ETV Bharat / sitara

Rishi Kapoor Last Film : কবে পর্দায় আসছে ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'?

author img

By

Published : Mar 9, 2022, 5:17 PM IST

31 মার্চ মুক্তি পেতে চলেছে প্রয়াত তারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন' (Rishi Kapoor Final Film Release Date)৷ ছবির পরিচালনায় রয়েছেন হিতেশ ভাটিয়া ৷

rishi kapoor last film release date
31 মার্চ মুক্তি পেতে চলেছে প্রয়াত তারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'

মুম্বই, 9 মার্চ : প্রয়াত বলিতারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'-এর স্ট্রিমিং শুরু হতে চলেছে আগামী 31 মার্চ (Sharmaji Namkeen Release Date)৷ 'অ্যামাজন অরিজিনালস' হিসাবে মুক্তি পেতে চলা এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক হিতেশ ভাটিয়া ৷ বুধবার এমনটাই জানিয়েছে প্রাইম ভিডিয়ো এবং এক্সেল এন্টারটেইনমেন্ট ৷

দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর 2020 সালের এপ্রিল মাসে 67 বছর বয়সে পরলোক গমন করেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর ৷ 'শর্মাজি নমকীন' ছিল তাঁর শেষ কাজ ৷ ছবিটির প্রযোজনা করেছে ফরহান আখতার এবং রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ ছবিতে উঠে আসবে চাকরি থেকে সদ্য় অবসরপ্রাপ্ত এক ব্য়ক্তির জীবন যিনি কিছু মহিলার সঙ্গে একটি কিটি সার্কেলে যোগ দেওয়ার পর আবিস্কার করেন রান্নার প্রতি নিজের আবেগ ৷ ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রের বাকি অংশটুকুতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে ৷ অর্থাৎ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা ৷

আরও পড়ুন : নতুন করে শুরু হল রণবীর-শ্রদ্ধার ছবির কাজ

ঋষি কাপুরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলাও যিনি নব্বইয়ের দশকে এই অভিনেতার সঙ্গে একাধিক স্মরণীয় কাজ উপহার দিয়েছেন ৷ প্রাইম ভিডিয়োর তরফে কন্টেন্ট লাইসেন্সিং বিভাগের প্রধান মনীশ মেনহানি বলেন, "এটি সত্যিই একটি বিশেষ ছবি এবং প্রয়াত ঋষি কাপুরের অভিনয় দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন ৷ একইসঙ্গে ছবিটি পরেশ রাওয়ালের অপরিমেয় প্রতিভার প্রমাণ ৷ দুই অভিনেতাই তাঁদের কিংবদন্তি অভিনয়ের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন ৷"

মুম্বই, 9 মার্চ : প্রয়াত বলিতারকা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকীন'-এর স্ট্রিমিং শুরু হতে চলেছে আগামী 31 মার্চ (Sharmaji Namkeen Release Date)৷ 'অ্যামাজন অরিজিনালস' হিসাবে মুক্তি পেতে চলা এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক হিতেশ ভাটিয়া ৷ বুধবার এমনটাই জানিয়েছে প্রাইম ভিডিয়ো এবং এক্সেল এন্টারটেইনমেন্ট ৷

দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর 2020 সালের এপ্রিল মাসে 67 বছর বয়সে পরলোক গমন করেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর ৷ 'শর্মাজি নমকীন' ছিল তাঁর শেষ কাজ ৷ ছবিটির প্রযোজনা করেছে ফরহান আখতার এবং রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ ছবিতে উঠে আসবে চাকরি থেকে সদ্য় অবসরপ্রাপ্ত এক ব্য়ক্তির জীবন যিনি কিছু মহিলার সঙ্গে একটি কিটি সার্কেলে যোগ দেওয়ার পর আবিস্কার করেন রান্নার প্রতি নিজের আবেগ ৷ ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রের বাকি অংশটুকুতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে ৷ অর্থাৎ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা ৷

আরও পড়ুন : নতুন করে শুরু হল রণবীর-শ্রদ্ধার ছবির কাজ

ঋষি কাপুরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলাও যিনি নব্বইয়ের দশকে এই অভিনেতার সঙ্গে একাধিক স্মরণীয় কাজ উপহার দিয়েছেন ৷ প্রাইম ভিডিয়োর তরফে কন্টেন্ট লাইসেন্সিং বিভাগের প্রধান মনীশ মেনহানি বলেন, "এটি সত্যিই একটি বিশেষ ছবি এবং প্রয়াত ঋষি কাপুরের অভিনয় দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন ৷ একইসঙ্গে ছবিটি পরেশ রাওয়ালের অপরিমেয় প্রতিভার প্রমাণ ৷ দুই অভিনেতাই তাঁদের কিংবদন্তি অভিনয়ের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.