ETV Bharat / sitara

Vikrant Weds Sheetal : সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের জুটি বিক্রান্ত এবং শীতল

বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর দুই অভিনেতা বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুর ( Vikrant Massey Sheetal Thakur wedding ) ৷

Vikrant Massey Weds Sheetal Thakur
বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বলি জুটি বিক্রান্ত এবং শীতল
author img

By

Published : Feb 19, 2022, 3:24 PM IST

Updated : Feb 19, 2022, 3:50 PM IST

ধর্মশালা, 19 ফেব্রুয়ারি: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর ৷ শুক্রবার হিমাচল প্রদেশে পারম্পরিক রীতি মেনে মন বিনিময় সেরে ফেললেন তাঁরা ৷ তাঁদের বিবাহের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সামাজিক মাধ্য়মে (Vikrant Massey Sheetal Thakur wedding pictures)৷

Vikrant Massey Weds Sheetal Thakur
বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর

এই বিশেষ দিনে বিক্রান্ত সেজেছিলেন সাদা শেরওয়ানিতে , আর অন্য়দিকে নববধু শীতলের পরনে ছিল লাল লেহেঙ্গা ৷ বিক্রান্ত এবং শীতল দুজনেই একসঙ্গে পর্দায় এসেছিলেন 'ব্রোকেন বাট বিউটিফুল' নামক একটি ওয়েব সিরিজের প্রথম মরশুমে ৷ কাজের সুত্রের একে অপরের আরও কাছাকাছি চলে আসেন তাঁরা ৷ যদিও তাঁদের মধ্য়ে ডেটিং চলছিল বেশ কয়েক বছর আগে থেকেই ৷ 2019 সালেই বাগদান সেরে ফেলেছিলেন তাঁরা ৷ যদিও কোভিডের কারণে তাঁদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল বেশ কয়েক বছর ৷

Vikrant Massey Weds Sheetal Thakur
বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর

অভিনয়ের কথা বলতে গেলে শেষ দুই বছরে বিক্রান্তকে দেখা গিয়েছে পাঁচটিরও বেশি ছবিতে যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন, তাপসি পান্নু, ভূমি পেডনেকরের মত অভিনেত্রীদের সঙ্গে ৷

Vikrant Massey Weds Sheetal Thakur
শুক্রবার হিমাচল প্রদেশে পারম্পরিক রীতি মেনে মন বিনিময় সেরে ফেললেন তাঁরা

আরও পড়ুন: মধুর ভাণ্ডারকরের হাত ধরে পর্দায় ফিরছেন তামান্না ভাটিয়া, নতুন ছবি 'বাবলি বাউন্সার'

ছোট ছোট রোলে অভিনয় করতে করতে নিজেকে এই জায়গায় তুলে এনেছেন বিক্রান্ত ৷ 'দিল ধড়কনে দো','হাফ গার্লফ্রেন্ড'-এর মত ছবিতে পার্শ্বচরিত্রেও নিজের ছাপ ফেলেছেন ৷ এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'ছপাক'-এ অভিনয়ের সুযোগ আসে ৷

ধর্মশালা, 19 ফেব্রুয়ারি: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর ৷ শুক্রবার হিমাচল প্রদেশে পারম্পরিক রীতি মেনে মন বিনিময় সেরে ফেললেন তাঁরা ৷ তাঁদের বিবাহের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সামাজিক মাধ্য়মে (Vikrant Massey Sheetal Thakur wedding pictures)৷

Vikrant Massey Weds Sheetal Thakur
বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর

এই বিশেষ দিনে বিক্রান্ত সেজেছিলেন সাদা শেরওয়ানিতে , আর অন্য়দিকে নববধু শীতলের পরনে ছিল লাল লেহেঙ্গা ৷ বিক্রান্ত এবং শীতল দুজনেই একসঙ্গে পর্দায় এসেছিলেন 'ব্রোকেন বাট বিউটিফুল' নামক একটি ওয়েব সিরিজের প্রথম মরশুমে ৷ কাজের সুত্রের একে অপরের আরও কাছাকাছি চলে আসেন তাঁরা ৷ যদিও তাঁদের মধ্য়ে ডেটিং চলছিল বেশ কয়েক বছর আগে থেকেই ৷ 2019 সালেই বাগদান সেরে ফেলেছিলেন তাঁরা ৷ যদিও কোভিডের কারণে তাঁদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল বেশ কয়েক বছর ৷

Vikrant Massey Weds Sheetal Thakur
বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর

অভিনয়ের কথা বলতে গেলে শেষ দুই বছরে বিক্রান্তকে দেখা গিয়েছে পাঁচটিরও বেশি ছবিতে যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন, তাপসি পান্নু, ভূমি পেডনেকরের মত অভিনেত্রীদের সঙ্গে ৷

Vikrant Massey Weds Sheetal Thakur
শুক্রবার হিমাচল প্রদেশে পারম্পরিক রীতি মেনে মন বিনিময় সেরে ফেললেন তাঁরা

আরও পড়ুন: মধুর ভাণ্ডারকরের হাত ধরে পর্দায় ফিরছেন তামান্না ভাটিয়া, নতুন ছবি 'বাবলি বাউন্সার'

ছোট ছোট রোলে অভিনয় করতে করতে নিজেকে এই জায়গায় তুলে এনেছেন বিক্রান্ত ৷ 'দিল ধড়কনে দো','হাফ গার্লফ্রেন্ড'-এর মত ছবিতে পার্শ্বচরিত্রেও নিজের ছাপ ফেলেছেন ৷ এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'ছপাক'-এ অভিনয়ের সুযোগ আসে ৷

Last Updated : Feb 19, 2022, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.