ETV Bharat / sitara

প্রয়াত অভিনেতা স্বরূপ দত্ত, দুঃখপ্রকাশ সৌমিত্র-সাবিত্রীর - heartthrobe

মারা গেলেন বাঙালির একসময়ের হার্টথ্রব স্বরূপ দত্ত । বয়স হয়েছিল 78 বছর ।

স্বরূপ দত্ত
author img

By

Published : Jul 17, 2019, 9:46 AM IST

Updated : Jul 17, 2019, 11:44 AM IST

কলকাতা : প্রয়াত হলেন অভিনেতা স্বরূপ দত্ত । উত্তর কলকাতার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন । সেরিব্রাল অ্যাটাকের জন্য মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর । প্রথমে পরিস্থিতি সংকটজনক হলেও গতকাল রাতে অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা ।

তবে শেষ রক্ষা হল না । অসুস্থতার কাছে হার মেনে আজ সকাল 6 টা 10 নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 78 বছর । সকাল সাড়ে 10 টা নাগাদ তাঁর মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ।

একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন একসময়ের বাঙালির হার্টথ্রব । 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এ তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক । তিনি চিরকালই থেকে যাবেন বাঙালি মনে ।

খবর পেয়ে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । ETV ভারত সিতারাকে বললেন, "খুব দুঃখ পেলাম শুনে । আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ।"

দুঃখপ্রকাশ করলেন অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জিও । ETV ভারত সিতারাকে তিনি বললেন, "এসব শুনে আর ভালো লাগে না । খুব খারাপ লাগল শুনে । যখন আপনজন মুক্তি পায়, তখন ঘর নামে একটি নাটক করেছিলাম ওঁর সঙ্গে । আমার বাড়িতেও এসেছেন কয়েকবার । আত্মীয়তার সম্পর্ক ছিল । খুব ভালো মানুষ ছিলেন ।"

কলকাতা : প্রয়াত হলেন অভিনেতা স্বরূপ দত্ত । উত্তর কলকাতার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন । সেরিব্রাল অ্যাটাকের জন্য মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর । প্রথমে পরিস্থিতি সংকটজনক হলেও গতকাল রাতে অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা ।

তবে শেষ রক্ষা হল না । অসুস্থতার কাছে হার মেনে আজ সকাল 6 টা 10 নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 78 বছর । সকাল সাড়ে 10 টা নাগাদ তাঁর মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ।

একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন একসময়ের বাঙালির হার্টথ্রব । 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এ তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক । তিনি চিরকালই থেকে যাবেন বাঙালি মনে ।

খবর পেয়ে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । ETV ভারত সিতারাকে বললেন, "খুব দুঃখ পেলাম শুনে । আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ।"

দুঃখপ্রকাশ করলেন অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জিও । ETV ভারত সিতারাকে তিনি বললেন, "এসব শুনে আর ভালো লাগে না । খুব খারাপ লাগল শুনে । যখন আপনজন মুক্তি পায়, তখন ঘর নামে একটি নাটক করেছিলাম ওঁর সঙ্গে । আমার বাড়িতেও এসেছেন কয়েকবার । আত্মীয়তার সম্পর্ক ছিল । খুব ভালো মানুষ ছিলেন ।"

Intro:Body:

swarup dutta


Conclusion:
Last Updated : Jul 17, 2019, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.