ETV Bharat / sitara

প্রয়াত মনু মুখোপাধ্যায় - অভিনেতা মনু মুখোপাধ্যায়

বাংলা সিনেমার জগতে ফের শোকের ছায়া । প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায় ।

Manu Mukherjee passes away
Manu Mukherjee passes away
author img

By

Published : Dec 6, 2020, 1:06 PM IST

Updated : Dec 6, 2020, 5:59 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় । আজ সকাল 9টা নাগাদ কসবায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 90 বছর ।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন । তাঁর বড় জামাই জয়ন্ত সর্দার বলেন, হৃদযন্ত্রের সমস্যা ছিল মনু মুখোপাধ্যায়ের ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন মনু মুখোপাধ্যায় । অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়ের কাছের বন্ধু ছিলেন । তরুণবাবু তাঁকে ডাকতেন বুড়ো বলে । "নীল আকাশের নিচে", "অশনি সংকেত", "মৃগয়া", "গণদেবতা", "জয় বাবা ফেলুনাথ", "দাদার কীর্তি", "গণশত্রু"-র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি । নাট্যজগতেও রেখেছেন অভিনয়ের ছাপ ।

অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে তিনি লেখেন, 2015 সালে টেলি সম্মান অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা মনু মুখোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেয় সরকার ।

  • Saddened at the passing away of veteran theatre and film actor Manu Mukherjee. We conferred on him the Lifetime Achievement Award at the Tele-Samman Awards 2015. My condolences to his family, colleagues and admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই চলে গেছেন "ফেলুদা" সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই শোক না কাটতেই এবার চলে গেলেন "মছলিবাবা" । 1930 সালের 1 মার্চ মনু মুখোপাধ্যায়ের জন্ম। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন টেলিভশন সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছেন । সত্যজিৎ রায় পরিচালিত "জয় বাবা ফেলুনাথ" ছাড়াও অভিনয় করেছে মৃণাল সেন পরিচালিত "নীল আকাশের নিচে" ছবিতে ।

অল্প বয়সেই অভিনয় শুরু করেছিলেন মনু মুখোপাধ্যায় । তাঁর প্রথম চরিত্রটি ছিল পাড়ার একটি ক্লাবের নাটকে স্ত্রী-র ভূমিকায়, যা তাঁকে অভিনয় জগতের প্রতি আকৃষ্ট করে ।

1957 সালে তিনি একজন প্রম্পটার হিসেবে যোগদান করেন শ্রীরাঙ্গম থিয়েটারে, যা পরে বিশ্বরূপা মুভি থিয়েটার নামে পরিচিত হয় । ষাটের দশকের শেষের দিকে তিনি সরকারিনা, সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মঞ্চ, রংমহল এবং স্টার থিয়েটারের মতো বিখ্যাত প্রেক্ষাগৃহে কাজ করেন । থিয়েটারে তাঁর প্রথম উল্লেখযোগ্য চরিত্র "ক্ষুধা" নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে । বিখ্যাত তবলাশিল্পী কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায়, যিনি নুটুবাবু বলে বিখ্যাত, তাঁর কাছ তবলার শিক্ষাও নেন তিনি ।

কলকাতা, 6 ডিসেম্বর : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় । আজ সকাল 9টা নাগাদ কসবায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 90 বছর ।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন । তাঁর বড় জামাই জয়ন্ত সর্দার বলেন, হৃদযন্ত্রের সমস্যা ছিল মনু মুখোপাধ্যায়ের ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন মনু মুখোপাধ্যায় । অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়ের কাছের বন্ধু ছিলেন । তরুণবাবু তাঁকে ডাকতেন বুড়ো বলে । "নীল আকাশের নিচে", "অশনি সংকেত", "মৃগয়া", "গণদেবতা", "জয় বাবা ফেলুনাথ", "দাদার কীর্তি", "গণশত্রু"-র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি । নাট্যজগতেও রেখেছেন অভিনয়ের ছাপ ।

অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে তিনি লেখেন, 2015 সালে টেলি সম্মান অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা মনু মুখোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেয় সরকার ।

  • Saddened at the passing away of veteran theatre and film actor Manu Mukherjee. We conferred on him the Lifetime Achievement Award at the Tele-Samman Awards 2015. My condolences to his family, colleagues and admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই চলে গেছেন "ফেলুদা" সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই শোক না কাটতেই এবার চলে গেলেন "মছলিবাবা" । 1930 সালের 1 মার্চ মনু মুখোপাধ্যায়ের জন্ম। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন টেলিভশন সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছেন । সত্যজিৎ রায় পরিচালিত "জয় বাবা ফেলুনাথ" ছাড়াও অভিনয় করেছে মৃণাল সেন পরিচালিত "নীল আকাশের নিচে" ছবিতে ।

অল্প বয়সেই অভিনয় শুরু করেছিলেন মনু মুখোপাধ্যায় । তাঁর প্রথম চরিত্রটি ছিল পাড়ার একটি ক্লাবের নাটকে স্ত্রী-র ভূমিকায়, যা তাঁকে অভিনয় জগতের প্রতি আকৃষ্ট করে ।

1957 সালে তিনি একজন প্রম্পটার হিসেবে যোগদান করেন শ্রীরাঙ্গম থিয়েটারে, যা পরে বিশ্বরূপা মুভি থিয়েটার নামে পরিচিত হয় । ষাটের দশকের শেষের দিকে তিনি সরকারিনা, সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মঞ্চ, রংমহল এবং স্টার থিয়েটারের মতো বিখ্যাত প্রেক্ষাগৃহে কাজ করেন । থিয়েটারে তাঁর প্রথম উল্লেখযোগ্য চরিত্র "ক্ষুধা" নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে । বিখ্যাত তবলাশিল্পী কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায়, যিনি নুটুবাবু বলে বিখ্যাত, তাঁর কাছ তবলার শিক্ষাও নেন তিনি ।

Last Updated : Dec 6, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.