কলকাতা : প্রযোজক হিসেবে কাজ শুরু করছেন চিত্রনাট্যকার সাহানা দত্ত । 'হইচই'-এর সিজ়ন 4 শুরু হতে চলেছে । হইচইয়ের চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে কয়েকদি আগে 25 টি ওয়েব সিরিজ় ঘোষণা করা হয় । সেখানে বলা হয়েছিল, চিত্রনাট্যকার সাহানা দত্ত এবার প্রযোজক হিসেবে দুটি ওয়েব সিরিজ় প্রযোজনা করবেন । তার মধ্যে একটির নাম 'মোহ মায়া' ও অন্যটি 'গোরা'। কেমন চলছে সেগুলির প্রস্তুতি ?
এ প্রসঙ্গে ETV ভারতকে সাহানা বলেন, "সাইকোলজিক্যাল থ্রিলার 'মোহ মায়া'। 'গোরা' গোয়েন্দা কাহিনি । এই গোয়েন্দার ফ্র্যাঞ্চাইজ়ি হবে । 'মোহ মায়া' আমার প্রথম প্রযোজিত কাজ । এতদিন তো লেখক হিসেবেই পরিচিত ছিলাম ।"
এদিকে খুব বেশি সাইকোলজিক্যাল থ্রিলার হয়নি বাংলায় । তার উপর এই ঘরানার বিষয়বস্তু লিখতে ভালোবাসেন সাহানা । বলেন, "নতুন বিষয় নিয়ে লেখা বলে আমি খুবই উচ্ছ্বসিত । এরকম কাজ বাংলাতে আগে হয়নি ।"

এছাড়া 'গোরা : দা প্রাইভেট ডিফেকটিভ' এমন এক গোয়েন্দার কথা বলবে, যেখানে বাংলার পারফেক্ট, নির্ভেজাল গোয়েন্দার ছক ভাঙবে । পোস্টারেও ডিটেক্টিভের জায়গায় লেখা আছে 'ডিফেক্টিভ'। এই গোয়েন্দার চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী । এই সিরিজ় সম্পর্কে সাহানা বলেন, "এই গোয়েন্দার একটা ইন্টারেস্টিং ডিফেক্ট আছে । একদিকে যেমন ডার্ক থ্রিলার এলিমেন্ট থাকবে, তেমনই থাকবে মজার কিছু এলিমেন্ট । কারণ এই গোয়েন্দা খুবই মজার মানুষ । আমার মনে হয়েছিল একদম পারফেক্ট ডিটেক্টিভ আমার চাই না । কারণ, সবটাই একই রকম হয়ে যাচ্ছে । আমার মনে হয়েছে এমন গোয়েন্দার আসা উচিত যার মধ্যে কোনও খামতি রয়েছে । সেই জন্যই তার পক্ষে এই কাজ করা সহজ নয় । ওই জন্যেই ঋত্বিককে নেওয়া হয়েছে ।"
এই ওয়েব সিরিজ় দুটির চিত্রনাট্য লিখছেন সাহানা । তবে যে প্রযোজনা সংস্থা তিনি তৈরি করেছেন, তার নাম এখনও ঘোষণা করেননি । সময় আসলেই নাম জানাবেন তিনি । যদিও সাহানা বিষয়টিকে খুব ছোটো করে শুরু করছেন । জাঁকজমক করে এখনই তিনি কোনও ঘোষণা করবেন না । তাঁর বিশ্বাস, "আমার কাজ প্রমাণ করবে, কেমন কাজ করব । আগে থেকে ঢাক পিটিয়ে কোনও লাভ হয় না । আগে আমি কাজটা ভালো করে করতে চাই ।"