ETV Bharat / sitara

পাঞ্জাবি পরা ড্রাকুলা অনির্বাণ, সঙ্গী মিমি

ড্রাকুলাদের নিয়ে অনেকদিন ধরেই ছবি হচ্ছে বিদেশি পরিচালকদের হাত ধরে । তবে বাংলা ভাষায় এই কনসেপ্টে কোনও ছবি হয়নি । এবার সেই সিদ্ধান্তটাই নিলেন দেবালয় ভট্টাচার্য । একেবারে পাঞ্জাবি পরা বাঙালি ড্রাকুলার জন্ম দিলেন তিনি ।

bengali film dracula sir
bengali film dracula sir
author img

By

Published : Jan 16, 2020, 7:03 PM IST

কলকাতা : ছবিতে ড্রাকুলার চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য । ড্রাকুলার পিছনে আবার স্যার কেন ? কারণ পেশায় তিনি এক শিক্ষক । অনির্বাণ ছাড়া আরও একজন অ্যাট্রাকশন রয়েছে ছবিতে । তিনি হলেন মিমি চক্রবর্তী । অনেকদিন পর মিমিকে আবার শাড়ি পরে শান্ত স্নিগ্ধ রূপে দেখা যাচ্ছে । 'গানের ওপারে'-র সেই 'পুপে'-র সঙ্গে মিমির লুকে অনেক মিল । শুরু হয়েছে ছবির শুটিং ।

দেবালয় আমাদের জানালেন, "এটা একটি সাইকোলজিকাল থ্রিলার । ড্রাকুলা আমাদের কাছে সবসময়ই ইন্টারেস্টিং ক্যারেকটার । এবার সে যদি বাঙালি হয়, তার জার্নিটা কীরকম হবে ? সেটাই এই ছবির মূল বিষয় ।"

bengali film dracula sir
অনির্বাণ..

ড্রাকুলাদের সাধারণত একটা স্ক্যান্ডিনেভিয়ান কাসল থাকে । সঙ্গীহীন ভাবে সে একা থাকে সেই কাসলে । তবে এই ড্রাকুলা অন্যরকম । দেবালয় বললেন, "আমার এই ড্রাকুলার কোনও স্ক্যান্ডিনেভিয়ান কাসল নেই । কোনও ঘোড়ার গাড়ি নেই । বাদুড় নেই, কফিন নেই । তাহলে আমার এই বাঙালি ড্রাকুলার জার্নিটা কেমন হবে ? তার উপযুক্ত মিথগুলো কী ? সেখান থেকেই গল্পটা এসেছে ।"

bengali film dracula sir
মিমি

সারা রাত ধরে শুটিং করেছে টিম 'ড্রাকুলা স্যার' । সাংসদ হওয়ার পর এটাই মিমির প্রথম ছবি । একদিকে মিমি আর অনির্বাণের অজানা কেমিস্ট্রি, অন্যদিকে এরকম ইন্টারেস্টিং গল্প...সব মিলিয়ে অনেকটা প্রত্যাশা রয়েছে এই ছবিটিকে ঘিরে ।

কলকাতা : ছবিতে ড্রাকুলার চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য । ড্রাকুলার পিছনে আবার স্যার কেন ? কারণ পেশায় তিনি এক শিক্ষক । অনির্বাণ ছাড়া আরও একজন অ্যাট্রাকশন রয়েছে ছবিতে । তিনি হলেন মিমি চক্রবর্তী । অনেকদিন পর মিমিকে আবার শাড়ি পরে শান্ত স্নিগ্ধ রূপে দেখা যাচ্ছে । 'গানের ওপারে'-র সেই 'পুপে'-র সঙ্গে মিমির লুকে অনেক মিল । শুরু হয়েছে ছবির শুটিং ।

দেবালয় আমাদের জানালেন, "এটা একটি সাইকোলজিকাল থ্রিলার । ড্রাকুলা আমাদের কাছে সবসময়ই ইন্টারেস্টিং ক্যারেকটার । এবার সে যদি বাঙালি হয়, তার জার্নিটা কীরকম হবে ? সেটাই এই ছবির মূল বিষয় ।"

bengali film dracula sir
অনির্বাণ..

ড্রাকুলাদের সাধারণত একটা স্ক্যান্ডিনেভিয়ান কাসল থাকে । সঙ্গীহীন ভাবে সে একা থাকে সেই কাসলে । তবে এই ড্রাকুলা অন্যরকম । দেবালয় বললেন, "আমার এই ড্রাকুলার কোনও স্ক্যান্ডিনেভিয়ান কাসল নেই । কোনও ঘোড়ার গাড়ি নেই । বাদুড় নেই, কফিন নেই । তাহলে আমার এই বাঙালি ড্রাকুলার জার্নিটা কেমন হবে ? তার উপযুক্ত মিথগুলো কী ? সেখান থেকেই গল্পটা এসেছে ।"

bengali film dracula sir
মিমি

সারা রাত ধরে শুটিং করেছে টিম 'ড্রাকুলা স্যার' । সাংসদ হওয়ার পর এটাই মিমির প্রথম ছবি । একদিকে মিমি আর অনির্বাণের অজানা কেমিস্ট্রি, অন্যদিকে এরকম ইন্টারেস্টিং গল্প...সব মিলিয়ে অনেকটা প্রত্যাশা রয়েছে এই ছবিটিকে ঘিরে ।

Intro:ড্রাকুলা শব্দটা মাথায় এলেই, চোখের সামনে ভেসে ওঠে কালো পোশাকের এক সুদর্শন পুরুষ। যার রয়েছে বড় বড় দুটি দাঁত। মানুষের রক্ত চুষে খায় সে। ড্রাকুলাদের নিয়ে অজস্র ছবি হয়েছে বিদেশে। এদেশে তা নিতান্তই কম। বাংলা ভাষায় যা হয়নি বললেই চলে। কিন্তু ইদানিং বাংলাতেও তৈরি হচ্ছে ড্রাকুলা, জম্বিদের নিয়ে ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল জম্বিস্তআন, আর এবার তৈরি হচ্ছে 'ড্রাকুলা স্যার'। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তী। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'চরিত্রহীন', 'বিদায় ব্যোমকেশ', 'মন্টু পাইলট'এর পরিচালক দেবালয় ভট্টাচার্য।


Body:ছবিতে 'ড্রাকুলা স্যার' হলেন অনির্বাণ ভট্টাচার্য। স্যার কারণ, তিনি একজন শিক্ষক। একেবারে কেতাদুরস্ত পাঞ্জাবি পরা ড্রাকুলা। বিপরীতে মিমির চরিত্রের নাম মঞ্জরী। এমন একটি চরিত্র যার সাজ-পোশাকের সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে 'গানের ওপারে' ধারাবাহিকের পুপে চরিত্রটির। দেখতে গেলে লোকসভা ভোটে জেতার পর, এই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন মিমি। আর ফিরলেন একেবারে শান্ত স্নিগ্ধ রূপে। যে মিমির অপেক্ষায় বহুদিন ছিল দর্শক।

দেবালয় ভট্টাচার্যর ছবি কিংবা ওয়েব সিরিজে অন্যতম ভূমিকা পালন করে মেকআপ। সে 'বিদায় ব্যোমকেশ' ছবিতে আবির চট্টোপাধ্যায়ের প্রস্থেটিক মেকআপই হোক, কিংবা 'মন্টু পাইলট'এ সৌরভ দাসের লুক। মেকআপে কারিকুড়ি থেকেই। এবারও তাই রয়েছে অনির্বাণের লুকে।

হোল নাইট শুটিং করছে টিম 'ড্রাকুলা স্যার'। কেন একটি ড্রাকুলা ছবি বানাচ্ছেন দেবালয়? উত্তরে ETV ভারত সিতারাকে বললেন, "এটা একটা সাইকোলজিকাল থ্রিলার। আর এই বাঙালির ড্রাকুলারের একটা নিজস্ব জার্নি আছে। ড্রাকুলা চিরদিনই আমাদের কাছে একটা ইন্টারেস্টিং কারেক্টর। সঙ্গীহীন মানুষ খুবই করুন চরিত্র। সেখানে ড্রাকুলা যদি বাঙালি হয়, বা বাংলায় যদি ড্রাকুলা হয়, সেটা কীভাবে হতে পারে। তার জার্নিটা কীরকম হবে, সেটাই আমার গল্পের মূল বিষয়। আমার এই ড্রাকুলারের তো স্ক্যান্ডিনেভিয়ান ক্যাসেল নেই। তার তো ঘোড়ার গাড়ি নেই। তার কাছে বাদুড় নেই, কফিন নেই। তাহলে আমার এই বাঙালি ড্রাকুলার জার্নিটা কী হবে, তার মিথগুলো কী... সেটা থেকেই এই গল্পটা এসেছে।"


Conclusion:সাংসদ হওয়ার পর মিমি শুটিংয়ে ফিরেছেন। দেবালয়ের ছবির নায়িকা। দেবালয় বললেন, "মিমি এখানে মঞ্জরী। ড্রাকুলা করতে গেলে যে গল্পটা দরকার, সেই গল্পের নায়িকা হচ্ছে মঞ্জরী।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.