কলকাতা : অনুমিতা দাশগুপ্তের পরিচালনায় তৈরি ছবি 'বহমান'। সিঙ্গল মাদারহুডকে কেন্দ্র করে সিনেমার প্রেক্ষাপট। আজকের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক বিষয়টা। সৌমিত্র-অপর্ণা ছাড়াও এই ছবিতে রয়েছেন ব্রাত্য বসু ও অর্পিতা চ্যাটার্জি। ছবির প্রিমিয়ারে ETV ভারত সিতারা।
শারীরিক অসুস্থতার কারণে আজকাল নিজের কোনও ছবির প্রিমিয়ারেই উপস্থিত থাকেন না সৌমিত্র। অন্য়দিকে ব্যক্তিগত কাজে স্পেনে থাকার জন্য অপর্ণাও আসতে পারেননি প্রিমিয়ারে। তবে উপস্থিত ছিলেন অর্পিতা চ্যাটার্জি।
অর্পিতা বললেন, "সিনেমা তৈরি করার প্রধান কারণ দর্শককে এন্টারটেন করা। এর পিছনে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে। তাই কোনও রিভিউ পড়ে, অন্য কারো মুখে শুনে বা টেলিভিশনে আসার অপেক্ষায় বসে না থেকে সিনেমা হলে এসে দেখুন ছবিটা। সিনেমাটা খারাপ না লাগার সম্ভাবনাই বেশি।"
পরিচালক বললেন, "খুব টেনশনে রয়েছি। তবে প্রথম দিকে যারা ছবি দেখেছেন তাদের প্রতিক্রিয়া ভালো।"
দেখে নিন ভিডিয়ো...