ETV Bharat / sitara

Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ? - রাজকীয় প্রবেশ ভিকির

রাজস্থানে 7 থেকে 9 ডিসেম্বর ভিকি কৌশল (Vicky Katrina wedding) ও ক্যাটরিনা ক্যাইফের (vicky and katrina latest news) বিয়ের অনুষ্ঠান ৷ বিয়ের আসরে রাজকীয় ভাবে প্রবেশ (grooms grand entry) করবেন হবু বর (Vicky kaushal wedding entry)৷

vicky-katrina-wedding-grooms-grand-entry-with elaborate baraat is-being-planned
রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে আসবেন ভিকি ?
author img

By

Published : Dec 5, 2021, 4:04 PM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: অপেক্ষার প্রহর গোনা প্রায় শেষ ৷ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ আর সেই মাহেন্দ্রক্ষণের আগে একে একে সামনে আসছে ভিকি কৌশল (vicky kausahl wedding) ও ক্যাটরিনা কাইফের (Vicky Katrina wedding) রাজকীয় বিয়ের আয়োজন ৷ বিয়ের প্রস্তুতি, অতিথিদের তালিকা সব কিছু নিয়েই হাওয়ায় খবর ভাসছে ৷ এবার জানা গেল হবু বর (Vicky kaushal wedding entry) ও বরযাত্রীর সেই বিশেষ দিনে বিয়ের আসরে গ্র্যান্ড এন্ট্রির পরিকল্পনার কথা ৷

এখনও নিজেরা কিছু মুখ ফুটে বলেননি ৷ তবে আট থেকে আশির জানতে বাকি নেই যে, রাজস্থানে 7 থেকে 9 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি ও ক্যাটরিনা (vicky and katrina latest news)৷ সঙ্গীত, মেহেন্দি তারপর বিয়ে - যাবতীয় আচার মেনেই সম্পন্ন হবে শুভবিবাহ ৷

সম্প্রতি খবর মিলেছে যে, বিরাট বরযাত্রী নিয়ে বিয়ের আসরে ধমাকেদার এন্ট্রি হতে চলেছে ভিকি কৌশলের (vicky katrina wedding latest news) ৷ বরযাত্রীদের প্রবেশে (grooms grand entry) রয়েছে বিশেষ চমক ৷ জানা গিয়েছে, সাতটি ঘোড়ার গাড়িতে চড়ে বিবাহ বাসরে পৌঁছবেন হবু বর ৷

vicky-katrina-wedding-grooms-grand-entry-with elaborate baraat is-being-planned
সেজে উঠেছে সিক্স সেন্সেস ফোর্ট

আরও পড়ুন: Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক

বছরখানেক ধরে ভিকি ও ক্যাটরিনার (katrina kaif wedding) ঘনিষ্ঠতা নিয়ে খবর উড়ছে বলিউডে ৷ এ বার সেই সম্পর্ককেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন তারকা জুটি ৷ রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্টে হয়েছে বিয়ের রাজকীয় আয়োজন ৷ পরিবার ও খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরাই সেই বিয়ের সাক্ষী থাকবেন ৷ তবে বলিউডের অন্য়ান্য সহকর্মী বন্ধুদের জন্য ভিকি ও ক্যাট পরে রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে জানা গিয়েছে ৷

vicky-katrina-wedding-grooms-grand-entry-with elaborate baraat is-being-planned
ভিকি ক্যাটের বিয়ের রাজকীয় আয়োজন

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

জানা গিয়েছে যে, অতিথি তালিকায় রয়েছেন 120 জন ৷ করোনা পরিস্থিতিতে বিয়ে ৷ তাই উপস্থিত সবাইকে টিকার দুটো ডোজ নিয়ে নিতে বলা হয়েছে ৷ যাঁদের তা নেওয়া থাকবে না, তাঁদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: অপেক্ষার প্রহর গোনা প্রায় শেষ ৷ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ আর সেই মাহেন্দ্রক্ষণের আগে একে একে সামনে আসছে ভিকি কৌশল (vicky kausahl wedding) ও ক্যাটরিনা কাইফের (Vicky Katrina wedding) রাজকীয় বিয়ের আয়োজন ৷ বিয়ের প্রস্তুতি, অতিথিদের তালিকা সব কিছু নিয়েই হাওয়ায় খবর ভাসছে ৷ এবার জানা গেল হবু বর (Vicky kaushal wedding entry) ও বরযাত্রীর সেই বিশেষ দিনে বিয়ের আসরে গ্র্যান্ড এন্ট্রির পরিকল্পনার কথা ৷

এখনও নিজেরা কিছু মুখ ফুটে বলেননি ৷ তবে আট থেকে আশির জানতে বাকি নেই যে, রাজস্থানে 7 থেকে 9 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি ও ক্যাটরিনা (vicky and katrina latest news)৷ সঙ্গীত, মেহেন্দি তারপর বিয়ে - যাবতীয় আচার মেনেই সম্পন্ন হবে শুভবিবাহ ৷

সম্প্রতি খবর মিলেছে যে, বিরাট বরযাত্রী নিয়ে বিয়ের আসরে ধমাকেদার এন্ট্রি হতে চলেছে ভিকি কৌশলের (vicky katrina wedding latest news) ৷ বরযাত্রীদের প্রবেশে (grooms grand entry) রয়েছে বিশেষ চমক ৷ জানা গিয়েছে, সাতটি ঘোড়ার গাড়িতে চড়ে বিবাহ বাসরে পৌঁছবেন হবু বর ৷

vicky-katrina-wedding-grooms-grand-entry-with elaborate baraat is-being-planned
সেজে উঠেছে সিক্স সেন্সেস ফোর্ট

আরও পড়ুন: Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক

বছরখানেক ধরে ভিকি ও ক্যাটরিনার (katrina kaif wedding) ঘনিষ্ঠতা নিয়ে খবর উড়ছে বলিউডে ৷ এ বার সেই সম্পর্ককেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন তারকা জুটি ৷ রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্টে হয়েছে বিয়ের রাজকীয় আয়োজন ৷ পরিবার ও খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরাই সেই বিয়ের সাক্ষী থাকবেন ৷ তবে বলিউডের অন্য়ান্য সহকর্মী বন্ধুদের জন্য ভিকি ও ক্যাট পরে রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে জানা গিয়েছে ৷

vicky-katrina-wedding-grooms-grand-entry-with elaborate baraat is-being-planned
ভিকি ক্যাটের বিয়ের রাজকীয় আয়োজন

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

জানা গিয়েছে যে, অতিথি তালিকায় রয়েছেন 120 জন ৷ করোনা পরিস্থিতিতে বিয়ে ৷ তাই উপস্থিত সবাইকে টিকার দুটো ডোজ নিয়ে নিতে বলা হয়েছে ৷ যাঁদের তা নেওয়া থাকবে না, তাঁদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.