ETV Bharat / sitara

Sreelekha Mitra: ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন? - শ্রীলেখা মিত্রকে হেনস্থা

ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ৷ অবিলম্বে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন ৷ তাঁর পোস্ট দেখে সমবেদনা জানিয়েছেন ভক্তরা ৷

sreelekha mitra broke down in tears in FB live in allegation of harassment in her apartment over street dog love
ফেবুতে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?
author img

By

Published : Nov 5, 2021, 5:39 PM IST

কলকাতা, 9 নভেম্বর: শশাঙ্ক ভাভসার অধ্যায়ের স্মৃতি এখনও টাটকা ৷ পথকুকুরদের অভিভাবক হওয়ায় আবারও তাঁকে হেনস্থার শিকার হতে হল ৷ এবার তাঁর নিজের অ্যাপার্টমেন্টে ৷ এমনই অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)৷ ফেসবুক লাইভে তাঁর সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী ৷ টিকা দেওয়া সত্ত্বেও তাদের নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবেশীরা তাঁর কুকুরদের বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রীলেখা ৷ অবিলম্বে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে দিতে চান বলেও জানিয়েছেন ৷

পথকুকুরকে দত্তক নেওয়ায় শশাঙ্ক ভাভসারের সঙ্গে ডেটিং করেছিলেন ৷ পরে সেই কুকুরছানার মৃত্যুর খবরে বিদেশ বিভুঁইয়ে থেকেও আড়িয়াদহের যুবকের প্রতি খড়্গহস্ত হতে দু'বার ভাবেননি ৷ কাঁদতে কাঁদতে ফেসবুকে জানিয়েছিলেন নিজের যন্ত্রণার কথা ৷ তারপরই শশাঙ্ককে মারধর করার ঘটনা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ সেই অধ্যায়ের স্মৃতি এখনও টাটকা ৷ এ বার পথকুকুরদের ভালবাসার জন্য নিজের অ্যাপার্টমেন্টে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন শ্রীলেখা মিত্র ৷ অঝোরে কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন ৷

আরও পড়ুন: Aryan Khan : জামিনের শর্ত মেনে এনসিবির অফিসে হাজিরা আরিয়ানের

ফেসবুক লাইভে শ্রীলেখা জানান, কিছুদিন আগেই বাবাকে হারানোর ধাক্কা এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি ৷ এরই মধ্যে রাস্তার কুকুরদের আদর-যত্ন করেন বলে তাঁকে প্রতিবেশীদের চক্ষুশূল হতে হচ্ছে ৷ শ্রীলেখার কথায়, "আমি একজন শিল্পী এবং স্পর্শকাতর মানুষ । আর এরকম হেনস্থা নিতে পারছি না । আমি হেরে গিয়েছি ৷ প্রত্যেকদিন একা একা এই লড়াইটা আর করতে পারছি না ৷ কেউ আমার পাশে থাকে না ৷ এই নেতিবাচক দিক নিয়ে আমি আর বাঁচতে পারছি না ৷ আমি ও আমার মতো মানুষরা বোধহয় এই সমাজে থাকার যোগ্য নই ৷"

প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার সময় গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

যে পথকুকুরদের নিয়ে আপত্তি অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের, তাদের সবার তিনি টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলেও দাবি করেছেন অভিনেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আজকের ঘটনার পর তিনি আর ওই ফ্ল্যাটে থাকতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রীলেখা মিত্র ৷ কুকুর পছন্দ করেন না, এমন কেউ তাঁর ফ্ল্যাট কিনতে চাইলে তাঁকে যোগাযোগ করতে বলেছেন তিনি ৷ আর অবিলম্বে বসবাসের জন্য কোনও ফ্ল্যাট তৈরি থাকলে, সেটাও তাঁকে জানানোর জন্য অনুরোধ করেছেন ৷ হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, "আমি কিন্তু অভিনয় করছি না ৷ একমাত্র ক্যামেরার সামনে ছাড়া আমি অভিনয় করতে পারি না ৷ আমাকে ছেড়ে দেওয়া হোক ৷ আমি এখানে আর থাকব না ৷" শ্রীলেখার এই ফেসবুক লাইভ দেখে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্তরা ৷

আরও পড়ুন: Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা

কলকাতা, 9 নভেম্বর: শশাঙ্ক ভাভসার অধ্যায়ের স্মৃতি এখনও টাটকা ৷ পথকুকুরদের অভিভাবক হওয়ায় আবারও তাঁকে হেনস্থার শিকার হতে হল ৷ এবার তাঁর নিজের অ্যাপার্টমেন্টে ৷ এমনই অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)৷ ফেসবুক লাইভে তাঁর সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী ৷ টিকা দেওয়া সত্ত্বেও তাদের নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবেশীরা তাঁর কুকুরদের বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রীলেখা ৷ অবিলম্বে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে দিতে চান বলেও জানিয়েছেন ৷

পথকুকুরকে দত্তক নেওয়ায় শশাঙ্ক ভাভসারের সঙ্গে ডেটিং করেছিলেন ৷ পরে সেই কুকুরছানার মৃত্যুর খবরে বিদেশ বিভুঁইয়ে থেকেও আড়িয়াদহের যুবকের প্রতি খড়্গহস্ত হতে দু'বার ভাবেননি ৷ কাঁদতে কাঁদতে ফেসবুকে জানিয়েছিলেন নিজের যন্ত্রণার কথা ৷ তারপরই শশাঙ্ককে মারধর করার ঘটনা নিয়ে বিতর্কও কম হয়নি ৷ সেই অধ্যায়ের স্মৃতি এখনও টাটকা ৷ এ বার পথকুকুরদের ভালবাসার জন্য নিজের অ্যাপার্টমেন্টে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন শ্রীলেখা মিত্র ৷ অঝোরে কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন ৷

আরও পড়ুন: Aryan Khan : জামিনের শর্ত মেনে এনসিবির অফিসে হাজিরা আরিয়ানের

ফেসবুক লাইভে শ্রীলেখা জানান, কিছুদিন আগেই বাবাকে হারানোর ধাক্কা এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি ৷ এরই মধ্যে রাস্তার কুকুরদের আদর-যত্ন করেন বলে তাঁকে প্রতিবেশীদের চক্ষুশূল হতে হচ্ছে ৷ শ্রীলেখার কথায়, "আমি একজন শিল্পী এবং স্পর্শকাতর মানুষ । আর এরকম হেনস্থা নিতে পারছি না । আমি হেরে গিয়েছি ৷ প্রত্যেকদিন একা একা এই লড়াইটা আর করতে পারছি না ৷ কেউ আমার পাশে থাকে না ৷ এই নেতিবাচক দিক নিয়ে আমি আর বাঁচতে পারছি না ৷ আমি ও আমার মতো মানুষরা বোধহয় এই সমাজে থাকার যোগ্য নই ৷"

প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার সময় গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

যে পথকুকুরদের নিয়ে আপত্তি অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের, তাদের সবার তিনি টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলেও দাবি করেছেন অভিনেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আজকের ঘটনার পর তিনি আর ওই ফ্ল্যাটে থাকতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রীলেখা মিত্র ৷ কুকুর পছন্দ করেন না, এমন কেউ তাঁর ফ্ল্যাট কিনতে চাইলে তাঁকে যোগাযোগ করতে বলেছেন তিনি ৷ আর অবিলম্বে বসবাসের জন্য কোনও ফ্ল্যাট তৈরি থাকলে, সেটাও তাঁকে জানানোর জন্য অনুরোধ করেছেন ৷ হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, "আমি কিন্তু অভিনয় করছি না ৷ একমাত্র ক্যামেরার সামনে ছাড়া আমি অভিনয় করতে পারি না ৷ আমাকে ছেড়ে দেওয়া হোক ৷ আমি এখানে আর থাকব না ৷" শ্রীলেখার এই ফেসবুক লাইভ দেখে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্তরা ৷

আরও পড়ুন: Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.