ETV Bharat / sitara

'ব্রহ্মা জানেন...'এর বিরুদ্ধে স্থগিতাদেশের দাবি নাকচ করল কলকাতা হাইকোর্ট - ব্রহ্মা জানেন গোপন কম্মটির খবর

হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র বিরুদ্ধে রিড পিটিশন দায়ের করলেন শুভদীপ অধিকারী নামে এক ব্যক্তি । তবে খুব একটা সুবিধা হল না, কারণ প্রথম শুনানিতেই নাকচ হয়ে গেল সেই অভিযোগ ।

ব্রহ্মা জানেন গোপন কম্মটি স্থগিতাদেশ
ব্রহ্মা জানেন গোপন কম্মটি স্থগিতাদেশ
author img

By

Published : Mar 6, 2020, 1:13 PM IST

কলকাতা : নারীদিবসের প্রাক্কালে, ৬ মার্চ, অর্থাৎ আজই সন্ধ্যে ৬টায় নন্দনে প্রিমিয়ার হওয়ার কথা অরিত্র মুখার্জি পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। তার আগে স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি সিনেমা হলে দেখানোও হয়ে যাবে ছবিটি । তবে এসবের মাঝে হঠাৎই সমস্যায় 'ব্রহ্মা জানেন...' । আজই কি না ছবিকে ঘিরে কোর্টকাছারি হয়ে গেল সক্কাল সক্কাল । যদিও অভিযোগকারীরা তেমন সুবিধে করতে পারলেন না । প্রথম শুনানিতেই নাকচ হয়ে গেল অভিযোগ । খোঁজ নিল ETV ভারত সিতারা।

শুভদীপ অধিকারী নামে এক ব্যক্তি 'ব্রহ্মা জানেন..'-এর বিরুদ্ধে একটা রিড পিটিশন ফাইল করেন । তাঁর অভিযোগ ছবিটির নামেই একটা খারাপ ভাষার ব্যবহার আছে এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে হিন্দুদের পূজিত দেবতা ব্রহ্মাকে । তবে শুভদীপের এই অভিযোগ ধোপে টিকল না হাইকোর্টের ।

প্রতিপক্ষ আইনজীবীর যুক্তি ছিল যে, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' কোনও নতুন বাক্য নয় । এই কথা প্রথমবার শুনছে না কেউ । অনেক বছর আগে এই বাক্যটি দিয়ে একটা গান তৈরি হয়েছে । একটি প্রচলিত ব্যান্ড সেই গান পারফর্ম করেছে ও জনপ্রিয়ও হয়েছে । পালটা যুক্তিতে হাইকোর্টের বিচারপতির মনে হয়েছে যে, ছবিটির উপর স্থগিতাদেশের কোনও প্রয়োজন নেই ।

'ব্রহ্মা জানেন..'-এর গল্প নির্মাতা জিনিয়া সেন আমাদের জানালেন, "এক ব্যক্তি PIL করেছিল শুনেছি । তবে আজকে কোর্টের ব্যাপারটা আমাদের কেউ জানায়নি, কেউ ডাকেনি, ফোন করেনি, অর্ডারও পাঠায়নি । অন্য মানুষজন এবং কোর্টই দায়িত্ব নিয়ে নাকচ করেছে ইনজাংশন পিটিশন । তবে আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি ।"

তাই উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুক্তি পাবে আজই, পূর্বনির্ধারিতভাবেই, নির্দ্বিধায়, বাধাহীনভাবে ।

কলকাতা : নারীদিবসের প্রাক্কালে, ৬ মার্চ, অর্থাৎ আজই সন্ধ্যে ৬টায় নন্দনে প্রিমিয়ার হওয়ার কথা অরিত্র মুখার্জি পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। তার আগে স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি সিনেমা হলে দেখানোও হয়ে যাবে ছবিটি । তবে এসবের মাঝে হঠাৎই সমস্যায় 'ব্রহ্মা জানেন...' । আজই কি না ছবিকে ঘিরে কোর্টকাছারি হয়ে গেল সক্কাল সক্কাল । যদিও অভিযোগকারীরা তেমন সুবিধে করতে পারলেন না । প্রথম শুনানিতেই নাকচ হয়ে গেল অভিযোগ । খোঁজ নিল ETV ভারত সিতারা।

শুভদীপ অধিকারী নামে এক ব্যক্তি 'ব্রহ্মা জানেন..'-এর বিরুদ্ধে একটা রিড পিটিশন ফাইল করেন । তাঁর অভিযোগ ছবিটির নামেই একটা খারাপ ভাষার ব্যবহার আছে এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে হিন্দুদের পূজিত দেবতা ব্রহ্মাকে । তবে শুভদীপের এই অভিযোগ ধোপে টিকল না হাইকোর্টের ।

প্রতিপক্ষ আইনজীবীর যুক্তি ছিল যে, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' কোনও নতুন বাক্য নয় । এই কথা প্রথমবার শুনছে না কেউ । অনেক বছর আগে এই বাক্যটি দিয়ে একটা গান তৈরি হয়েছে । একটি প্রচলিত ব্যান্ড সেই গান পারফর্ম করেছে ও জনপ্রিয়ও হয়েছে । পালটা যুক্তিতে হাইকোর্টের বিচারপতির মনে হয়েছে যে, ছবিটির উপর স্থগিতাদেশের কোনও প্রয়োজন নেই ।

'ব্রহ্মা জানেন..'-এর গল্প নির্মাতা জিনিয়া সেন আমাদের জানালেন, "এক ব্যক্তি PIL করেছিল শুনেছি । তবে আজকে কোর্টের ব্যাপারটা আমাদের কেউ জানায়নি, কেউ ডাকেনি, ফোন করেনি, অর্ডারও পাঠায়নি । অন্য মানুষজন এবং কোর্টই দায়িত্ব নিয়ে নাকচ করেছে ইনজাংশন পিটিশন । তবে আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি ।"

তাই উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুক্তি পাবে আজই, পূর্বনির্ধারিতভাবেই, নির্দ্বিধায়, বাধাহীনভাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.