ETV Bharat / sitara

সিরিয়ালের মতো সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু 10 জুন থেকে - বাংলা সিনেমা আর ওয়েব সিরিজ়ের শুটিং

সুখবর সিনেপ্রেমীদের জন্য । সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে 10 জুন থেকেই ।

bangla films and web series
bangla films and web series
author img

By

Published : Jun 8, 2020, 10:02 AM IST

কলকাতা : টেকনিশিয়ান স্টুডিয়োতে 4 জুনের বৈঠকে অধরা ছিল সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে গতকাল অর্থাৎ 7 জুন ঠিক হয়েছে যে, ধারাবাহিকের মতোই 10 জুন থেকে শুরু হবে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের যাবতীয় শুটিং । ETV ভারত সিতারাকে জানালেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।


পিয়া আমাদের জানিয়েছেন, "আমাদের সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু হচ্ছে 10 জুন থেকেই । সিরিয়ালের মতোই সমস্ত নিয়ম পালন করে হবে শুটিং ।"

কী কী সেই নিয়ম ? পিয়া বললেন, "35 জনের বেশি লোক থাকতে পারবে না শুটিং ফ্লোরে । সরকারের প্রণীত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে । 10 বছরের নিচে শিশুশিল্পীরা শুটিং করতে পারবে না । বয়স্ক শিল্পীদের নিজেদের দায়িত্বে কাজে আসতে হবে ।"

bangla films and web series
টেকনিশিয়ান স্টুডিয়োতে
সিনেমা, ওয়েব সিরিজ়ের জন্যেও থাকছে 25 লক্ষ টাকার কোভিড ফান্ড । যদিও পিয়া বলেন, "এই নিয়মে একটু পরিবর্তন আছে । আর্টিস্টদের ক্ষেত্রে 50% প্রিমিয়াম দেবেন প্রোডিউসার আর 50% দেবেন আর্টিস্ট নিজে । অন্যদিকে টেকনিশিয়ানদের ক্ষেত্রে 100% প্রিমিয়াম দেবেন প্রোডিউসার ।"এছাড়া, আর সব নিয়মই এক থাকছে ধারাবাহিকের মতোই । এখন শুধু অপেক্ষা কবে থেকে সিনেমা হলগুলি চালু হওয়ার । সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

কলকাতা : টেকনিশিয়ান স্টুডিয়োতে 4 জুনের বৈঠকে অধরা ছিল সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত । তবে গতকাল অর্থাৎ 7 জুন ঠিক হয়েছে যে, ধারাবাহিকের মতোই 10 জুন থেকে শুরু হবে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের যাবতীয় শুটিং । ETV ভারত সিতারাকে জানালেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।


পিয়া আমাদের জানিয়েছেন, "আমাদের সিনেমা-ওয়েব সিরিজ়ের শুটিংও শুরু হচ্ছে 10 জুন থেকেই । সিরিয়ালের মতোই সমস্ত নিয়ম পালন করে হবে শুটিং ।"

কী কী সেই নিয়ম ? পিয়া বললেন, "35 জনের বেশি লোক থাকতে পারবে না শুটিং ফ্লোরে । সরকারের প্রণীত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালন করতে হবে । 10 বছরের নিচে শিশুশিল্পীরা শুটিং করতে পারবে না । বয়স্ক শিল্পীদের নিজেদের দায়িত্বে কাজে আসতে হবে ।"

bangla films and web series
টেকনিশিয়ান স্টুডিয়োতে
সিনেমা, ওয়েব সিরিজ়ের জন্যেও থাকছে 25 লক্ষ টাকার কোভিড ফান্ড । যদিও পিয়া বলেন, "এই নিয়মে একটু পরিবর্তন আছে । আর্টিস্টদের ক্ষেত্রে 50% প্রিমিয়াম দেবেন প্রোডিউসার আর 50% দেবেন আর্টিস্ট নিজে । অন্যদিকে টেকনিশিয়ানদের ক্ষেত্রে 100% প্রিমিয়াম দেবেন প্রোডিউসার ।"এছাড়া, আর সব নিয়মই এক থাকছে ধারাবাহিকের মতোই । এখন শুধু অপেক্ষা কবে থেকে সিনেমা হলগুলি চালু হওয়ার । সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.