ETV Bharat / sitara

ফের সৌমিত্র-অপর্ণা জুটি, মুক্তি পেল 'বহমান' - অপর্ণা সেন

বড় পরদায় সৌমিত্র চ্যাটার্জি ও অপর্ণা সেনের কেমিস্ট্রি অবশ্যই একটি ভিজ়ুয়াল ট্রিট। 'বসু পরিবার'-এর সাফল্যের পর আবারও তাঁরা একসঙ্গে। মুক্তি পেল 'বহমান'।

Bohoman bengali film
Bohoman bengali film
author img

By

Published : Nov 30, 2019, 12:56 PM IST

কলকাতা : অনুমিতা দাশগুপ্তের পরিচালনায় তৈরি ছবি 'বহমান'। সিঙ্গল মাদারহুডকে কেন্দ্র করে সিনেমার প্রেক্ষাপট। আজকের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক বিষয়টা। সৌমিত্র-অপর্ণা ছাড়াও এই ছবিতে রয়েছেন ব্রাত্য বসু ও অর্পিতা চ্যাটার্জি। ছবির প্রিমিয়ারে ETV ভারত সিতারা।

শারীরিক অসুস্থতার কারণে আজকাল নিজের কোনও ছবির প্রিমিয়ারেই উপস্থিত থাকেন না সৌমিত্র। অন্য়দিকে ব্যক্তিগত কাজে স্পেনে থাকার জন্য অপর্ণাও আসতে পারেননি প্রিমিয়ারে। তবে উপস্থিত ছিলেন অর্পিতা চ্যাটার্জি।

Bohoman bengali film
পরিচালকের সঙ্গে...

অর্পিতা বললেন, "সিনেমা তৈরি করার প্রধান কারণ দর্শককে এন্টারটেন করা। এর পিছনে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে। তাই কোনও রিভিউ পড়ে, অন্য কারো মুখে শুনে বা টেলিভিশনে আসার অপেক্ষায় বসে না থেকে সিনেমা হলে এসে দেখুন ছবিটা। সিনেমাটা খারাপ না লাগার সম্ভাবনাই বেশি।"

পরিচালক বললেন, "খুব টেনশনে রয়েছি। তবে প্রথম দিকে যারা ছবি দেখেছেন তাদের প্রতিক্রিয়া ভালো।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : অনুমিতা দাশগুপ্তের পরিচালনায় তৈরি ছবি 'বহমান'। সিঙ্গল মাদারহুডকে কেন্দ্র করে সিনেমার প্রেক্ষাপট। আজকের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক বিষয়টা। সৌমিত্র-অপর্ণা ছাড়াও এই ছবিতে রয়েছেন ব্রাত্য বসু ও অর্পিতা চ্যাটার্জি। ছবির প্রিমিয়ারে ETV ভারত সিতারা।

শারীরিক অসুস্থতার কারণে আজকাল নিজের কোনও ছবির প্রিমিয়ারেই উপস্থিত থাকেন না সৌমিত্র। অন্য়দিকে ব্যক্তিগত কাজে স্পেনে থাকার জন্য অপর্ণাও আসতে পারেননি প্রিমিয়ারে। তবে উপস্থিত ছিলেন অর্পিতা চ্যাটার্জি।

Bohoman bengali film
পরিচালকের সঙ্গে...

অর্পিতা বললেন, "সিনেমা তৈরি করার প্রধান কারণ দর্শককে এন্টারটেন করা। এর পিছনে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে। তাই কোনও রিভিউ পড়ে, অন্য কারো মুখে শুনে বা টেলিভিশনে আসার অপেক্ষায় বসে না থেকে সিনেমা হলে এসে দেখুন ছবিটা। সিনেমাটা খারাপ না লাগার সম্ভাবনাই বেশি।"

পরিচালক বললেন, "খুব টেনশনে রয়েছি। তবে প্রথম দিকে যারা ছবি দেখেছেন তাদের প্রতিক্রিয়া ভালো।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন অভিনীত বহমান।ছবির পরিচালক অনুমিতা দাশগুপ্ত। গল্পের প্রেক্ষাপট প্রেম-ভালোবাসা সম্পর্কের ফাটল এবং অবশ্যই একে অপরের সম্পর্কের টানাপোড়েন কে কেন্দ্র করে। ছবিতে সৌমিত্র-অপর্ণা ছাড়াও রয়েছেন ব্রাত্য বসু এবং অর্পিতা চট্টোপাধ্যায়। অনেকদিন বাদে আবার একসঙ্গে পর্দায় জুটি হিসেবে আবির্ভাব ঘটল অপর্ণা সৌমিত্রর।


Body:এদিন দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ার শো উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের পাশাপাশি অন্যান্য অতিথিরা। যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক কারণে এখন আর সেভাবে কোন ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকেন না তাই তিনি আজও আসেননি। এছাড়া অপর্ণা সেন কিছু ব্যক্তিগত কাজে স্পেনে থাকায় তিনি ও আসতে পারেননি। তবে এদিনের প্রিমিয়ারে উপস্থিত হয়ে অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি জানালেন, আমাদের একটা ছবিতে কাজ করার পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, তাই কোন রিভিউ পড়ে বা কারোর মুখে কোন কিছু না শুনে সরাসরি হলে এসে ছবিটা দেখুন। ছবিটা দেখে কারো খারাপ লাগার সম্ভাবনা খুবই কম কারণ,সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন যাদের রোমান্স দেখে আমরা বড় হয়েছি তারা ফের একবার এত বছর পর বড় পর্দায় রোমান্স করতে দেখা যাবে, যেটা আমাদের কাছে একটা বড় পাওনা। আর আমি আর ব্রাত্য বসু এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলাম"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.