ETV Bharat / sitara

Kangana Ranaut Sita: এর আগেও হয়েছেন সীতা, ছোট্টবেলার অভিনয়ের ছবি পোস্ট করে জানালেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াত সীতা

সীতা (Sita The Incarnation) হচ্ছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ তবে এটা প্রথমবার নয় ৷ ছোটবেলাতেও সীতার (Sita in childhood) চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন তিনি ৷ পোস্ট করলেন সেই ছবিও ৷

Sita The Incarnation: Kangana Ranaut shares pic dressed as Sita in childhood
সীতা হচ্ছেন কঙ্গনা ; পোস্ট করলেন এই চরিত্রে অভিনয়ের ছোট্টবেলার ছবি
author img

By

Published : Sep 16, 2021, 3:19 PM IST

Updated : Sep 16, 2021, 4:14 PM IST

মুম্বই, 16 সেপ্টেম্বর: এ বার তাঁকে দেখা যাবে সীতার (Sita The Incarnation) ভূমিকায় ৷ আগেই জানিয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ এ বার তিনি জানালেন, এই চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন আগেও ৷ ছেলেবেলায় ৷ মাত্র 12 বছর বয়সে স্কুলের নাটকে সীতা (Sita in childhood) সেজেছিলেন কঙ্গনা ৷ ছোট্টবেলার সেই ছবিও পোস্ট করেছেন তিনি ৷

চিত্রনির্মাতা অলৌকিক দেশাই প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সীতা হিসেবে তিনি আনতে চলেছেন কঙ্গনা রানাওয়াতকে ৷ সীতার একটি পোস্টারও প্রকাশ করেন তিনি ৷ পরে মণিকর্ণিকা স্টারও সেই পোস্টার শেয়ার করে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, "এই হল আপডেটেড পোস্টার ৷" হ্যাশট্যাগে তিনি লেখেন, দ্যইনকারনেশনসীতা ৷

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

তবে পরে বলিউডের কুইন জানিয়ে দেন, এ বারই প্রথম নয়, আগেও তিনি সীতার চরিত্রে অভিনয় করেছেন ৷ নিজের ইনস্টা স্টোরিতে ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন তিনি ৷ তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে ছোটবেলায় সীতার সাজে দেখা যাচ্ছে তাঁকে ৷ হাত তুলে আবার আশীর্বাদও করছেন ছোট্ট সীতা ৷ ছবিটি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, "ছোটবেলাতেও আমি সীতা হয়েছি, স্কুলের নাটকে ৷ তখন আমার বয়স 12 বছর ৷ হা হা...সিয়া রামচন্দ্র কি জয় ৷"

Sita The Incarnation: Kangana Ranaut shares pic dressed as Sita in childhood
ছোটবেলায় সীতার সাজে কঙ্গনা

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

জানা গিয়েছে, এই ফিল্মে সীতা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে অফার করা হয়েছিল অভিনেত্রী করিনা কাপুরকে (Kareena Kapoor)৷ তবে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট না-হওয়ায় সইফ-ঘরনি এই ছবিটি করতে রাজি হননি বলে খবর ৷ বলিউড সূত্রে খবর, সীতা চরিত্রে অভিনয় করার জন্য 12 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন করিনা কাপুর ৷ যদিও এ ব্যাপারে তিনি মুখ খোলেননি ৷

আরও পড়ুন: Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, "আমি যেটা চাই সেটা স্পষ্টভাবে বলি ৷ আশা করি সেই শ্রদ্ধাটা দেখানো উচিত ৷ এটা বড় কোনও চাহিদা নয়, এটা মহিলাদের প্রতি সম্মান ৷ আর পরিস্থিতি এখন বদলাচ্ছে ৷ বছর দুই আগেও মুভিতে মহিলা ও পুরুষদের সমান পারিশ্রমিকের কথা নিয়ে কেউ কিছু বলত না ৷ তবে এখন আমাদের মধ্যে অনেকেই এই বিষয়ে অনেক বেশি স্পষ্টবাদী ৷"

আরও পড়ুন: Kolkatar Harry : প্রযোজক সোহম, ছোটদের জন্য আসছে কলকাতার হ্যারি

মুম্বই, 16 সেপ্টেম্বর: এ বার তাঁকে দেখা যাবে সীতার (Sita The Incarnation) ভূমিকায় ৷ আগেই জানিয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ এ বার তিনি জানালেন, এই চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন আগেও ৷ ছেলেবেলায় ৷ মাত্র 12 বছর বয়সে স্কুলের নাটকে সীতা (Sita in childhood) সেজেছিলেন কঙ্গনা ৷ ছোট্টবেলার সেই ছবিও পোস্ট করেছেন তিনি ৷

চিত্রনির্মাতা অলৌকিক দেশাই প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সীতা হিসেবে তিনি আনতে চলেছেন কঙ্গনা রানাওয়াতকে ৷ সীতার একটি পোস্টারও প্রকাশ করেন তিনি ৷ পরে মণিকর্ণিকা স্টারও সেই পোস্টার শেয়ার করে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, "এই হল আপডেটেড পোস্টার ৷" হ্যাশট্যাগে তিনি লেখেন, দ্যইনকারনেশনসীতা ৷

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

তবে পরে বলিউডের কুইন জানিয়ে দেন, এ বারই প্রথম নয়, আগেও তিনি সীতার চরিত্রে অভিনয় করেছেন ৷ নিজের ইনস্টা স্টোরিতে ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন তিনি ৷ তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে ছোটবেলায় সীতার সাজে দেখা যাচ্ছে তাঁকে ৷ হাত তুলে আবার আশীর্বাদও করছেন ছোট্ট সীতা ৷ ছবিটি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, "ছোটবেলাতেও আমি সীতা হয়েছি, স্কুলের নাটকে ৷ তখন আমার বয়স 12 বছর ৷ হা হা...সিয়া রামচন্দ্র কি জয় ৷"

Sita The Incarnation: Kangana Ranaut shares pic dressed as Sita in childhood
ছোটবেলায় সীতার সাজে কঙ্গনা

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

জানা গিয়েছে, এই ফিল্মে সীতা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে অফার করা হয়েছিল অভিনেত্রী করিনা কাপুরকে (Kareena Kapoor)৷ তবে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট না-হওয়ায় সইফ-ঘরনি এই ছবিটি করতে রাজি হননি বলে খবর ৷ বলিউড সূত্রে খবর, সীতা চরিত্রে অভিনয় করার জন্য 12 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন করিনা কাপুর ৷ যদিও এ ব্যাপারে তিনি মুখ খোলেননি ৷

আরও পড়ুন: Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, "আমি যেটা চাই সেটা স্পষ্টভাবে বলি ৷ আশা করি সেই শ্রদ্ধাটা দেখানো উচিত ৷ এটা বড় কোনও চাহিদা নয়, এটা মহিলাদের প্রতি সম্মান ৷ আর পরিস্থিতি এখন বদলাচ্ছে ৷ বছর দুই আগেও মুভিতে মহিলা ও পুরুষদের সমান পারিশ্রমিকের কথা নিয়ে কেউ কিছু বলত না ৷ তবে এখন আমাদের মধ্যে অনেকেই এই বিষয়ে অনেক বেশি স্পষ্টবাদী ৷"

আরও পড়ুন: Kolkatar Harry : প্রযোজক সোহম, ছোটদের জন্য আসছে কলকাতার হ্যারি

Last Updated : Sep 16, 2021, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.