ETV Bharat / sitara

অন্যরকম দীপাবলি, সারমেয়দের রক্ষায় সরব শ্রীলেখা - Sreelekha Mitra diwali wish on youtube

শ্রীলেখার জীবনে একমাত্র পুরুষ কে জানেন? তিনি চিন্তামণি মিত্র। শ্রীলেখার ছেলে, শ্রীলেখার পোষ্য, শ্রীলেখার চোখের মণি। এই দীপাবলিতে চিন্তামণির মতো অসংখ্য সারমেয়র উদ্দেশ্যে বার্তা দিলেন শ্রীলেখা।

Sreelekha Mitra diwali wish for dogs
author img

By

Published : Oct 26, 2019, 4:54 PM IST

কলকাতা : দীপাবলিতে বাজি ফাটানোর বিরুদ্ধে গলা তুলেছেন অনেকে। শব্দবাজি ফাটানোর অপকারিতা সম্পর্কে সচেতন করেছেন অনেকেই। সেই অনেকের তালিকাতে যুক্ত হল শ্রীলেখার নাম। তাঁর ইউটিউব চ্যানেলের লেটেস্ট ভিডিয়োটা এই প্রসঙ্গেই।

Sreelekha Mitra diwali wish for dogs
চিন্তামণি...

শব্দবাজি ফাটানোর ফলে শব্দদূষণ তো হয়ই, সঙ্গে হয় আরও একটা ক্ষতি। আমাদের চারপাশে থাকা অন্যান্য পশুপ্রাণীরা খুবই আতঙ্কিত হয় পড়ে এই শব্দবাজির শব্দে। ঠিক যেমন হয় শ্রীলেখার চিন্তামণির ক্ষেত্রে। চিন্তামণি যাতে ভয় না পায়, সেই কারণে অভিনেত্রীর প্রতি বছরের দীপাবলি কাটে বাড়িতেই। তাঁর 'ছেলে'-র কানে তুলো গুঁজে সমস্ত আওয়াজ থেকে তাকে রক্ষা করাই এই সময়ের প্রধান কাজ হয়ে ওঠে শ্রীলেখার।

কিন্তু, যে সমস্ত সারমেয়র কাছে শ্রীলেখার মতো মা নেই? তাদের কী হবে ? এই প্রশ্ন করেই ভিডিয়োটা শেষ করেছেন শ্রীলেখা। তাঁর ভিডিয়ো কি কোনও সচেতনতা তৈরি করতে পারবে? উত্তর দেবে সময়।

দেখে নিন ভিডিয়োটা...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : দীপাবলিতে বাজি ফাটানোর বিরুদ্ধে গলা তুলেছেন অনেকে। শব্দবাজি ফাটানোর অপকারিতা সম্পর্কে সচেতন করেছেন অনেকেই। সেই অনেকের তালিকাতে যুক্ত হল শ্রীলেখার নাম। তাঁর ইউটিউব চ্যানেলের লেটেস্ট ভিডিয়োটা এই প্রসঙ্গেই।

Sreelekha Mitra diwali wish for dogs
চিন্তামণি...

শব্দবাজি ফাটানোর ফলে শব্দদূষণ তো হয়ই, সঙ্গে হয় আরও একটা ক্ষতি। আমাদের চারপাশে থাকা অন্যান্য পশুপ্রাণীরা খুবই আতঙ্কিত হয় পড়ে এই শব্দবাজির শব্দে। ঠিক যেমন হয় শ্রীলেখার চিন্তামণির ক্ষেত্রে। চিন্তামণি যাতে ভয় না পায়, সেই কারণে অভিনেত্রীর প্রতি বছরের দীপাবলি কাটে বাড়িতেই। তাঁর 'ছেলে'-র কানে তুলো গুঁজে সমস্ত আওয়াজ থেকে তাকে রক্ষা করাই এই সময়ের প্রধান কাজ হয়ে ওঠে শ্রীলেখার।

কিন্তু, যে সমস্ত সারমেয়র কাছে শ্রীলেখার মতো মা নেই? তাদের কী হবে ? এই প্রশ্ন করেই ভিডিয়োটা শেষ করেছেন শ্রীলেখা। তাঁর ভিডিয়ো কি কোনও সচেতনতা তৈরি করতে পারবে? উত্তর দেবে সময়।

দেখে নিন ভিডিয়োটা...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:চিন্তামণি মিত্র। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর ভক্তরা সকলেই এনাকে চেনেন। ইনি কিন্তু আমাদের মতো হোমোসেপিয়েন নন। ইনি একজন সারমেয়। শ্রীলেখার নয়নের মণি, যাকে নিজের পুত্র হিসেবে কাছে টেনে নিয়েছেন অভিনেত্রী। কেবলমাত্র চিন্তামণি এবং তার মতো অন্যান্য সারমেয়দের জন্যই নিজের ইউটিউব চ্যানেল, 'আমি শ্রীলেখা'তে দীপাবলি উপলক্ষে একটি বিশেষ ভিডিও আপলোড করেছেন শ্রীলেখা।


Body:দীপাবলির সময় চতুর্দিকে যেমন জ্বলতে থাকে আলো, আমাদের বারান্দায়, এমনকী ঘরের মধ্যেও জ্বলে ওঠে টুনি বাল্ব, সমানতালে ফাটতে থাকে বাজি, তুমুল আওয়াজ হতে থাকে চারদিকে। এতে সবচেয়ে বেশি আতঙ্কে ভুগতে থাকে আমাদের বাড়ির চার পায়ের পোষ্যরা। আরও সমস্যায় থাকে সেসব সারমেয়রা, যারা ঘর পায়নি। রাস্তাই যাদের বাড়িঘর।




Conclusion:তাই কেবলমাত্র সারমেয়দের কথা চিন্তা করেই শ্রীলেখা তৈরি করেছেন তাঁর নতুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.