ETV Bharat / sitara

মুক্তির অপেক্ষায় 'ভালো মেয়ে খারাপ মেয়ে'

তমাল দাশগুপ্ত পরিচালিত 'ভালো মেয়ে খারাপ মেয়ে' মুক্তি পেতে চলেছে 13 সেপ্টেম্বর । ছবিতে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত, শিলাজিৎ সহ আরও অনেকে ।

ভালো মেয়ে খারাপ মেয়ে
author img

By

Published : Sep 9, 2019, 7:34 AM IST

কলকাতা : মুক্তি পেতে চলেছে তমাল দাশগুপ্ত পরিচালিত 'ভালো মেয়ে খারাপ মেয়ে' । ছবিটি 13 সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত, শিলাজিৎ, অরিন্দম শীল সহ আরও অনেকে ।

কয়েক বছর আগে কলকাতার এক ডান্স ক্লাবে কাজ করে বাড়ি ফেরার সময় এক মহিলাকে ধর্ষন করা হয় । ঘটনাটি সামনে আসতেই চারিদিকে আলোড়ন পড়ে যায় । এরপর পুলিশ দোষীদের খুঁজে বার করলেও একজন অধরা থেকে যায় । যার সঙ্গে পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর নাম জড়িয়েছিল । সেই ঘটনার বিষয়বস্থুকে কেন্দ্র করেই তৈরি 'ভালো মেয়ে খারাপ মেয়ে' ।

ছবির গল্পে দেখা যাবে, রিয়া নামে একজন মহিলা তার সন্তান ও স্বামী নিয়ে সুখে ঘরসংসার করে । কিন্তু আচমকা একটি রাতের ঘটনা তার জীবনকে পালটে দেয় । নিগৃহীত হয়ে সে পুলিশের কাছে গিয়েও সুবিচার পায় না । আদালতেও তাকে হার স্বীকার করতে হয় । এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়ান শহরের এক বিখ্যাত আইনজীবী । এরপর কী তারা এই মামলায় জয়ী হয় ? উত্তর জানা যাবে ছবিতেই ।

কলকাতা : মুক্তি পেতে চলেছে তমাল দাশগুপ্ত পরিচালিত 'ভালো মেয়ে খারাপ মেয়ে' । ছবিটি 13 সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত, শিলাজিৎ, অরিন্দম শীল সহ আরও অনেকে ।

কয়েক বছর আগে কলকাতার এক ডান্স ক্লাবে কাজ করে বাড়ি ফেরার সময় এক মহিলাকে ধর্ষন করা হয় । ঘটনাটি সামনে আসতেই চারিদিকে আলোড়ন পড়ে যায় । এরপর পুলিশ দোষীদের খুঁজে বার করলেও একজন অধরা থেকে যায় । যার সঙ্গে পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর নাম জড়িয়েছিল । সেই ঘটনার বিষয়বস্থুকে কেন্দ্র করেই তৈরি 'ভালো মেয়ে খারাপ মেয়ে' ।

ছবির গল্পে দেখা যাবে, রিয়া নামে একজন মহিলা তার সন্তান ও স্বামী নিয়ে সুখে ঘরসংসার করে । কিন্তু আচমকা একটি রাতের ঘটনা তার জীবনকে পালটে দেয় । নিগৃহীত হয়ে সে পুলিশের কাছে গিয়েও সুবিচার পায় না । আদালতেও তাকে হার স্বীকার করতে হয় । এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়ান শহরের এক বিখ্যাত আইনজীবী । এরপর কী তারা এই মামলায় জয়ী হয় ? উত্তর জানা যাবে ছবিতেই ।

Intro:মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ভালো মেয়ে মন্দ মেয়ে

অমিত চক্রবর্তী, কলকাতা: আজ থেকে বেশ কয়েক বছর আগে কলকাতার অভিজাত পাক স্টিট চত্বরে এক ডান্স ক্লাব এ কাজ করে বাড়ি ফেরার পথে এক মহিলা কিছু পুরুষের হাতে নিগৃহীত এবং ধর্ষিত হন। ঘটনাটি সামনে আসতেই চারদিকে আলোড়ন সৃষ্টি হয়। এরপর পুলিশ দোষীদের খুঁজে বার করতে পারলেও, একজন বেপাত্তা থাকে।যার সঙ্গে পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক অভিনেত্রীর নাম জড়িয়ে ছিল। সেই ঘটনার বিষয়বস্তুকে কেন্দ্র করেই মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ভালো মেয়ে খারাপ মেয়ে। এই ঘটনার অনেক আগেই লেখিকা সুচিত্রা ভট্টাচার্য ভালো মেয়ে খারাপ মেয়ে নামের একটি কাহিনী লিখেছিলেন। যার বিষয়বস্তু ছিল সমাজের কিছু বড়লোক দের হাতে কিভাবে একজন মহিলা নিগৃহীত হন। এমনই বিষয়কে কেন্দ্র করে পরিচালক কামাল দাসগুপ্ত নিয়ে আসছেন তার নতুন ছবি ভালো মেয়ে খারাপ মেয়ে।

ছবির গল্পে দেখা যাবে,এক মহিলা রিয়া যে তার সন্তান ও স্বামীকে নিয়ে সুখে ঘর-সংসার করছিল। কিন্তু আচমকা একটি রাতের ঘটনা তার জীবনকে ওলট-পালট করে দেয়। নিগৃহীত হয় সে যখন পুলিশের কাছে যায় কিন্তু সুবিচার পায় না।আদাল তেও তাকে হার স্বীকার করতে হয়। ঠিক এই কঠিন পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়ান শহরের এক বিখ্যাত আইনজীবী সমিরন এবং তিনি রিয়ার হয়ে মামলা লরেন। কিন্তু শেষ পর্যন্ত কি বিনা পারিশ্রমিকে এ সমীরণ যে লড়াই রিয়ার জন্য লড়তে এসেছিল,আদৌ জয়লাভ করতে পারবে।নাকি তাকে পরাজয় স্বীকার করতে হবে।সেই সব উত্তর পাওয়া যাবে তমাল দাশগুপ্ত পরিচালিত ভালো মেয়ে খারাপ মেয়ে ছবিতে। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত,শিলাজিৎ অরিন্দম, শীল হ আরো অনেকে। ছবিটি আগামী 13 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.