কলকাতা : চলতি সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে এক নতুন ধরনের ডিজিটাল কনসার্ট । প্রত্যেক মাসের এই 6 তারিখে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স তুলে ধরা হবে ডিজিটালি । প্রথম পারফরমেন্সের বিষয়বস্তু 'ফ্রিডম স্টোরিজ়'। পারফর্মাররা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
এই কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন দুই সংস্থার কর্ণধার শুভজিৎ ভট্টাচার্য এবং গায়ক দুর্নিবার সাহা । দুর্নিবার আমাদের জানিয়েছেন, "'দেখা হবে' নামটা দুবছর ধরেই ছিল মাথায় । মানুষ প্রায়শই এই শব্দটি ব্যবহার করেন । এই প্যানডেমিকের সময় মানুষের ধৈর্য হারাচ্ছে । তারা বারবার তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে চাইছে । সেই জন্যেই এই নাম দিয়েছি ।"
'দেখা হবে', বলছেন শ্রীলেখা-দুর্নিবার-সুদীপরা
'কালার্ড জেব্রা' ও 'ম্যাজিক মাইন্ডস' নিয়ে আসছে একেবারে নতুন ধরনের লাইভ ডিজিটাল পারফরমেন্স । প্রত্যেক মাসের 6 তারিখ ডিজিটাল মাধ্যমে দেখানো হবে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স । নাম দেওয়া হয়েছে 'দেখা হবে' ।
কলকাতা : চলতি সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে এক নতুন ধরনের ডিজিটাল কনসার্ট । প্রত্যেক মাসের এই 6 তারিখে বিভিন্ন শিল্পীদের লাইভ পারফরমেন্স তুলে ধরা হবে ডিজিটালি । প্রথম পারফরমেন্সের বিষয়বস্তু 'ফ্রিডম স্টোরিজ়'। পারফর্মাররা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
এই কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন দুই সংস্থার কর্ণধার শুভজিৎ ভট্টাচার্য এবং গায়ক দুর্নিবার সাহা । দুর্নিবার আমাদের জানিয়েছেন, "'দেখা হবে' নামটা দুবছর ধরেই ছিল মাথায় । মানুষ প্রায়শই এই শব্দটি ব্যবহার করেন । এই প্যানডেমিকের সময় মানুষের ধৈর্য হারাচ্ছে । তারা বারবার তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে চাইছে । সেই জন্যেই এই নাম দিয়েছি ।"