ETV Bharat / sitara

বর্ষালী বলছেন 'বাকি এখনও দুই' - Barshaali Chatterjee latest news

তরুণী পরিচালক বর্ষালী চ্যাটার্জি তাঁর নতুন ছবির কাজ শেষ করলেন সম্প্রতি। ছবির নাম 'বাকি এখনও দুই'। বেশ গুরুগম্ভীর একটি বিষয়কে কেন্দ্র করে সেই ছবি, যেখানে রয়েছে প্রেম, প্রতিশোধ এবং সামাজিক অবক্ষয়ের কাহিনি। ছবি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বর্ষালী শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে।

Bengali film by young director
Bengali film by young director
author img

By

Published : Dec 30, 2019, 8:51 PM IST

Updated : Dec 30, 2019, 11:56 PM IST

কলকাতা : বরাবরই খুব গুরুগম্ভীর বিষয়বস্তু নিয়ে ছবি করেন বর্ষালী। তাঁর প্রথম ছবি ছিল 'জেনানা', যা তিনি তৈরি করেছিলেন বৃহন্নলাদের জীবনকে কেন্দ্র করে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। দেশ-বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে গিয়েছিল ছবিটি। নতুন বছরেও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে বর্ষালীর। তার মধ্যে অন্যতম 'বাকি এখনও দুই' ।

বর্ষালী যখন ছবির শুটিং করছিলেন, ঠিক সেইসময়েই তেলেঙ্গানায় ঘটে যায় দিশা গণধর্ষণ এবং পুড়িয়ে হত্যা করার নক্কারজনক ঘটনা। কাকতালীয়ভাবে বর্ষালীর ছবির চিত্রনাট্যর সঙ্গে সেটা মিলে যায়। এই বিষয়ে বর্ষালী আমাদের বলেন, "আমার ছবির শুটিংয়ের আগে আগেই তেলাঙ্গানায় সেই ভয়াবহ ঘটনাটি ঘটে। আমাদের সকলকেই খুব নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা। ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনা আমার গল্পের প্লটেও রয়েছে ।"

Bengali film by young director
শুটিংয়ের মুহূর্তে অভিনেত্রী

কাস্টিং নিয়ে বর্ষালী আমাদের বলেন, "ছবিতে কোনও বড় আর্টিস্টকে নিয়ে আমি কাজ করিনি। সবাই নতুন মুখ। এটা আমি খুব জেনে-বুঝে ইচ্ছা করে করেছি। তার একটাই কারণ, এই যে আনাচে-কানাচে এত ক্রাইম হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, নানা ঘটনা ঘটে যাচ্ছে তারা কিন্তু কেউই আমাদের পরিচিত নয়। আমার-আপনার ঘরের ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে না। যারা অপরিচিত, তারাই করে। আর যদি কোনও পরিচিত মুখ কিংবা স্টার এই ধরনের চরিত্র করেন, তাহলে তাঁদের গতি পরিধিগুলো আমরা জাজ করতে পারব। কিন্তু কোনও অপরিচিত মুখ দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তার কারণ ক্রিমিনাল কখনও পরিচিত হতে পারে না । আমি তাই ফ্রেশার নিয়েছি।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5542127_barshaali-2.jpg
জোরকদমে চলছে শুটিং

'বাকি এখনও দুই' ছবির বিষয়বস্তু ও গল্প বর্ষালীর। পরিচালক এবং DOP-র কাজও বর্ষালী নিজেই করেন। কলকাতা জুড়েই হয়েছে ছবির শুটিং। শুটিংয়ের জন্য এমন অঞ্চল বাছা হয়েছিল, যা দেখে মনে হবে কলকাতা শহরের বাইরে শুট করা। মূলত বাজেটের কারণেই বর্ষালী কলকাতার বাইরে যেতে পারেননি। বর্ষালী বেছে নিয়েছিলেন বাটানগর রিভারসাইড, একরা, বেহালার মতো জায়গায় শুটিং হয়েছে। ছবিতে ১৯টি চরিত্র রয়েছে। মূলচরিত্রে অভিনয় করেছেন তিনজন, টুয়া সরকার, স্বরাজ ব্রিগেঞ্জা, সন্দীপ ভট্টাচার্য। ছবির সংগীত করেছেন শান্তনু ঘোষ।

দেখে নিন শুটিংয়ের মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : বরাবরই খুব গুরুগম্ভীর বিষয়বস্তু নিয়ে ছবি করেন বর্ষালী। তাঁর প্রথম ছবি ছিল 'জেনানা', যা তিনি তৈরি করেছিলেন বৃহন্নলাদের জীবনকে কেন্দ্র করে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। দেশ-বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে গিয়েছিল ছবিটি। নতুন বছরেও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে বর্ষালীর। তার মধ্যে অন্যতম 'বাকি এখনও দুই' ।

বর্ষালী যখন ছবির শুটিং করছিলেন, ঠিক সেইসময়েই তেলেঙ্গানায় ঘটে যায় দিশা গণধর্ষণ এবং পুড়িয়ে হত্যা করার নক্কারজনক ঘটনা। কাকতালীয়ভাবে বর্ষালীর ছবির চিত্রনাট্যর সঙ্গে সেটা মিলে যায়। এই বিষয়ে বর্ষালী আমাদের বলেন, "আমার ছবির শুটিংয়ের আগে আগেই তেলাঙ্গানায় সেই ভয়াবহ ঘটনাটি ঘটে। আমাদের সকলকেই খুব নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা। ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনা আমার গল্পের প্লটেও রয়েছে ।"

Bengali film by young director
শুটিংয়ের মুহূর্তে অভিনেত্রী

কাস্টিং নিয়ে বর্ষালী আমাদের বলেন, "ছবিতে কোনও বড় আর্টিস্টকে নিয়ে আমি কাজ করিনি। সবাই নতুন মুখ। এটা আমি খুব জেনে-বুঝে ইচ্ছা করে করেছি। তার একটাই কারণ, এই যে আনাচে-কানাচে এত ক্রাইম হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, নানা ঘটনা ঘটে যাচ্ছে তারা কিন্তু কেউই আমাদের পরিচিত নয়। আমার-আপনার ঘরের ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে না। যারা অপরিচিত, তারাই করে। আর যদি কোনও পরিচিত মুখ কিংবা স্টার এই ধরনের চরিত্র করেন, তাহলে তাঁদের গতি পরিধিগুলো আমরা জাজ করতে পারব। কিন্তু কোনও অপরিচিত মুখ দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তার কারণ ক্রিমিনাল কখনও পরিচিত হতে পারে না । আমি তাই ফ্রেশার নিয়েছি।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5542127_barshaali-2.jpg
জোরকদমে চলছে শুটিং

'বাকি এখনও দুই' ছবির বিষয়বস্তু ও গল্প বর্ষালীর। পরিচালক এবং DOP-র কাজও বর্ষালী নিজেই করেন। কলকাতা জুড়েই হয়েছে ছবির শুটিং। শুটিংয়ের জন্য এমন অঞ্চল বাছা হয়েছিল, যা দেখে মনে হবে কলকাতা শহরের বাইরে শুট করা। মূলত বাজেটের কারণেই বর্ষালী কলকাতার বাইরে যেতে পারেননি। বর্ষালী বেছে নিয়েছিলেন বাটানগর রিভারসাইড, একরা, বেহালার মতো জায়গায় শুটিং হয়েছে। ছবিতে ১৯টি চরিত্র রয়েছে। মূলচরিত্রে অভিনয় করেছেন তিনজন, টুয়া সরকার, স্বরাজ ব্রিগেঞ্জা, সন্দীপ ভট্টাচার্য। ছবির সংগীত করেছেন শান্তনু ঘোষ।

দেখে নিন শুটিংয়ের মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো...
Intro:তরুণী পরিচালক বর্ষালী চ্যাটার্জি তাঁর নতুন ছবির কাজ শেষ করলেন সম্প্রতি। ছবির নাম 'বাকি এখনও দুই'। বরাবরই খুব গুরুগম্ভীর বিষয়বস্তু নিয়ে ছবি করেন বর্ষালী। তাঁর প্রথম ছবি হিসেবে মুক্তি পেয়েছিল 'জেনানা', যা তিনি তৈরি করেছিলেন বৃহন্নলাদের জীবনকে কেন্দ্র করে। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। দেশ-বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে গিয়েছিল ছবিটি। বর্ষালীর নতুন ছবি 'বাকি এখনও দুই' তেমনই গুরুগম্ভীর একটি বিষয়কে কেন্দ্র করে। সেখানে রয়েছে প্রেম, প্রতিশোধ এবং সামাজিক অবক্ষয়ের কাহিনি। ছবি প্রযোজনা করছেন কল্পনা চ্যাটার্জি, সোমনাথ কয়াল, স্টার ফিল্মস। ছবি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বর্ষালী প্রথম শেয়ার করেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:বর্ষালী আমাদের বললেন, "এটা আমার থ্রিলার ফিচার ফিল্ম। গল্পে রয়েছে অসংখ্য টুইস্ট। গল্পের হালকা করে যদি বিবরণী দিতে হয়, তাহলে বলি যে একজন ভদ্রমহিলা, তার বাড়িতে একটি কাজের মেয়ে এক ড্রাইভারকে নিয়ে থাকে। সেখানে ড্রাইভার ও কাজের মেয়ের সঙ্গে প্রেম আছে। একদিন গাড়িতে করে যাওয়ার সময়, মেয়েটিকে বিয়ের প্রস্তাব তুলতেই, ড্রাইভার একটু অন্য মনস্ক হয় এবং সেই মুহূর্তে একটি গাড়ির সামনে চলে আসে এবং দুর্ঘটনা ঘটে যায়। তারপর যথারীতি মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে সকলে। দেখা যায় মেয়েটির শরীরে ব্যথা পাওয়ার নিয়ে কোনও উদ্বেগ নেই। বরং তাদের কাছে লিফট চায়। মেয়েটি হালতু বলে একটি যাওয়ার জন্য অনুরোধ করে। এই ভদ্রমহিলাও তার ড্রাইভারের সঙ্গে সেই পথেই যাচ্ছিলেন। তাই জন্য মেয়েটিকে তারা লিফট দিতে গাড়িতে তোলে। এই শুরু হয় জার্নি। মেয়েটিকে গাড়িতে তোলার পরে তার ভাবমূর্তি পাল্টে যায়। মিটি কখনও হাসে, কখনও কাঁদে, চিৎকার করে, শাসায়। একটা সময় তিতিবিরক্ত হয়ে সকলে। গন্তব্যে পৌঁছানোর আগেই মেয়েটি নেমে যায় গাড়ি থেকে। তার কাছে ছিল একটি লাগেজ। যেটা সে গাড়িতেই ফেলে যায়। খানিকটা যাওয়ার পরই গাড়ির সকলের মনে হয়, গাড়িতে ব্যাগটা পড়েই আছে। ব্যাগটা তারা জমা দিতে যায় লোকাল থানায়। এবার সেই থানায় চলছে একটি মর্মান্তিক ঘটনার সমাধান। যেমন কিছুদিন আগেই পাওয়া গিয়েছিল চত্য খায়ের কাটা মাংসের টুকরোর ব্যাগ। সেই থানায় চলছে পঞ্চু মিসিং কেস। এই নিয়ে যখন থানা ব্যস্ত, সেই মুহূর্তেই সকলে হাজির হয় থানায়, সেই ব্যক্তি নিয়ে। যেই ব্যাগে খুঁজে পাওয়া যায় কাটা মাংস। যেটি কিনা মানুষের। সেই মেয়েটিকে চেখে পাওয়া যায়, মেয়েটি আসলে মৃত। প্রায় এক বছর আগে একটি মর্মান্তিক ধর্ষণকাণ্ডে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়। যারা ধর্ষণ এবং খুনি, তারা এত সন্তর্পনে প্রমাণ লোপাট করে, যে তাদের নাগাল পাওয়া মুশকিল ছিল। পুলিশ কেসটিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। ঠিক সেই মুহূর্তেই এই খুনগুলো চলতে থাকে। মেয়েটির মৃত জানার পর গল্প অন্যদিকে মোড় নেয়। প্রশ্ন উঠতে থাকে তাহলে কি মেয়েটি ভূত হয়ে এসেছে? ভূত কীভাবে প্রতিশোধ নিতে আসতে পারে, এটা তো বাস্তব নয়! প্রশ্ন উত্তর থাকে, তাহলে মাডার করছে কে? এইখান থেকে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। বাকিটা আর বলব না, এটুকুই থাক।"

নতুন বছরে বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে বর্ষালীর। তিনি আমাদের বলেন, "গল্পের বাইরে যদি বলতে হয়, 'জেনানা' ছবিতে আমি অনেক বড় বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করেছিলাম। ২০২০তে আমার বেশ কয়েকটি ছবি রিলিজ করবে। হিন্দি ছবি 'দা ডার্লিং ওয়াইফ' এবং বাংলা ছবি 'ব্ল্যাক ডে'। 'বাকি এখনও দুই' গরমের ছুটিতে রিলিজ করবে।"

বর্ষালী যখন ছবির শুটিং করছিলেন, ঠিক সেইসময় এতেই তেলেঙ্গানায় ঘটে যায় প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ এবং তাঁকে পুড়িয়ে হত্যা করার নক্কারজনক ঘটনা। কোথাও কাকতালীয়ভাবে বর্ষালীর ছবির চিত্রনাট্যর সঙ্গে সেটা মিলে যায়। এবিষয়ে বর্ষালী আমাদের বলেন, "
আমার ছবির শুটিংয়ের আগে আগে একটি ঘটনাও ঘটে যায়। যেটা কিনা তেলেঙ্গানার প্রিয়াঙ্কার রেড্ডির দুর্ঘটনা। সেটা আমাদের সকলকেই খুব নাড়িয়ে দিয়েছে। আমার গল্পের সঙ্গে সেটার মিলও পাওয়া যায়। ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনা। প্রিয়াঙ্কার সঙ্গেও একই ঘটনা ঘটে।"

কাস্টিং নিয়ে বর্ষালী আমাদের বলেন, "ছবিতে কোনও বড় আর্টিস্টকে নিয়ে আমি কাজ করিনি। সবাই নতুন মুখ। এটা আমি খুব জেনে-বুঝে ইচ্ছা করে করেছি। তার একটাই কারণ, এই যে আনাচে-কানাচে এত ক্রাইম হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, নানা ঘটনা ঘটে যাচ্ছে তারা কিন্তু কেউই আমাদের পরিচিত নয়। আমার-আপনার ঘরের ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে না। যারা অপরিচিত, তারাই করে। আর যদি কোনও পরিচিত মুখ কিংবা স্টার এই ধরনের চরিত্র করেন, তাহলে তাঁদের গতিপরিধিগুলো আমরা জজ করতে পারব। বহু ছবিতে তাঁদের আমরা দেখে আসছি তাই। কিন্তু কোনও অপরিচিত মুখ দর্শকের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য হবে। তার কারণ ক্রিমিনাল কখনও পরিচিত হতে পারে না। আমার গল্পে একটি সংলাপ আছে, "মানুষ বলে মানুষজাতির অপমান করো না। মানুষের বাইরেও একটি জাতি আছে, যাকে আমরা ক্রিমিনাল জাতি বলি, যারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে ক্রমশ তাদের নিদর্শন বাড়িয়েই চলেছে।" সুতরাং, সেই ক্রিমিনাল জাতি কখনওই পরিচিত হতে পারে না। আমি তাই ফ্রেশার নিয়েছি। আমি তাদের দেখেছি। মনেই হবে না তারা নতুন কাজ করছে এবং ফাস্ট টাইম অ্যাক্টর।"

'বাকি এখনও দুই' ছবির বিষয়বস্তু ও গল্প বর্ষালীর। পরিচালক এবং DOP'র কাজও বর্ষালী নিজেই করেন। কলকাতাজুড়েই হয়েছে ছবির শুটিং। শুটিংয়ের জন্য এমন অঞ্চল বাছা হয়েছিল, যা দেখে মনে হবে কলকাতা শহরের বাইরে শুট করা। মূলত বাজেটের কারণেই বর্ষালী কলকাতার বাইরে যেতে পারেননি। বর্ষালী বেছে নিয়েছিলেন বাটানগর রিভারসাইড, একরা, বেহালার মতো জায়গায় শুটিং হয়েছে। ছবিতে ১৯টি চরিত্র আছে। মূলচরিত্রে অভিনয় করেছেন তিনজন, টুয়া সরকার, স্বরাজ ব্রিগেঞ্জা, সন্দীপ ভট্টাচার্য। ছবির সংগীত করেছেন শান্তনু ঘোষ।


Conclusion:
Last Updated : Dec 30, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.