কলকাতা : তরুণ-তরুণীদের মধ্যে দেবের জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত। তাঁর পাশে দাঁড়ানোর জন্য, একটা সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল ইভেন্টে। কিছুক্ষণ সময়ের জন্য দেবকে দুই হাতে দুই সদ্যোজাতকে সামলাতেও দেখা গেল। দূরের তারকাকে কাছে পেলে যা হয় আর কি!! তবু তার মধ্যে দেব কথা বললেন তাঁর আসন্ন ছবি 'পাসওয়ার্ড' নিয়ে।
দেব বললেন, "দিন দিন সাইবার ক্রাইমের মাত্রা বাড়ছে। তাই 'পাসওয়ার্ড'-এর মাধ্যমে একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। আর একই সঙ্গে এটা একটা এন্টারটেনিং ছবি। হলিউডে বা বলিউডে যে ধরনের ছবি দেখেছি, সেই ধরনের ছবি বাংলায় কম বাজেটে যতটা সম্ভব ভালো করে বানানোর চেষ্টা করছি আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।"
তবে সিনেমা হল পাওয়াটা খুব কঠিন। দেবের সহজ স্বীকারোক্তি, "সিনেমা হল পাওয়া নিয়ে আমার সব সময় সমস্যা হয়। এত বড় করে ছবি বানিয়ে যদি হল না পাই সেটা খুবই বাজে ব্যাপার হবে। সেই মনোপলি বা পলিটিক্স থেকে নিজের ছবিকে বাঁচিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই লড়াই।"
পুজোর সঙ্গে রাজনীতিকে দূরে রাখাই উচিত, মত দেবের। তাঁর মুখেই শুনে নিন তাঁর বক্তব্য...