ETV Bharat / sitara

Video: 'শ্লীলতাহানির পর' ছবির শুটিং ফ্লোর থেকে সরাসরি - Reshmi Mitra

প্রয়াত সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তর উপন্যাস 'শ্লীলতাহানির পর' গল্প অবলম্বনে একটি ছবি তৈরি করছেন পরিচালক রেশমি মিত্র। আজ থেকে শুরু ছবির শুটিং। সেই শুটিংয়ে হাজির ETV ভারত।

শ্লীলতাহানির পর
author img

By

Published : May 15, 2019, 11:02 PM IST

Updated : May 16, 2019, 3:36 PM IST

কলকাতা : শুটিং চলছিল দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে। কলেজের একটি অনুষ্ঠানের দৃশ্য শুট করা হচ্ছিল। মারপিটের দৃশ্যও ছিল। রক্তাক্ত হয়ে স্টেজে পড়েছিলেন ছবির গুরুত্বপূর্ণ চরিত্র, যেটি পরদায় ফুটিয়ে তুলবেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

শ্লীলতাহানীর পর
কঠিন তদারকিতে পরিচালক রেশমি মিত্র
শুটিংয়ে উপস্থিত ছিল ছবির গোটা টিম। উপস্থিত ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, মৌবনি সরকার, ঈশান মজুমদার এবং রেশমি নিজে আর তাঁর কলাকুশলীরা। কাজের ফাঁকে ফাঁকে বেশ হাসি ঠাট্টাও চলছিল শুটিং ফ্লোরে।
শ্লীলতাহানীর পর
নিজের শট বুঝতে ব্যস্ত রাহুল
কেমন ছিল সেই মুহূর্ত? দেখে নিন ভিডিয়োতে।
শুটিং ফ্লোরে জোরকদমে চলছে শুটিং

কলকাতা : শুটিং চলছিল দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে। কলেজের একটি অনুষ্ঠানের দৃশ্য শুট করা হচ্ছিল। মারপিটের দৃশ্যও ছিল। রক্তাক্ত হয়ে স্টেজে পড়েছিলেন ছবির গুরুত্বপূর্ণ চরিত্র, যেটি পরদায় ফুটিয়ে তুলবেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

শ্লীলতাহানীর পর
কঠিন তদারকিতে পরিচালক রেশমি মিত্র
শুটিংয়ে উপস্থিত ছিল ছবির গোটা টিম। উপস্থিত ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, মৌবনি সরকার, ঈশান মজুমদার এবং রেশমি নিজে আর তাঁর কলাকুশলীরা। কাজের ফাঁকে ফাঁকে বেশ হাসি ঠাট্টাও চলছিল শুটিং ফ্লোরে।
শ্লীলতাহানীর পর
নিজের শট বুঝতে ব্যস্ত রাহুল
কেমন ছিল সেই মুহূর্ত? দেখে নিন ভিডিয়োতে।
শুটিং ফ্লোরে জোরকদমে চলছে শুটিং
Intro:wb_15May_Kolkata_Srilotahanirporvideo_SnehaSengupta_SnehaSengupta


Body:wb_15May_Kolkata_Srilotahanirporvideo_SnehaSengupta_SnehaSengupta


Conclusion:wb_15May_Kolkata_Srilotahanirporvideo_SnehaSengupta_SnehaSengupta
Last Updated : May 16, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.