ETV Bharat / sitara

গোলন্দাজের টিজার লঞ্চে চাঁদের হাট - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ৷

গোলন্দাজের টিজার লঞ্চ
গোলন্দাজের টিজার লঞ্চ
author img

By

Published : Apr 16, 2021, 8:59 PM IST

কলকাতা, 16 এপ্রিল : মুক্তি পেল 'গোলন্দাজের' টিজার । এই বছরের সবথেকে প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের টিজার এক মিনিট ষোলো সেকেন্ডের । ছবিতে মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা যাবে বাংলা ছবির সুপারস্টার দেবকে । এছাড়াও ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে ৷ এছাড়াও থাকছেন অন্যান্য অভিনেতারা ।

ধ্রুব ব‍ন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি শুটিং শুরু হয়েছিল 2019-এ ৷ এরপরে 2020 কেটেছে করোনার আতঙ্কে ৷ তাই বলে শুটিং থেমে যায়নি ৷ টানা দু'বছর শুটিং চলার পর অবশেষে মুক্তি পেল দেবের বহুপ্রতীক্ষিত ছবি গোলন্দাজ-এর টিজার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি কোনও বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে ফিকশন ছবি । নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় থাকছেন দেব । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে 1879 সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ এবার গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসকেই বড় পর্দায় দেখা যাবে ।

পরিচালক ধ্রুব ব‍ন্দ্যোপাধ্যায় জানালেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রের জন্য দেবের থেকে ভালো আর কেউ তাঁর চোখে পড়েনি ।" এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে । এ ধরনের বড় ক্যানভাসে ছবিতে সবটুকু আলো থাকে বড় তারকাদের উপর ৷ সে ক্ষেত্রে অভিনেতা হিসেবে জনপ্রিয় অনির্বাণ ভট্টাচার্য জানান, দেবের মতো অভিনেতারাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন ৷ তাঁদের পথ অনুসরণ করেছেন অনির্বাণরা ৷ আর এই ধরনের ছবিতে বড় স্টারই প্রয়োজন ।

গোলন্দাজ নিয়ে কথা বললেন ছবির পরিচালকসহ কলাকুশলীরা

এই ছবির হাত ধরেই আবার এসভিএফ-এর সঙ্গে কাজ করলেন দেব । এই প্রসঙ্গে জানতে চাইলে দেব বলেন, "এসভিএফ-এর সঙ্গে আবার কাজ করতে পেরে তাঁর বেশ ভালই লাগছে । সবমিলিয়ে একেবারের জাঁকজমকপূর্ণ ছিল গোলন্দাজের টিজার লঞ্চ‌ । এই বছর 15 অগস্ট মুক্তি পাবার সম্ভাবনা আছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গোলন্দাজের ৷

এই ছবির টিজার লঞ্চে উপস্থিত ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাতি ময়ূখপ্রসাদ সর্বাধিকারী ৷ তিনি জানালেন, তাঁকে এই টিজার লঞ্চে আমন্ত্রণ করায় তিনি আপ্লুত ৷

আরও পড়ুন : টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব

কলকাতা, 16 এপ্রিল : মুক্তি পেল 'গোলন্দাজের' টিজার । এই বছরের সবথেকে প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের টিজার এক মিনিট ষোলো সেকেন্ডের । ছবিতে মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা যাবে বাংলা ছবির সুপারস্টার দেবকে । এছাড়াও ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে ৷ এছাড়াও থাকছেন অন্যান্য অভিনেতারা ।

ধ্রুব ব‍ন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি শুটিং শুরু হয়েছিল 2019-এ ৷ এরপরে 2020 কেটেছে করোনার আতঙ্কে ৷ তাই বলে শুটিং থেমে যায়নি ৷ টানা দু'বছর শুটিং চলার পর অবশেষে মুক্তি পেল দেবের বহুপ্রতীক্ষিত ছবি গোলন্দাজ-এর টিজার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি কোনও বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে ফিকশন ছবি । নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় থাকছেন দেব । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে 1879 সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ এবার গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসকেই বড় পর্দায় দেখা যাবে ।

পরিচালক ধ্রুব ব‍ন্দ্যোপাধ্যায় জানালেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রের জন্য দেবের থেকে ভালো আর কেউ তাঁর চোখে পড়েনি ।" এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে । এ ধরনের বড় ক্যানভাসে ছবিতে সবটুকু আলো থাকে বড় তারকাদের উপর ৷ সে ক্ষেত্রে অভিনেতা হিসেবে জনপ্রিয় অনির্বাণ ভট্টাচার্য জানান, দেবের মতো অভিনেতারাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন ৷ তাঁদের পথ অনুসরণ করেছেন অনির্বাণরা ৷ আর এই ধরনের ছবিতে বড় স্টারই প্রয়োজন ।

গোলন্দাজ নিয়ে কথা বললেন ছবির পরিচালকসহ কলাকুশলীরা

এই ছবির হাত ধরেই আবার এসভিএফ-এর সঙ্গে কাজ করলেন দেব । এই প্রসঙ্গে জানতে চাইলে দেব বলেন, "এসভিএফ-এর সঙ্গে আবার কাজ করতে পেরে তাঁর বেশ ভালই লাগছে । সবমিলিয়ে একেবারের জাঁকজমকপূর্ণ ছিল গোলন্দাজের টিজার লঞ্চ‌ । এই বছর 15 অগস্ট মুক্তি পাবার সম্ভাবনা আছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গোলন্দাজের ৷

এই ছবির টিজার লঞ্চে উপস্থিত ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাতি ময়ূখপ্রসাদ সর্বাধিকারী ৷ তিনি জানালেন, তাঁকে এই টিজার লঞ্চে আমন্ত্রণ করায় তিনি আপ্লুত ৷

আরও পড়ুন : টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.