"