ETV Bharat / sitara

Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা - পানভেলের ফার্ম হাউস

জন্মদিনের (Salman khan birthday) আগে পানভেলের ফার্মহাউসে সাপে কামড়াল সলমন খানকে (Salman Khan gets bitten by snake)৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে (Salman Khan news) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

Salman Khan gets bitten by snake at Panvel farmhouse
পানভেলে ফার্মহাউসে সাপে কাটল সলমনকে
author img

By

Published : Dec 26, 2021, 1:03 PM IST

Updated : Dec 26, 2021, 1:43 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: জন্মদিনের আগেই বিপদের সম্মুখীন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan gets bitten by snake)৷ সাপে কামড়াল বজরঙ্গি ভাইজানকে ৷ রবিবার ভোর রাতে তাঁর পানভেলের ফার্ম হাউসে (Panvel farmhouse) তাঁকে সাপে কামড়ানোর পর হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে বেশ কিছুক্ষণ রেখে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ফার্মহাউসেই বিশ্রামে রয়েছেন দাবাং স্টার (Salman Khan news)৷

27 ডিসেম্বর অর্থাৎ আগামিকাল সলমন খানের জন্মদিন ৷ বর্তমানে তিনি তাঁর ফার্মহাউসে রয়েছেন ৷ মনে করা হচ্ছে যে, ফার্মহাউসের বাগান এলাকাতেই সাপে কামড়েছে সলমন খানকে ৷ বিশেষ সূত্রে খবর, বড়দিনের রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে বসে গল্প করছিলেন অভিনেতা ৷ তখনই এই ঘটনা ঘটে ৷ গল্প করতে করতে আচমকাই তিনি তাঁর হাতে যন্ত্রণা অনুভব করেন ৷ তখন তাঁর বন্ধুরা একটি সাপ দেখতে পান ৷ এরপর থেকেই আতঙ্ক ছড়ায় উপস্থিত সবার মধ্যে ৷ সবাই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন ৷

আরও পড়ুন: Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক

সঙ্গে সঙ্গে সলমনকে নিয়ে যাওয়া হয় নভী মুম্বইয়ের কামোথে এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ৷ সেখানে প্রায় 6-7 ঘণ্টা থাকতে হয় তাঁকে ৷ তাঁর চিকিৎসা করেন একদল বিশেষজ্ঞ ডাক্তার ৷ পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয় ৷ নিয়ে যাওয়া হয় পানভেলের ফার্মহাউসেই ৷ জানা গিয়েছে, সাপটি বিষধর ছিল না ৷ আর সলমন এখন ভাল আছেন ৷

সূত্রের দাবি, এর আগেও ওই ফার্মহাউসে বেশ কয়েকটি সাপ দেখেছেন সলমন খান ৷ তিনি সবসময় তাঁর কেয়ারটেকারদের সজাগ থাকতে বলেছেন ৷

আরও পড়ুন: Salman Khan fans burst crackers in theatre: অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, সতর্ক করলেন সলমন

জানা গিয়েছে, রবিবার রাতে ফার্মহাউসেই পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালনের পরিকল্পনা রয়েছে বলিউডের সুলতানের ৷ তবে তাঁর জন্মদিনে যে পরিমাণ জাঁকজমক দেখা যায়, কোভিড আবহে গত দু বছর ধরে তা ছিল না ৷ এ বার, তাঁর 56তম জন্মদিনেও অতিথির সঙ্গে হাতে গোনা ৷ ছোট আকারেই সেলিব্রেশনের কথা ভাবা হয়েছে ৷ সলমনের জন্য আমাদের তরফেও রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা ৷

আরও পড়ুন: Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

মুম্বই, 26 ডিসেম্বর: জন্মদিনের আগেই বিপদের সম্মুখীন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan gets bitten by snake)৷ সাপে কামড়াল বজরঙ্গি ভাইজানকে ৷ রবিবার ভোর রাতে তাঁর পানভেলের ফার্ম হাউসে (Panvel farmhouse) তাঁকে সাপে কামড়ানোর পর হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে বেশ কিছুক্ষণ রেখে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ফার্মহাউসেই বিশ্রামে রয়েছেন দাবাং স্টার (Salman Khan news)৷

27 ডিসেম্বর অর্থাৎ আগামিকাল সলমন খানের জন্মদিন ৷ বর্তমানে তিনি তাঁর ফার্মহাউসে রয়েছেন ৷ মনে করা হচ্ছে যে, ফার্মহাউসের বাগান এলাকাতেই সাপে কামড়েছে সলমন খানকে ৷ বিশেষ সূত্রে খবর, বড়দিনের রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে বসে গল্প করছিলেন অভিনেতা ৷ তখনই এই ঘটনা ঘটে ৷ গল্প করতে করতে আচমকাই তিনি তাঁর হাতে যন্ত্রণা অনুভব করেন ৷ তখন তাঁর বন্ধুরা একটি সাপ দেখতে পান ৷ এরপর থেকেই আতঙ্ক ছড়ায় উপস্থিত সবার মধ্যে ৷ সবাই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন ৷

আরও পড়ুন: Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক

সঙ্গে সঙ্গে সলমনকে নিয়ে যাওয়া হয় নভী মুম্বইয়ের কামোথে এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ৷ সেখানে প্রায় 6-7 ঘণ্টা থাকতে হয় তাঁকে ৷ তাঁর চিকিৎসা করেন একদল বিশেষজ্ঞ ডাক্তার ৷ পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয় ৷ নিয়ে যাওয়া হয় পানভেলের ফার্মহাউসেই ৷ জানা গিয়েছে, সাপটি বিষধর ছিল না ৷ আর সলমন এখন ভাল আছেন ৷

সূত্রের দাবি, এর আগেও ওই ফার্মহাউসে বেশ কয়েকটি সাপ দেখেছেন সলমন খান ৷ তিনি সবসময় তাঁর কেয়ারটেকারদের সজাগ থাকতে বলেছেন ৷

আরও পড়ুন: Salman Khan fans burst crackers in theatre: অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, সতর্ক করলেন সলমন

জানা গিয়েছে, রবিবার রাতে ফার্মহাউসেই পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালনের পরিকল্পনা রয়েছে বলিউডের সুলতানের ৷ তবে তাঁর জন্মদিনে যে পরিমাণ জাঁকজমক দেখা যায়, কোভিড আবহে গত দু বছর ধরে তা ছিল না ৷ এ বার, তাঁর 56তম জন্মদিনেও অতিথির সঙ্গে হাতে গোনা ৷ ছোট আকারেই সেলিব্রেশনের কথা ভাবা হয়েছে ৷ সলমনের জন্য আমাদের তরফেও রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা ৷

আরও পড়ুন: Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

Last Updated : Dec 26, 2021, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.