ETV Bharat / sitara

'দেখা হবে', বলছেন শ্রীলেখা-দুর্নিবার-সুদীপরা

'কালার্ড জেব্রা' ও 'ম্যাজিক মাইন্ডস' নিয়ে আসছে একেবারে নতুন ধরনের লাইভ ডিজিটাল পারফরমেন্স । প্রত্যেক মাসের 6 তারিখ ডিজিটাল মাধ্যমে দেখানো হবে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স । নাম দেওয়া হয়েছে 'দেখা হবে' ।

author img

By

Published : Sep 1, 2020, 7:39 PM IST

sreelekha mitra in digital concert
sreelekha mitra in digital concert

কলকাতা : চলতি সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে এক নতুন ধরনের ডিজিটাল কনসার্ট । প্রত্যেক মাসের এই 6 তারিখে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স তুলে ধরা হবে ডিজিটালি । প্রথম পারফরমেন্সের বিষয়বস্তু 'ফ্রিডম স্টোরিজ়'। পারফর্মাররা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


এই কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন দুই সংস্থার কর্ণধার শুভজিৎ ভট্টাচার্য এবং গায়ক দুর্নিবার সাহা । দুর্নিবার আমাদের জানিয়েছেন, "'দেখা হবে' নামটা দুবছর ধরেই ছিল মাথায় । মানুষ প্রায়শই এই শব্দটি ব্যবহার করেন । এই প্যানডেমিকের সময় মানুষের ধৈর্য হারাচ্ছে । তারা বারবার তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে চাইছে । সেই জন্যেই এই নাম দিয়েছি ।"

sreelekha mitra in digital concert
শোয়ের পোস্টার..
এখানে শুধু গান নয়, বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে প্রত্যেক পর্বে । 'দেখা হবে' অন্যান্য ডিজিটাল কনসার্টের থেকে কিছুটা হলেও আলাদা । কেননা সেখানে মানুষের মনের গোপনে থাকা প্রশ্ন জাগবে । অন্যদিকে শুভজিৎ দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন বিজ্ঞাপন জগতের সঙ্গে । দুর্নিবারের সঙ্গে খুবই অল্পদিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তাঁর । আর তাঁদেরই মিলিত প্রয়াসে তৈরি হয় 'দেখা হবে' । শ্রীলেখা আমাদের জানিয়েছেন, "আমি বরাবরই নতুনকে ভালোবাসি । শুভজিৎই আমাকে এই শোয়ের অংশ হওয়ার প্রস্তাব দেয় । আমার খুব ভালো লাগে বিষয়টা । আমার পারফরমেন্সে থাকবে, মানুষের সহজাত মুক্তির কথা ।"সুদীপ আমাদের বলেন, "নতুন যুগের, নতুন মননের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে । শুভজিৎ আমার পূর্ব পরিচিত । দুর্নিবারের গানের ভক্ত আমি । ওর সঙ্গে প্রথমবার মঞ্চ শেয়ার করব ।"পরিচালক ও অভিনেতা অভিজিৎ গুহ 'দেখা হবে'-র উদ্দেশে একটি শুভেচ্ছাবার্তা দিয়েছেন । দেখে নিন ভিডিয়ো...
পরিচালক অভিজিৎ গুহর শুভেচ্ছাবার্তা

কলকাতা : চলতি সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে এক নতুন ধরনের ডিজিটাল কনসার্ট । প্রত্যেক মাসের এই 6 তারিখে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স তুলে ধরা হবে ডিজিটালি । প্রথম পারফরমেন্সের বিষয়বস্তু 'ফ্রিডম স্টোরিজ়'। পারফর্মাররা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


এই কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন দুই সংস্থার কর্ণধার শুভজিৎ ভট্টাচার্য এবং গায়ক দুর্নিবার সাহা । দুর্নিবার আমাদের জানিয়েছেন, "'দেখা হবে' নামটা দুবছর ধরেই ছিল মাথায় । মানুষ প্রায়শই এই শব্দটি ব্যবহার করেন । এই প্যানডেমিকের সময় মানুষের ধৈর্য হারাচ্ছে । তারা বারবার তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে চাইছে । সেই জন্যেই এই নাম দিয়েছি ।"

sreelekha mitra in digital concert
শোয়ের পোস্টার..
এখানে শুধু গান নয়, বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে প্রত্যেক পর্বে । 'দেখা হবে' অন্যান্য ডিজিটাল কনসার্টের থেকে কিছুটা হলেও আলাদা । কেননা সেখানে মানুষের মনের গোপনে থাকা প্রশ্ন জাগবে । অন্যদিকে শুভজিৎ দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন বিজ্ঞাপন জগতের সঙ্গে । দুর্নিবারের সঙ্গে খুবই অল্পদিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তাঁর । আর তাঁদেরই মিলিত প্রয়াসে তৈরি হয় 'দেখা হবে' । শ্রীলেখা আমাদের জানিয়েছেন, "আমি বরাবরই নতুনকে ভালোবাসি । শুভজিৎই আমাকে এই শোয়ের অংশ হওয়ার প্রস্তাব দেয় । আমার খুব ভালো লাগে বিষয়টা । আমার পারফরমেন্সে থাকবে, মানুষের সহজাত মুক্তির কথা ।"সুদীপ আমাদের বলেন, "নতুন যুগের, নতুন মননের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে । শুভজিৎ আমার পূর্ব পরিচিত । দুর্নিবারের গানের ভক্ত আমি । ওর সঙ্গে প্রথমবার মঞ্চ শেয়ার করব ।"পরিচালক ও অভিনেতা অভিজিৎ গুহ 'দেখা হবে'-র উদ্দেশে একটি শুভেচ্ছাবার্তা দিয়েছেন । দেখে নিন ভিডিয়ো...
পরিচালক অভিজিৎ গুহর শুভেচ্ছাবার্তা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.