ETV Bharat / sitara

Sushant Singh Rajput New Year wish : ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput New Year wish) ফেসবুক হ্যান্ডেল থেকে ভক্তদের (New Year wishes from sushant Facebook handle) নতুন বছরের শুভেচ্ছা জানানো হল ৷

Sushant Singh Rajput's sister Shweta Singh Kirti shares New Year wishes from his Facebook handle
ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !
author img

By

Published : Jan 2, 2022, 11:42 AM IST

মুম্বই, 2 জানুয়ারি: মানুষটা আর নেই ৷ তিনি বেঁচে আছেন ভক্তদের মনে ৷ তাঁর চলচ্চিত্রে ৷ তাঁর অভিনয়ে ৷ আর সোশ্যাল মিডিয়ায় ৷ এখনও সক্রিয় বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ফেসবুক অ্যাকাউন্ট ৷ সেখান থেকেই তাঁর তরফে সবাইকে জানানো হল নতুন বছরের শুভেচ্ছা ৷ ভাইয়ের স্মৃতিকে তাজা করে রাখলেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti shares new year wishes)৷

সুশান্ত সিং রাজপুতের ফেসবুক অ্যাকাউন্ট (New Year wishes from sushant Facebook handle) থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ লেখা হয়েছে, "সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ৷ সবকিছুর সেরাটা পান সবাই ৷" পোস্টটি প্রয়াত অভিনেতার হ্যান্ডেল থেকে করা হয়েছে বলে ভক্তদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে ৷ সেটা যাতে না-হয় সে জন্য যিনি সুশান্তের হ্যান্ডেল ব্যবহার করে পোস্টটি করেছেন, তিনি তাঁর পরিচয়ও দিয়ে দিয়েছেন ৷ সেখানে লিখে দিয়েছেন যে, "আমি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের তরফে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ৷" এই পোস্ট দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷ লাইক ও কমেন্টের বন্যা বুঝিয়ে দিয়েছে আজও সবার হৃদয়ে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছেন কাই পো চে-র অভিনেতা ৷ অনেকে আবার লিখেছেন, "এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল সুশান্ত ফিরে এসেছে ৷ এখনও এটাই মনে হয়, যা ঘটেছে সব স্বপ্ন ৷ কিন্তু...হ্যাপি নিউ ইয়ার সুশান্ত ৷ তুমি সবসময় স্মরণে থাকবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্ত বেঁচে আছেন ? অলৌকিক কিছু ? তোলপাড় নেটপাড়া

ভাইয়ের অকালপ্রয়াণের এক বছর পেরিয়ে গেলেও এখনও সুশান্তের ফেসবুক প্রোফাইলকে সক্রিয় রেখেছেন তাঁর দিদি শ্বেতা ৷ গত 18 অগস্টও সুশান্তের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মানুষের মনে ধন্ধ তৈরি হয় ৷ ভোর সাড়ে 6টা নাগাদ হঠাৎই ছিছোড়ে স্টারের ফেসবুক প্রোফাইলে ভেসে ওঠে নতুন ছবি (New Facebook Profile Pic) ৷ প্রয়াত অভিনেতার একটি ছবি তাঁর হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ কে সুশান্তের হ্যান্ডেল থেকে তাঁর ছবি পোস্ট করল, এই প্রশ্নে শোরগোল শুরু হয়ে যায় ৷ এর পেছনে অলৌকিক কিছু রয়েছে কি না, সেই ভাবনাও আসে অনেকের মনে ৷ একজন তো লেখেন, "আমি হতবাক ! কে সুশান্তের অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন ? এই পেজটা শুধু সুশান্তই হ্যান্ডেল করতেন ৷ তাহলে কে তাঁর প্রোফাইল পিকচার আপডেট করলেন ? কী হচ্ছে এ সব ?" অনেকে বার সুশান্তের ফিরে আসার আকুতিতেও সরব হন ৷ লেখেন, "সম্ভব হলে তুমি আবার ফিরে এসো ৷ তোমাকে আমরা খুব মিস করি ৷" এক বাঙালি লেখেন, "যদি সবকিছু মিথ্যে প্রমাণ করে আবার ফিরে আসো, তবে অবাক হব না ।"

আরও পড়ুন: National Film Awards : ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

2020 সালে 14 জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর জানায় পুলিশ ৷ তবে তাঁর মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি ৷ চলছে তদন্ত ৷ সুশান্তের মৃত্যুর পর মুক্তি পায় তাঁর শেষ ছবি দিল বেচারা ৷ সেই ছবি দেখেও ভক্তরা বারবার বিশ্বাস করতে চেয়েছেন যে, সুশান্ত বেঁচে আছেন ৷

মুম্বই, 2 জানুয়ারি: মানুষটা আর নেই ৷ তিনি বেঁচে আছেন ভক্তদের মনে ৷ তাঁর চলচ্চিত্রে ৷ তাঁর অভিনয়ে ৷ আর সোশ্যাল মিডিয়ায় ৷ এখনও সক্রিয় বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ফেসবুক অ্যাকাউন্ট ৷ সেখান থেকেই তাঁর তরফে সবাইকে জানানো হল নতুন বছরের শুভেচ্ছা ৷ ভাইয়ের স্মৃতিকে তাজা করে রাখলেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti shares new year wishes)৷

সুশান্ত সিং রাজপুতের ফেসবুক অ্যাকাউন্ট (New Year wishes from sushant Facebook handle) থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ লেখা হয়েছে, "সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ৷ সবকিছুর সেরাটা পান সবাই ৷" পোস্টটি প্রয়াত অভিনেতার হ্যান্ডেল থেকে করা হয়েছে বলে ভক্তদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে ৷ সেটা যাতে না-হয় সে জন্য যিনি সুশান্তের হ্যান্ডেল ব্যবহার করে পোস্টটি করেছেন, তিনি তাঁর পরিচয়ও দিয়ে দিয়েছেন ৷ সেখানে লিখে দিয়েছেন যে, "আমি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের তরফে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ৷" এই পোস্ট দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷ লাইক ও কমেন্টের বন্যা বুঝিয়ে দিয়েছে আজও সবার হৃদয়ে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছেন কাই পো চে-র অভিনেতা ৷ অনেকে আবার লিখেছেন, "এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল সুশান্ত ফিরে এসেছে ৷ এখনও এটাই মনে হয়, যা ঘটেছে সব স্বপ্ন ৷ কিন্তু...হ্যাপি নিউ ইয়ার সুশান্ত ৷ তুমি সবসময় স্মরণে থাকবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্ত বেঁচে আছেন ? অলৌকিক কিছু ? তোলপাড় নেটপাড়া

ভাইয়ের অকালপ্রয়াণের এক বছর পেরিয়ে গেলেও এখনও সুশান্তের ফেসবুক প্রোফাইলকে সক্রিয় রেখেছেন তাঁর দিদি শ্বেতা ৷ গত 18 অগস্টও সুশান্তের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মানুষের মনে ধন্ধ তৈরি হয় ৷ ভোর সাড়ে 6টা নাগাদ হঠাৎই ছিছোড়ে স্টারের ফেসবুক প্রোফাইলে ভেসে ওঠে নতুন ছবি (New Facebook Profile Pic) ৷ প্রয়াত অভিনেতার একটি ছবি তাঁর হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ কে সুশান্তের হ্যান্ডেল থেকে তাঁর ছবি পোস্ট করল, এই প্রশ্নে শোরগোল শুরু হয়ে যায় ৷ এর পেছনে অলৌকিক কিছু রয়েছে কি না, সেই ভাবনাও আসে অনেকের মনে ৷ একজন তো লেখেন, "আমি হতবাক ! কে সুশান্তের অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন ? এই পেজটা শুধু সুশান্তই হ্যান্ডেল করতেন ৷ তাহলে কে তাঁর প্রোফাইল পিকচার আপডেট করলেন ? কী হচ্ছে এ সব ?" অনেকে বার সুশান্তের ফিরে আসার আকুতিতেও সরব হন ৷ লেখেন, "সম্ভব হলে তুমি আবার ফিরে এসো ৷ তোমাকে আমরা খুব মিস করি ৷" এক বাঙালি লেখেন, "যদি সবকিছু মিথ্যে প্রমাণ করে আবার ফিরে আসো, তবে অবাক হব না ।"

আরও পড়ুন: National Film Awards : ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

2020 সালে 14 জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর জানায় পুলিশ ৷ তবে তাঁর মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি ৷ চলছে তদন্ত ৷ সুশান্তের মৃত্যুর পর মুক্তি পায় তাঁর শেষ ছবি দিল বেচারা ৷ সেই ছবি দেখেও ভক্তরা বারবার বিশ্বাস করতে চেয়েছেন যে, সুশান্ত বেঁচে আছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.