ETV Bharat / sitara

"মাসিকের জন্য নিজেই পুজো দিতে পারিনি", বললেন 'ব্রহ্মা জানেন..'-এর লেখিকা জিনিয়া - ব্রহ্মা জানেন গোপন কম্মটি

এই প্রথম তিনি কোনও ছবির গল্প নির্মাতা হিসেবে কাজ করলেন । এর আগে তিনি ছিলেন একজন সফল সাংবাদিক । তিনি জিনিয়া সেন । তবে জিনিয়ার আরও একটি পরিচয় আছে । পরিচালক-অভিনেতা-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী তিনি । নারীদিবস উপলক্ষ্যে আগামী 6 মার্চ মুক্তি পেতে চলেছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং সেই ছবিরই গল্প এবং চিত্রনাট্য জিনিয়ার ।

ব্রহ্মা জানেন গোপন কম্মটি
ব্রহ্মা জানেন গোপন কম্মটি
author img

By

Published : Feb 13, 2020, 2:19 PM IST

কলকাতা : 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র ট্রেলার ইতিমধ্য়েই সাড়া ফেলে দিয়ছে দর্শক মহলে । অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল গল্প এক মহিলা পুরোহিতে জীবন নিয়ে আবর্তিত । মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী । একেবারে নতুন রূপে পাওয়া গেছে তাঁকেও । ছবির কনসেপ্ট, কাস্ট, প্রেজ়েন্টেশন সবকিছুতেই একটা ফ্রেশনেসের আস্বাদ পাচ্ছেন দর্শক । তবে কী ভেবে, কোন কারণে এইরকম একটা গল্প বলার ইচ্ছে হল জিনিয়ার ?

তিনি ETV ভারত সিতারাকে বললেন, "2018 সালে শবরীমালা মন্দিরের উপর সুপ্রিম কোর্টের যে ব্যান ছিল, সেটা তুলে নেওয়া হয় । জানা যায় মহিলারা সসম্মানে শবরীমালা মন্দিরে যেতে পারে । আমি পাঠক হিসেবে এই ব্যাপারটা নিয়ে খুব পড়াশোনা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম কারা মন্দিরে ঢুকতে পারবেন না । দেখেছিলাম ১০-৫০ বছরের মহিলারা সেখানে ঢুকতে পারবেন না । যার মানে, ঋতুমতী মহিলারা মন্দিরে অ্যালাউড নয়। তবে শুধু শবরীমালা নয়, ভারতের বিভিন্ন জায়গায় মাসিক চলাকালীন মহিলারা মন্দিরে ঢুকতে পারেন না । আমি নিজের বাড়িতেই সরস্বতী পুজো দিতে পারিনি মাসিক হওয়ার কারণে ।"

তারপরেই জিনিয়ার মনে হয় যে, এই গল্পটা বলা প্রয়োজন । নিজের মা বা শাশুড়িকে এই নিয়মের ভিত্তিহীনতা সরাসরি বোঝাতে পারেননি তিনি, তাই চেষ্টা করেছেন এই ছবির মাধ্যমে একটা ডায়লগ তৈরি করতে । ছবির মাধ্যমেই জিনিয়া চেয়েছেন তাঁর মা বা শাশুড়ির মতো অনেক মানুষের সঙ্গে একসঙ্গে যোগাযোগ স্থাপন করতে, সামাজিক বার্তা দিতে ।

কথায় কথায় জিনিয়া এটাও জানালেন যে, শিবপ্রসাদ খুব সমর্থন করেন তাঁর এই কাজে । তবে দু'জনের ঝগড়াও কম হয় না । আর সবথেকে বেশি ধন্যবাদ জানালেন তিনি নন্দিতা রায়কে, যিনি সব মুহূর্তে স্তম্ভের মতো দাঁড়িয়েছিলেন জিনিয়ার পাশে । নারী দিবসে মুক্তি পাবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । দিনটি সেলিব্রেট করার জন্য এর থেকে ভালো উদ্যোগ আর কী হতে পারে ?

ভিডিয়োয় শুনে নিন জিনিয়া সেনের বক্তব্য...

দেখে নিন ভি়ডিয়ো

কলকাতা : 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র ট্রেলার ইতিমধ্য়েই সাড়া ফেলে দিয়ছে দর্শক মহলে । অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল গল্প এক মহিলা পুরোহিতে জীবন নিয়ে আবর্তিত । মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী । একেবারে নতুন রূপে পাওয়া গেছে তাঁকেও । ছবির কনসেপ্ট, কাস্ট, প্রেজ়েন্টেশন সবকিছুতেই একটা ফ্রেশনেসের আস্বাদ পাচ্ছেন দর্শক । তবে কী ভেবে, কোন কারণে এইরকম একটা গল্প বলার ইচ্ছে হল জিনিয়ার ?

তিনি ETV ভারত সিতারাকে বললেন, "2018 সালে শবরীমালা মন্দিরের উপর সুপ্রিম কোর্টের যে ব্যান ছিল, সেটা তুলে নেওয়া হয় । জানা যায় মহিলারা সসম্মানে শবরীমালা মন্দিরে যেতে পারে । আমি পাঠক হিসেবে এই ব্যাপারটা নিয়ে খুব পড়াশোনা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম কারা মন্দিরে ঢুকতে পারবেন না । দেখেছিলাম ১০-৫০ বছরের মহিলারা সেখানে ঢুকতে পারবেন না । যার মানে, ঋতুমতী মহিলারা মন্দিরে অ্যালাউড নয়। তবে শুধু শবরীমালা নয়, ভারতের বিভিন্ন জায়গায় মাসিক চলাকালীন মহিলারা মন্দিরে ঢুকতে পারেন না । আমি নিজের বাড়িতেই সরস্বতী পুজো দিতে পারিনি মাসিক হওয়ার কারণে ।"

তারপরেই জিনিয়ার মনে হয় যে, এই গল্পটা বলা প্রয়োজন । নিজের মা বা শাশুড়িকে এই নিয়মের ভিত্তিহীনতা সরাসরি বোঝাতে পারেননি তিনি, তাই চেষ্টা করেছেন এই ছবির মাধ্যমে একটা ডায়লগ তৈরি করতে । ছবির মাধ্যমেই জিনিয়া চেয়েছেন তাঁর মা বা শাশুড়ির মতো অনেক মানুষের সঙ্গে একসঙ্গে যোগাযোগ স্থাপন করতে, সামাজিক বার্তা দিতে ।

কথায় কথায় জিনিয়া এটাও জানালেন যে, শিবপ্রসাদ খুব সমর্থন করেন তাঁর এই কাজে । তবে দু'জনের ঝগড়াও কম হয় না । আর সবথেকে বেশি ধন্যবাদ জানালেন তিনি নন্দিতা রায়কে, যিনি সব মুহূর্তে স্তম্ভের মতো দাঁড়িয়েছিলেন জিনিয়ার পাশে । নারী দিবসে মুক্তি পাবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । দিনটি সেলিব্রেট করার জন্য এর থেকে ভালো উদ্যোগ আর কী হতে পারে ?

ভিডিয়োয় শুনে নিন জিনিয়া সেনের বক্তব্য...

দেখে নিন ভি়ডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.