কলকাতা : ইতিমধ্যে একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন স্বস্তিকা মুখার্জি । 'পাতাল লোক' ও 'দিল বেচারা'-তে অভিনয় করেছেন তিনি । প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । তবে এবার ফের বাংলা ছবিতে কাজ করেছেন তিনি । SVF এন্টারটেনমেন্টসের সঙ্গে তাঁর ছবি 'তাসের ঘর' মুক্তি পেতে চলেছে 3 সেপ্টেম্বর । ডিজিটাল প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পাবে ছবিটি ।
'তাসের ঘর'-এ স্বস্তিকাকে দেখা যাবে বছর 30-এর এক যুবতি সুজাতার চরিত্রে । সুজাতা এমন এক গৃহবধূ, যে বাইরের পৃথিবীর এবং তার নিজের পৃথিবীর মধ্যে আটকে গিয়েছে । এটা সেই দুনিয়ার গল্প, যেখানে রয়েছে তার সংসার এবং সে নিজে । অনেক কৌতুকও আছে সেখানে । স্বস্তিকার চরিত্রটি পিতৃতন্ত্রের শিকার । এখানে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে তাঁকে ।

সুজাতার আলুথালু চেহারা । যে সারাদিন রান্নাঘরে কাজ করে, নিজের খেয়ালেই থাকে । সে প্রথমে দর্শকের সঙ্গেই সরাসরি কথা বলা শুরু করবে, নিজের অতীত নিয়ে কথা বলবে । বাড়ির গাছের গল্প বলবে । এভাবেই এগোবে গল্প ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ETV ভারতকে চরিত্রটি সম্পর্কে স্বস্তিকা বলেন, "একজন অভিনেত্রী হিসেবে 'তাসের ঘর' আমার কাছে খুবই উল্লেখযোগ্য একটি কাজ । ভিডিয়োটি দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন । এই সুজাতা চরিত্রটা নিজের মতো করে খুব স্বাধীন । সে একটু সমস্যায় আছে, কিন্তু সে সুখী । তার নিজের কিছু লড়াই আছে । একটু অন্যরকমভাবে সে সেগুলোকে দেখে । আমি চাই সকলে ছবিটি দেখুক ।"