ETV Bharat / sitara

নস্টালজিয়াকে উসকে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার - tota roy choudhury feluda

সৌরভ গাঙ্গুলি ও পুরোনো 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে মুক্তি পায় 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার । 1 মিনিট 48 সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে রহস্য, টান টান উত্তেজনা, জঙ্গল, বাঘ, প্রাচীন মন্দির সবই । আর তার সঙ্গে পরিচালক সৃজিত মুখার্জির চোখ দিয়ে এবার টোটা রায়চৌধুরিকে ফেলুদা হিসেবে পেলন দর্শকরা । ছুটি কাটাতে গিয়েও চিরাচরিত ভঙ্গিতে রহস্যের উদঘাটন করতে দেখা গেল ফেলুদাকে ।

sdf
sdf
author img

By

Published : Nov 22, 2020, 7:20 AM IST

কলকাতা : দু'আঙুলের ফাঁকে জ্বলন্ত চারমিনার, গায়ে জড়ানো সাদা শাল আর মগজাস্ত্রে শান দিতে দিতে একেবারে চিরাচরিত ভঙ্গিতে উপস্থিত হলেন প্রদোষ সি মিটার । আর 'সাহেবিয়ানা অপছন্দ হলে' প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা । বাঙালির নস্টালজিয়াকে উসকে দিয়ে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর প্রথন সিজ়নের ট্রেলার ।

সৌরভ গাঙ্গুলি ও পুরোনো 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার । 1 মিনিট 48 সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে রহস্য, টান টান উত্তেজনা, জঙ্গল, বাঘ, প্রাচীন মন্দির সবই । আর তার সঙ্গে পরিচালক সৃজিত মুখার্জির চোখ দিয়ে এবার টোটা রায়চৌধুরিকে ফেলুদা হিসেবে পেলন দর্শকরা । ছুটি কাটাতে গিয়েও চিরাচরিত ভঙ্গিতে রহস্যের উদঘাটন করতে দেখা গেল ফেলুদাকে ।

ফেলুদাকে নিয়ে সত্যজিৎ রায়ের লেখা 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-র গল্প নিয়ে ওয়েব সিরিজ়টি তৈরি করেছেন সৃজিত । ডিজিটাল প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে 12 পর্বের এই সিরিজ় । যার প্রথমভাগ রয়েছে 'ছিন্নমস্তার অভিশাপ'-কে কেন্দ্র করে ।

আর টোটা ছাড়াও এই সিরিজ়ে তোপসের চরিত্রে থাকছেন নবাগত কল্পন মিত্র । জটায়ুর ভূমিকায় অভিনয় করছেন ওয়েব সিরিজ় 'একেন বাবু' খ্যাত অনির্বাণ চক্রবর্তী । মহেশ চৌধুরির চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায় আর বীরেন চৌধুরি বা কারান্ডিকার চরিত্রে ছোটপরদার ঋষি কৌশিক । এছাড়াও রয়েছেন সমদর্শী দত্ত ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল 16 নভেম্বর । কিন্তু, ঠিক তার আগের দিনই প্রয়াত হন বাঙালির অতিপরিচিত ও প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই কারণেই 'ফেলুদা ফেরত' টিমের তরফে ট্রেলার মুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয় । তবে এই সিরিজ় কবে থেকে স্ট্রিম করতে শুরু করবে সেকথা এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি । শুধু জানানো হয়েছে চলতি বছরের ক্রিসমাসেই মুক্তি পাবে এই সিরিজ় ।

কলকাতা : দু'আঙুলের ফাঁকে জ্বলন্ত চারমিনার, গায়ে জড়ানো সাদা শাল আর মগজাস্ত্রে শান দিতে দিতে একেবারে চিরাচরিত ভঙ্গিতে উপস্থিত হলেন প্রদোষ সি মিটার । আর 'সাহেবিয়ানা অপছন্দ হলে' প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা । বাঙালির নস্টালজিয়াকে উসকে দিয়ে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর প্রথন সিজ়নের ট্রেলার ।

সৌরভ গাঙ্গুলি ও পুরোনো 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার । 1 মিনিট 48 সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে রহস্য, টান টান উত্তেজনা, জঙ্গল, বাঘ, প্রাচীন মন্দির সবই । আর তার সঙ্গে পরিচালক সৃজিত মুখার্জির চোখ দিয়ে এবার টোটা রায়চৌধুরিকে ফেলুদা হিসেবে পেলন দর্শকরা । ছুটি কাটাতে গিয়েও চিরাচরিত ভঙ্গিতে রহস্যের উদঘাটন করতে দেখা গেল ফেলুদাকে ।

ফেলুদাকে নিয়ে সত্যজিৎ রায়ের লেখা 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-র গল্প নিয়ে ওয়েব সিরিজ়টি তৈরি করেছেন সৃজিত । ডিজিটাল প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে 12 পর্বের এই সিরিজ় । যার প্রথমভাগ রয়েছে 'ছিন্নমস্তার অভিশাপ'-কে কেন্দ্র করে ।

আর টোটা ছাড়াও এই সিরিজ়ে তোপসের চরিত্রে থাকছেন নবাগত কল্পন মিত্র । জটায়ুর ভূমিকায় অভিনয় করছেন ওয়েব সিরিজ় 'একেন বাবু' খ্যাত অনির্বাণ চক্রবর্তী । মহেশ চৌধুরির চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায় আর বীরেন চৌধুরি বা কারান্ডিকার চরিত্রে ছোটপরদার ঋষি কৌশিক । এছাড়াও রয়েছেন সমদর্শী দত্ত ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল 16 নভেম্বর । কিন্তু, ঠিক তার আগের দিনই প্রয়াত হন বাঙালির অতিপরিচিত ও প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই কারণেই 'ফেলুদা ফেরত' টিমের তরফে ট্রেলার মুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয় । তবে এই সিরিজ় কবে থেকে স্ট্রিম করতে শুরু করবে সেকথা এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি । শুধু জানানো হয়েছে চলতি বছরের ক্রিসমাসেই মুক্তি পাবে এই সিরিজ় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.