ETV Bharat / sitara

করোনা আক্রান্ত ঘরবন্দি 'টুম্পা' সুমনা দাসকে এখন কাছে ডাকছে না কেউ - করোনায় আক্রান্ত টুম্পা সোনা

কলকাতায় একটি বাংলাদেশী ছবির শুটিং করছিলেন ৷ তখনই অসুস্থবোধ করেন সুমনা ৷

tumpa famed actress sumana das tests positive for covid 19
tumpa famed actress sumana das tests positive for covid 19
author img

By

Published : May 10, 2021, 9:04 PM IST

কলকাতা, 10 মে : স্বাদহীন পোচ... ৷ বন্ধ ডেটিং ৷ কারণ, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারানটিনে 'টুম্পা' খ্যাত অভিনেত্রী সুমনা দাস ৷ একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন বঙ্গ সেনসেশন টুম্পা সোনা ৷

সুমনা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই কলকাতাতে একটি বাংলাদেশী ছবির শুটিং করছিলেন ৷ কাজ করতে করতে একদিন অসুস্থবোধ করেন ৷ শরীরে ব্যথা আর স্বাদ, গন্ধ চলে যাওয়া একটি দিকেই ইঙ্গিত দিচ্ছিল ৷ পরিস্থিতি দেখে সময় ব্যয় না করে ডাক্তারের পরামর্শ নেন ৷ করোনা পরীক্ষা করান ৷ একইসঙ্গে রিপোর্ট আসার আগে থেকেই আইসোলেশনে চলে যান ৷ পরে রিপোর্ট এলে দেখা যায় আশঙ্কাই সত্যি ৷ করোনায় আক্রান্ত হয়েছেন সুমনা ৷ ডাক্তারের পরামর্শ মেনে চলছেন ৷ মন ভাল রাখার জন্য সিনেমা আর ওয়েব সিরিজ দেখে সময় কাটছে তাঁর ৷ একা লাগলে বন্ধুবান্ধবদের নম্বরে ফোন ঘোরাচ্ছেন ৷ সব মিলিয়ে কঠিন সময়টা দ্রুত পার করে দিতে চাইছেন সুমনা ৷ এদিকে খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল

টুম্পা সোনা'র নাম শোনেননি এমন বাঙালি খুঁজলেও পাওয়া ভার ৷ বিয়ে থেকে পুজো, অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ, বড়দিন থেকে নিউইয়ার সর্বত্র, সব উৎসবেই বেজেছে টুম্পা সোনা গানটি ৷ গানের ছন্দে পা মিলিয়েছেন ছোট, বড় সেলিব্রিটিরা ৷ বাদ যায়নি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনও ৷ টুম্পা গানের আকাশছোঁয়া সাফল্যকে হাতিয়ার করে গান বেঁধে ফেলেছিল সিপিএম ৷ টুম্পা গানের সুরে প্যারোডি বানিয়ে ফেলেছিল তারা ৷ সেটাও ব্যাপক হিট ৷ কোনও সিনেমা নয়, একটি বাংলা ওয়েব সিরিজের প্রমোশনাল মিউজিক ভিডিয়ো টুম্পা নিয়ে মাতামাতি এখনও চলছে ৷

কলকাতা, 10 মে : স্বাদহীন পোচ... ৷ বন্ধ ডেটিং ৷ কারণ, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারানটিনে 'টুম্পা' খ্যাত অভিনেত্রী সুমনা দাস ৷ একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন বঙ্গ সেনসেশন টুম্পা সোনা ৷

সুমনা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই কলকাতাতে একটি বাংলাদেশী ছবির শুটিং করছিলেন ৷ কাজ করতে করতে একদিন অসুস্থবোধ করেন ৷ শরীরে ব্যথা আর স্বাদ, গন্ধ চলে যাওয়া একটি দিকেই ইঙ্গিত দিচ্ছিল ৷ পরিস্থিতি দেখে সময় ব্যয় না করে ডাক্তারের পরামর্শ নেন ৷ করোনা পরীক্ষা করান ৷ একইসঙ্গে রিপোর্ট আসার আগে থেকেই আইসোলেশনে চলে যান ৷ পরে রিপোর্ট এলে দেখা যায় আশঙ্কাই সত্যি ৷ করোনায় আক্রান্ত হয়েছেন সুমনা ৷ ডাক্তারের পরামর্শ মেনে চলছেন ৷ মন ভাল রাখার জন্য সিনেমা আর ওয়েব সিরিজ দেখে সময় কাটছে তাঁর ৷ একা লাগলে বন্ধুবান্ধবদের নম্বরে ফোন ঘোরাচ্ছেন ৷ সব মিলিয়ে কঠিন সময়টা দ্রুত পার করে দিতে চাইছেন সুমনা ৷ এদিকে খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল

টুম্পা সোনা'র নাম শোনেননি এমন বাঙালি খুঁজলেও পাওয়া ভার ৷ বিয়ে থেকে পুজো, অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ, বড়দিন থেকে নিউইয়ার সর্বত্র, সব উৎসবেই বেজেছে টুম্পা সোনা গানটি ৷ গানের ছন্দে পা মিলিয়েছেন ছোট, বড় সেলিব্রিটিরা ৷ বাদ যায়নি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনও ৷ টুম্পা গানের আকাশছোঁয়া সাফল্যকে হাতিয়ার করে গান বেঁধে ফেলেছিল সিপিএম ৷ টুম্পা গানের সুরে প্যারোডি বানিয়ে ফেলেছিল তারা ৷ সেটাও ব্যাপক হিট ৷ কোনও সিনেমা নয়, একটি বাংলা ওয়েব সিরিজের প্রমোশনাল মিউজিক ভিডিয়ো টুম্পা নিয়ে মাতামাতি এখনও চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.