ETV Bharat / sitara

দুর্গাপুজো আর রাজনীতি আলাদা রাখাই উচিত : দেব - Dev Password

দক্ষিণ কলকাতার এক শপিং মলে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব।

Deb News
author img

By

Published : Sep 6, 2019, 8:47 AM IST

কলকাতা : তরুণ-তরুণীদের মধ্যে দেবের জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত। তাঁর পাশে দাঁড়ানোর জন্য, একটা সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল ইভেন্টে। কিছুক্ষণ সময়ের জন্য দেবকে দুই হাতে দুই সদ্যোজাতকে সামলাতেও দেখা গেল। দূরের তারকাকে কাছে পেলে যা হয় আর কি!! তবু তার মধ্যে দেব কথা বললেন তাঁর আসন্ন ছবি 'পাসওয়ার্ড' নিয়ে।

দেব বললেন, "দিন দিন সাইবার ক্রাইমের মাত্রা বাড়ছে। তাই 'পাসওয়ার্ড'-এর মাধ্যমে একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। আর একই সঙ্গে এটা একটা এন্টারটেনিং ছবি। হলিউডে বা বলিউডে যে ধরনের ছবি দেখেছি, সেই ধরনের ছবি বাংলায় কম বাজেটে যতটা সম্ভব ভালো করে বানানোর চেষ্টা করছি আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।"

তবে সিনেমা হল পাওয়াটা খুব কঠিন। দেবের সহজ স্বীকারোক্তি, "সিনেমা হল পাওয়া নিয়ে আমার সব সময় সমস্যা হয়। এত বড় করে ছবি বানিয়ে যদি হল না পাই সেটা খুবই বাজে ব্যাপার হবে। সেই মনোপলি বা পলিটিক্স থেকে নিজের ছবিকে বাঁচিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই লড়াই।"

পুজোর সঙ্গে রাজনীতিকে দূরে রাখাই উচিত, মত দেবের। তাঁর মুখেই শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : তরুণ-তরুণীদের মধ্যে দেবের জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত। তাঁর পাশে দাঁড়ানোর জন্য, একটা সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল ইভেন্টে। কিছুক্ষণ সময়ের জন্য দেবকে দুই হাতে দুই সদ্যোজাতকে সামলাতেও দেখা গেল। দূরের তারকাকে কাছে পেলে যা হয় আর কি!! তবু তার মধ্যে দেব কথা বললেন তাঁর আসন্ন ছবি 'পাসওয়ার্ড' নিয়ে।

দেব বললেন, "দিন দিন সাইবার ক্রাইমের মাত্রা বাড়ছে। তাই 'পাসওয়ার্ড'-এর মাধ্যমে একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। আর একই সঙ্গে এটা একটা এন্টারটেনিং ছবি। হলিউডে বা বলিউডে যে ধরনের ছবি দেখেছি, সেই ধরনের ছবি বাংলায় কম বাজেটে যতটা সম্ভব ভালো করে বানানোর চেষ্টা করছি আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।"

তবে সিনেমা হল পাওয়াটা খুব কঠিন। দেবের সহজ স্বীকারোক্তি, "সিনেমা হল পাওয়া নিয়ে আমার সব সময় সমস্যা হয়। এত বড় করে ছবি বানিয়ে যদি হল না পাই সেটা খুবই বাজে ব্যাপার হবে। সেই মনোপলি বা পলিটিক্স থেকে নিজের ছবিকে বাঁচিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই লড়াই।"

পুজোর সঙ্গে রাজনীতিকে দূরে রাখাই উচিত, মত দেবের। তাঁর মুখেই শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল শপিংমলে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে এমনটাই বললেন অভিনেতা-সাংসদ-প্রযোজক দেব।


Body:কলকাতা : দেব আসছেন। খবরটা জানা মাত্রই লোকে-লোকারণ্য হয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল মলে। হার্টথ্রব ও প্রিয় অভিনেতাকে একবার কাছাকাছি দেখার জন্য, তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য, তরুণীদের তখন ঠেলাঠেলি, ভিড়। তারই মধ্যে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। সেই মলে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন দেব। উদ্দেশ্য একটাই, কয়েকজন ক্রেতার হাতে তাঁকে তুলে দিতে হবে ট্রলি ব্যাগ। সেই বাছাই করা ক্রেতার হাতে তুলে দেওয়ার পর তাঁদের সঙ্গে সেলফি তোলেন দেব। ছোটো বাচ্চাদের কোলে নিয়ে ছবি তোলেন। তরুণীদের আবদার মেটাতে তাঁদের সঙ্গেও সেলফিও তোলেন। পুজোতে মুক্তি পাচ্ছে দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস'এর নতুন ছবি পাসওয়ার্ড। ছবি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রযোজক-অভিনেতা ETV ভারত সিতারাকে বললেন, "বাংলার দর্শক যখন এই ছবিটা দেখবে, তাঁদের খুব ভালো লাগবে। একেবারে অন্য ধরনের বাংলা ছবি। তার উপর বড়বড় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। পরম, পাওলি আছেন। রুক্মিণী, কমলদা আছেন। আর আছে অভীকদার ক্যামেরা। ছবিতে অভীকদার মতো ক্যামেরাম্যানের আমরা ডেট পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য। অভীকদা ছাড়া এই ছবিটা হত না। এটা প্রযোজক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় ছবি।"


Conclusion:সেই সঙ্গে আরও একটি আশঙ্কার কথা বললেন দেব, "তবে আমার সবচেয়ে বড় সমস্যা হল পাওয়া। সেটা যেন পাই। এবার প্রমোশনের চেয়েও হল পাওয়া নিয়ে লড়াই বেশি।" দেখুন সেই ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.